ETV Bharat / state

Manik Saha Sent Pineapples to Sheikh Hasina: আমের পালটা আনারস ! হাসিনাকে বিশেষ উপহার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Jul 9, 2023, 2:03 PM IST

ভারত ও বাংলাদেশের সম্পর্ক 1971 থেকেই ভালো ৷ পাশাপাশি সীমান্ত লাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গে, অসম, ত্রিপুরার সঙ্গেও বাংলাদেশ সরকারের বিশেষ সম্পর্ক রয়েছে ৷ আর তার অধিকাংশটাই ভাষাগত কারণে ৷ সুসম্পর্কের আরও একটি নিদর্শন দেখা গেল ৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে আনারস পাঠালেন ৷

Manik Saha Sent Pineapples to Sheikh Hasina ETV BHARAT
Manik Saha Sent Pineapples to Sheikh Hasina

আগরতলা, 9 জুলাই: ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করাই লক্ষ্য ৷ তারই অংশ হিসেবে এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌহার্দ্যের প্রতীক হিসেবে বিপুল পরিমাণ আনারস পাঠালেন ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী এই উপহার আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন ৷ সেই সঙ্গে দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করার বার্তাও দিয়েছেন মুজিব-কন্যা ৷

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে সেখানকার বিখ্যাত হাড়িভাঙা আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন ৷ তাঁর প্রতিদানে অসাধারণ স্বাদের জন্য বিখ্যাত ত্রিপুরার বাছাই করা আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে পাঠিয়েছেন মানিক ৷ এই ফল বিনিময় মূলত দুই দেশের মধ্যে পারস্পরিক সু-সম্পর্ক এবং বোঝাপড়াকে আরও দৃঢ় করার কৌশল হিসেবেই দেখছেন কূটনীতিকরা ৷

শুক্রবার দুপুরে আগরতলা ও আখাউর চেকপোস্টে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের হাতে ওই আনারস তুলে দেওয়া হয় ৷ সেগুলি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার সময় ত্রিপুরা সরকারের গুরুত্বপূর্ণ দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷ সেই সঙ্গে উদ্যানপালন ও মৃত্তিকা সংরক্ষণ বিভাগের ডিরেক্টর ড. ফণিভূষণ জামাতিয়া, দফতরের জয়েন্ট ডিরেক্টর শান্তনু দেববর্মা, অ্যাসিসট্যান্ট ডিরেক্টর ড. দীপক বৈদ্য এবং শুল্ক বিভাগ এবং বিএসএফ-এর আধিকারিকরা সেখানে হাজির ছিলেন ৷ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ওই আনারসগুলি বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন: হাসিনা দেখা করতে চাইলেও কেন্দ্র ডাকেনি, এত ভয় কীসের ? তোপ মমতার

উদ্যানপালন ও মৃত্তিকা সংরক্ষণ বিভাগের ডিরেক্টর ড. ফণিভূষণ জামাতিয়া জানান, কিউ প্রজাতির মোট 700টি আনারস মুখ্য়মন্ত্রী মানিক সাহার তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো হয়েছে ৷ আনারসগুলিকে সম্পূর্ণ সুরক্ষিতভাবে 100টি পেটিতে প্যাকিং করা হয়েছে ৷ যার প্রতিটিতে 7টি করে আনারস রয়েছে ৷ উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও স্নেহের সম্পর্ক বাংলাদেশের প্রধানমন্ত্রীর ৷ বিশেষত, এরাজ্যের সঙ্গে বাংলাদেশের বিশেষ বাণিজ্যিক চুক্তির কারণে, তা আরও মজবুত হয়েছে ৷

আগরতলা, 9 জুলাই: ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করাই লক্ষ্য ৷ তারই অংশ হিসেবে এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌহার্দ্যের প্রতীক হিসেবে বিপুল পরিমাণ আনারস পাঠালেন ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী এই উপহার আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন ৷ সেই সঙ্গে দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করার বার্তাও দিয়েছেন মুজিব-কন্যা ৷

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে সেখানকার বিখ্যাত হাড়িভাঙা আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন ৷ তাঁর প্রতিদানে অসাধারণ স্বাদের জন্য বিখ্যাত ত্রিপুরার বাছাই করা আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে পাঠিয়েছেন মানিক ৷ এই ফল বিনিময় মূলত দুই দেশের মধ্যে পারস্পরিক সু-সম্পর্ক এবং বোঝাপড়াকে আরও দৃঢ় করার কৌশল হিসেবেই দেখছেন কূটনীতিকরা ৷

শুক্রবার দুপুরে আগরতলা ও আখাউর চেকপোস্টে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের হাতে ওই আনারস তুলে দেওয়া হয় ৷ সেগুলি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার সময় ত্রিপুরা সরকারের গুরুত্বপূর্ণ দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷ সেই সঙ্গে উদ্যানপালন ও মৃত্তিকা সংরক্ষণ বিভাগের ডিরেক্টর ড. ফণিভূষণ জামাতিয়া, দফতরের জয়েন্ট ডিরেক্টর শান্তনু দেববর্মা, অ্যাসিসট্যান্ট ডিরেক্টর ড. দীপক বৈদ্য এবং শুল্ক বিভাগ এবং বিএসএফ-এর আধিকারিকরা সেখানে হাজির ছিলেন ৷ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ওই আনারসগুলি বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন: হাসিনা দেখা করতে চাইলেও কেন্দ্র ডাকেনি, এত ভয় কীসের ? তোপ মমতার

উদ্যানপালন ও মৃত্তিকা সংরক্ষণ বিভাগের ডিরেক্টর ড. ফণিভূষণ জামাতিয়া জানান, কিউ প্রজাতির মোট 700টি আনারস মুখ্য়মন্ত্রী মানিক সাহার তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো হয়েছে ৷ আনারসগুলিকে সম্পূর্ণ সুরক্ষিতভাবে 100টি পেটিতে প্যাকিং করা হয়েছে ৷ যার প্রতিটিতে 7টি করে আনারস রয়েছে ৷ উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও স্নেহের সম্পর্ক বাংলাদেশের প্রধানমন্ত্রীর ৷ বিশেষত, এরাজ্যের সঙ্গে বাংলাদেশের বিশেষ বাণিজ্যিক চুক্তির কারণে, তা আরও মজবুত হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.