আগরতলা, 21 নভেম্বর : আগরতলায় গ্রেফতার তৃণমূলের নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh Arrested at Agartala) ৷ জানা গিয়েছে যে তৃণমূল যুব কংগ্রেসের (Trinamool Youth Congress) রাজ্য সভানেত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে ৷ আগামিকাল তাঁকে আদালতে পেশ করবে পুলিশ ৷
ত্রিপুরায় (Tripura) সামনেই পৌর নির্বাচন (Municipal Election) রয়েছে ৷ সেই ভোটে এবার লড়াই করছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ পৌর নির্বাচনের জন্য বাংলা থেকে অনেক নেতানেত্রী আগরতলায় (Agartala) উপস্থিত হয়েছেন ৷ সেই দলে রয়েছেন সায়নী ঘোষও ৷ গত কয়েকদিন ধরে তিনি সেখানে দলের প্রচারে অংশ নিচ্ছেন ৷
আরও পড়ুন : Abhishek Banerjee on Biplab Deb: বিপ্লব দেব এতই নির্লজ্জ যে সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না: অভিষেক
রবিবার তাঁকে পূর্ব আগরতলা মহিলা থানায় ডেকে পাঠায় ত্রিপুরা পুলিশ ৷ তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয়৷ তার পর তাঁকে গ্রেফতার করা হয় ৷ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) জানান, সায়নীর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ৷ আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রচার কর্মসূচিকে বানচাল করতেই সায়নীকে গ্রেফতার করেছে ৷
আরও পড়ুন : Tripura TMC: পৌরনির্বাচনের আগে তপ্ত ত্রিপুরা, থানায় আক্রান্ত তৃণমূল
এদিকে সায়নী যখন পূর্ব আগরতলা থানার ভিতরে ছিলেন, তখন বাইরে থেকে দুষ্কৃতীরা এসে থানার সামনে থাকা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ এই ঘটনায় দুই তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ ৷ সুবল ভৌমিক নামে এক তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ৷
এই নিয়ে প্রতিবাদে সরব হন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক টুইট করে আক্রমণ করেন বিপ্লব দেবের সরকারকে ৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না বলেও অভিযোগ করেন অভিষেক ৷
আরও পড়ুন : Supreme Court : অবাধ-শান্তিপূর্ণ ভাবে পৌরভোট করতে ত্রিপুরা সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের