ETV Bharat / state

Tripura Municipal Election 2021: ‘আগরতলার জন্য নবরত্ন’ , ইস্তেহার প্রকাশ তৃণমূলের - আগরতলার জন্য নবরত্ন

আগরতলা পৌরনিগম নির্বাচনের আগে তৃণমূল তাদের ইস্তেহার প্রকাশ করল ৷ যেখানে আগরতলাবাসীর জন্য নবরত্ন ঘোষণা করল তৃণমূল ৷ যেখানে নগরোন্নয়ন থেকে নারী সুরক্ষা, এমনকি উন্নত পানীয় জল পরিষেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে ৷

Trinamool Publishes Manifesto for Agartala Municipal Eelection 2021
আগরতলা পৌরনিগম নির্বাচনের ইস্তেহার প্রকাশ তৃণমূলের
author img

By

Published : Nov 16, 2021, 4:13 PM IST

Updated : Nov 16, 2021, 4:32 PM IST

আগরতলা, 16 নভেম্বর : 29 নভেম্বর ত্রিপুরায় পৌরসভা নির্বাচন ৷ যেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আগরতলা পৌরনিগমের নির্বাচন ৷ আর সেই নির্বাচনে নিজেদের ইস্তেহার প্রকাশ করল ত্রিপুরা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ পশ্চিমবঙ্গের বাইরে প্রথমবার কোনও নির্বাচনে সর্বশক্তি দিয়ে লড়াই করছে তৃণমূল ৷ সেই নির্বাচনে আগরতলাবাসীর বিশ্বাস অর্জন করতে আগরতলা পৌরনিগমের জন্য আলাদাভাবে ইস্তেহার প্রকাশ করেছে ঘাসফুল শিবির ৷ যে ইস্তেহারের নাম রাখা হয়েছে, ‘‘আগরতলার জন্য নবরত্ন’’ ৷ অর্থাৎ, মোট ন’টি বিষয়ের উপর জোর দিয়ে নির্বাচনে নামছে তৃণমূল ৷

তৃণমূলের আগরতলার নবরত্নে সবার আগে রয়েছে উন্নত নগর ও সমাজের প্রতিশ্রুতি ৷ যেখানে উন্নত সড়ক ব্যবস্থা এবং সড়ক নিরপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ পাশাপাশি ফুটপাথের মানোন্নয়ন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ উন্নত নগর ব্যবস্থায় আগরতলার গুরুত্বপূর্ণ 4টি জায়গায় বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে ৷ সেই সঙ্গে ওয়ার্ডে পরিচ্ছন্নতা এবং মহিলাদের সুবিধার্থে বায়ো-টয়লেটের প্রতিশ্রুতির কথাও বলা হয়েছে ইস্তেহারে ৷ সেই সঙ্গে আগরতলাবাসীর দৈনন্দিন জীবনের স্বাচ্ছন্দের জন্য উন্নত অগ্নি নির্বাপক ব্যবস্থা, ভূ-গর্ভস্থ কেবল পরিষেবা, সুলভ শৌচালয়, পরিশ্রুত পানীয় জল-সহ একাধিক নাগরিক পরিষেবার কথা বলা হয়েছে ইস্তেহারে ৷

আরও পড়ুন : Narada case : নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ল

দ্বিতীয়ত আগরতলা শহরের নাগরিকদের সুরক্ষা ব্যবস্থাকেও ইস্তেহারে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ আর সেই লক্ষ্যে আগরতলা শহরের 30টি চৌমুহানিতে বাতিস্তম্ভ সহ একাধিক রাস্তায় আলোর ব্যবস্থার কথা বলা হয়েছে ৷ সেইসঙ্গে প্রতিটি রাস্তাকে সিসিটিভি’র আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল ৷ আর দিনরাত নাগরিক নিরাপত্তায় 5টি টহলদারি ভ্যান নামানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূলের ইস্তেহারে ৷ নারী সুরক্ষায় বিশেষ পরিবহণ ব্যবস্থা চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ৷ যেখানে কলকাতার মতো পিঙ্ক অটো এবং ট্যাক্সি পরিষেবা যা কেবল মহিলা চালকরাই চালাবেন ৷ আর এই ধরনের অটো ও ট্যাক্সি কেনার ক্ষেত্রে 50 শতাংশ অর্থ আগরতলা পৌরনিগম খরচ করবে বলেও ইস্তেহারে উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন : Mohan Bhagwat : আজ কলকাতায় একাধিক কর্মসূচি সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের

আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করে তোলার বিষয়টিও ইস্তেহারে উল্লেখ করেছে তৃণমূল ৷ যেখানে উন্নত নিকাশি ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ উল্লেখযোগ্যভাবে পশ্চিমবঙ্গের ‘দুয়ারে সরকার’ এর অনুকরণে ‘জন অভিযোগ নিষ্পত্তি’র কথা বলা হয়েছে আগরতলা পৌরনিগম নির্বাচনে তৃণমূলের ইস্তেহারে ৷ যেখানে কলকাতা পৌরনিগমের অনুকরণের ‘হ্যালো মেয়র’ প্রোগ্রাম শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল ৷

আরও পড়ুন : Municipal Election : পৌর নির্বাচন নিয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

পাশাপাশি সুস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে নগর স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন এবং ডেঙ্গি ও ম্যালেরিয়া মুক্ত আগরতলা তৈরির প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল ৷ পাশাপাশি ইস্তেহারে পৌরনিগম এলাকায় 20 শতাংশ কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছে ৷ এই কর ছাড়ের সুযোগ পাবে সেই সব পরিবার, যাদের সম্মিলিত আয় বার্ষিক 10 লাখের কম ৷ সেইসঙ্গে উন্নত পরিশোধন ব্যবস্থা তৈরি করে পরিশ্রুত পানীয় জল সরবরাহ এবং আগরতলার প্রতিটি ওয়ার্ডে একটি করে ওয়াটার এটিএম তৈরির প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল ৷

সব মিলিয়ে আসন্ন পৌর নির্বাচনে শাসক বিজেপিকে বেগ দিতে আগরতলা পৌরনিগমের লড়াইয়ে কোমর বেঁধে নামছে তৃণমূল কংগ্রেস ৷ আজ সেই নির্বাচনের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন সুখেন্দুশেখর রায়, ইন্দ্রনীল সেন, সুস্মিতা দেব, অর্পিতা ঘোষরা ৷

আগরতলা, 16 নভেম্বর : 29 নভেম্বর ত্রিপুরায় পৌরসভা নির্বাচন ৷ যেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আগরতলা পৌরনিগমের নির্বাচন ৷ আর সেই নির্বাচনে নিজেদের ইস্তেহার প্রকাশ করল ত্রিপুরা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ পশ্চিমবঙ্গের বাইরে প্রথমবার কোনও নির্বাচনে সর্বশক্তি দিয়ে লড়াই করছে তৃণমূল ৷ সেই নির্বাচনে আগরতলাবাসীর বিশ্বাস অর্জন করতে আগরতলা পৌরনিগমের জন্য আলাদাভাবে ইস্তেহার প্রকাশ করেছে ঘাসফুল শিবির ৷ যে ইস্তেহারের নাম রাখা হয়েছে, ‘‘আগরতলার জন্য নবরত্ন’’ ৷ অর্থাৎ, মোট ন’টি বিষয়ের উপর জোর দিয়ে নির্বাচনে নামছে তৃণমূল ৷

তৃণমূলের আগরতলার নবরত্নে সবার আগে রয়েছে উন্নত নগর ও সমাজের প্রতিশ্রুতি ৷ যেখানে উন্নত সড়ক ব্যবস্থা এবং সড়ক নিরপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ পাশাপাশি ফুটপাথের মানোন্নয়ন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ উন্নত নগর ব্যবস্থায় আগরতলার গুরুত্বপূর্ণ 4টি জায়গায় বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে ৷ সেই সঙ্গে ওয়ার্ডে পরিচ্ছন্নতা এবং মহিলাদের সুবিধার্থে বায়ো-টয়লেটের প্রতিশ্রুতির কথাও বলা হয়েছে ইস্তেহারে ৷ সেই সঙ্গে আগরতলাবাসীর দৈনন্দিন জীবনের স্বাচ্ছন্দের জন্য উন্নত অগ্নি নির্বাপক ব্যবস্থা, ভূ-গর্ভস্থ কেবল পরিষেবা, সুলভ শৌচালয়, পরিশ্রুত পানীয় জল-সহ একাধিক নাগরিক পরিষেবার কথা বলা হয়েছে ইস্তেহারে ৷

আরও পড়ুন : Narada case : নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ল

দ্বিতীয়ত আগরতলা শহরের নাগরিকদের সুরক্ষা ব্যবস্থাকেও ইস্তেহারে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ আর সেই লক্ষ্যে আগরতলা শহরের 30টি চৌমুহানিতে বাতিস্তম্ভ সহ একাধিক রাস্তায় আলোর ব্যবস্থার কথা বলা হয়েছে ৷ সেইসঙ্গে প্রতিটি রাস্তাকে সিসিটিভি’র আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল ৷ আর দিনরাত নাগরিক নিরাপত্তায় 5টি টহলদারি ভ্যান নামানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূলের ইস্তেহারে ৷ নারী সুরক্ষায় বিশেষ পরিবহণ ব্যবস্থা চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ৷ যেখানে কলকাতার মতো পিঙ্ক অটো এবং ট্যাক্সি পরিষেবা যা কেবল মহিলা চালকরাই চালাবেন ৷ আর এই ধরনের অটো ও ট্যাক্সি কেনার ক্ষেত্রে 50 শতাংশ অর্থ আগরতলা পৌরনিগম খরচ করবে বলেও ইস্তেহারে উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন : Mohan Bhagwat : আজ কলকাতায় একাধিক কর্মসূচি সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের

আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করে তোলার বিষয়টিও ইস্তেহারে উল্লেখ করেছে তৃণমূল ৷ যেখানে উন্নত নিকাশি ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ উল্লেখযোগ্যভাবে পশ্চিমবঙ্গের ‘দুয়ারে সরকার’ এর অনুকরণে ‘জন অভিযোগ নিষ্পত্তি’র কথা বলা হয়েছে আগরতলা পৌরনিগম নির্বাচনে তৃণমূলের ইস্তেহারে ৷ যেখানে কলকাতা পৌরনিগমের অনুকরণের ‘হ্যালো মেয়র’ প্রোগ্রাম শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল ৷

আরও পড়ুন : Municipal Election : পৌর নির্বাচন নিয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

পাশাপাশি সুস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে নগর স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন এবং ডেঙ্গি ও ম্যালেরিয়া মুক্ত আগরতলা তৈরির প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল ৷ পাশাপাশি ইস্তেহারে পৌরনিগম এলাকায় 20 শতাংশ কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছে ৷ এই কর ছাড়ের সুযোগ পাবে সেই সব পরিবার, যাদের সম্মিলিত আয় বার্ষিক 10 লাখের কম ৷ সেইসঙ্গে উন্নত পরিশোধন ব্যবস্থা তৈরি করে পরিশ্রুত পানীয় জল সরবরাহ এবং আগরতলার প্রতিটি ওয়ার্ডে একটি করে ওয়াটার এটিএম তৈরির প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল ৷

সব মিলিয়ে আসন্ন পৌর নির্বাচনে শাসক বিজেপিকে বেগ দিতে আগরতলা পৌরনিগমের লড়াইয়ে কোমর বেঁধে নামছে তৃণমূল কংগ্রেস ৷ আজ সেই নির্বাচনের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন সুখেন্দুশেখর রায়, ইন্দ্রনীল সেন, সুস্মিতা দেব, অর্পিতা ঘোষরা ৷

Last Updated : Nov 16, 2021, 4:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.