আগরতলা, 9 ফেব্রুয়ারি: ত্রিপুরায় নির্বাচনী ইস্তাহার (Tripura BJP Manifesto) প্রকাশ করল ক্ষমতাসীন বিজেপি ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP President JP Nadda) বৃহস্পতিবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন, যার নাম দেওয়া হয়েছে 'সংকল্প পত্র 2023'৷ 'মহিলা' ও রাজ্যের 'আদিবাসীদের' উপর বিশেষ জোর দিয়ে 24টি প্রতিশ্রুতির কথা বলা হয়েছে সেই ইস্তাহারে ৷
সংকল্প পত্র 2023: নির্বাচনী ইস্তাহার (Tripura assembly elections 2023) প্রকাশ করে জেপি নাড্ডা বলেন, "বিজেপি যখনই একটি ইস্তাহার নিয়ে আসে, তখন সেটি হয় একটি ভিশন ডকুমেন্ট ৷ এই ইস্তাহার দলের জন্য একটি কাগজের টুকরো নয়, জনগণের প্রতি, জাতির প্রতি একটি 'প্রতিশ্রুতি'। আপনি কি 70 বছরে কখনও শুনেছেন যে, একজন নেতা তার রিপোর্ট কার্ড নিয়ে আসে ? কিন্তু যখন একজন বিজেপি নেতা সামনে আসেন, তখন তিনি তার রিপোর্ট কার্ড নিয়ে আসেন এবং সামনের রোডম্যাপ বলেন ৷"
নাড্ডার দাবি, বিজেপি উন্নয়নের জন্য চেষ্টা করে এবং তারা যা প্রতিশ্রুতি দেয়, তারা তা পূরণ করে ৷ জেপি নাড্ডার কথায়, "আমি গর্বিত যে আমি এমন একটি দলের প্রতিনিধিত্ব করছি যেখানে মোদিজির মতো নেতা রয়েছেন এবং যা দেশের রাজনীতির প্রকৃতিকে একেবারেই বদলে দিয়েছে ।"
ত্রিপুরার এক্সিট গেট ও এন্ট্রি গেট: নাড্ডার মতে, 2018 সাল ত্রিপুরার এক্সিট গেট ও এন্ট্রি গেটের সাক্ষ্য রেখেছে ৷ দুর্নীতি ও অপরাধের জন্য 'এক্সিট গেট' দেখেছে বামপন্থী চরমপন্থা; শান্তি, সমৃদ্ধি, ভ্রাতৃত্ব, উন্নয়ন এবং ত্রিপুরার একটি মহান উত্থানের জন্য ছিল 'এন্ট্রি গেট'৷" জেপি নাড্ডা বলেছেন, "আগামী 5 বছর ত্রিপুরায় উন্নয়নকে আরও জোরদার করবে ৷ প্রধানমন্ত্রী মোদিজির এইচআইআরএ-এর মডেল আগের চেয়ে আরও বেশি সমৃদ্ধি আনতে সাহায্য করবে ।"
আরও পড়ুন: ‘দ্বিতীয় বাড়ি’ ত্রিপুরায় নির্বাচনী প্রচারে মমতা
নারী কল্যাণে জোর: বিজেপি এ বার মেধাবী কলেজগামী ছাত্রীদের মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার অধীনে বিনামূল্যে স্কুটি দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ এ ছাড়াও 'বালিকা সমৃদ্ধি স্কিম'-এর অধীনে একটি কন্যা সন্তানের জন্মের জন্য আর্থিকভাবে দুর্বল অংশের প্রতিটি পরিবারকে 50,000 টাকার বন্ড দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে গেরুয়া শিবির । প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সমস্ত সুবিধাভোগীকে বিনামূল্যে 2টি করে এলপিজি সিলিন্ডারও দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তাহারে ।
উপজাতি উন্নয়নের প্রতিশ্রুতি: এ বার বিজেপি বলেছে যে, প্রস্তাবিত 125তম সংবিধান সংশোধনী বিলের কাঠামোর মধ্যে বৃহত্তর স্বায়ত্তশাসন, অতিরিক্ত আইনসভা এবং আর্থিক ক্ষমতা প্রদানের জন্য টিটিএএডিসি পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছে এবং ত্রিপুরা জনজাতি বিকাশ যোজনার অধীনে 5000 টাকা আর্থিক সহায়তা প্রদান করবে বলে জানিয়েছে । উপজাতীয় সংস্কৃতি ও অধ্যয়নের গবেষণা, প্রচার ও সংরক্ষণের জন্য ধলাই জেলার গন্ডাচেরায় মহারাজা বীর বিক্রম মাণিক্য উপজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দিয়েছে নরেন্দ্র মোদির দল ।
বিনিয়োগের আশ্বাস: নাড্ডা এ দিন বলেন, "যদি বিজেপি আবার ক্ষমতায় আসে আমরা 100% ক্রেডিট গ্যারান্টি কভার-সহ এমএসএমই এবং উদ্যোক্তাদের 10 লক্ষ টাকা পর্যন্ত জামানত-মুক্ত ঋণ প্রদানের জন্য 500 কোটি টাকা বিনিয়োগ করব ৷" গ্রামীণ পরিকাঠামোর আরও উন্নয়নের জন্য ত্রিপুরা উন্নত গ্রাম তহবিলে 600 কোটি টাকা বিনিয়োগ করারও প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি ৷