ETV Bharat / state

ত্রিপুরার ইন্দো-বাংলা সীমান্তে গ্রেপ্তার 3 এনএলএফটি জঙ্গি - বিএসএফ

মঙ্গলবার উত্তর ত্রিপুরার ইন্দো-বাংলা সীমান্তে ত্রিপুরা পুলিশ ও বিএসএফ সদস্যদের একটি যৌথ অভিযানে গ্রেপ্তার হয় এই তিন জঙ্গি৷

এনএলএফটি জঙ্গি
এনএলএফটি জঙ্গি
author img

By

Published : Apr 14, 2021, 4:27 PM IST

ত্রিপুরা, 14 এপ্রিল : ত্রিপুরার তিনদিকে রয়েছে বাংলাদেশের সীমান্ত৷ এই আন্তর্জাতিক ইন্দো-বাংলা সীমান্তে সম্প্রতি এনএলএফটি-র পরিমল দেববর্মা গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনজন জঙ্গিকে গ্রেপ্তার করল ত্রিপুরা পুলিশ ৷ মঙ্গলবার উত্তর ত্রিপুরার ইন্দো-বাংলা সীমান্তে ত্রিপুরা পুলিশ ও বিএসএফ সদস্যদের একটি যৌথ অভিযানে গ্রেপ্তার হয় এই তিন জঙ্গি ৷

পুলিশ জানিয়েছে, জঙ্গিরা বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছিল । গ্রেপ্তার হওয়া জঙ্গিরা হল কিরঞ্জিত রেয়াং (২০), বিশ্ব কুমার রেয়াং (২৪) এবং সুকুমার রেয়াং (26)। এরা সকলেই এনএলএফটি-র পরিমল দেববর্মা গোষ্ঠীর অন্তর্ভুক্ত।

আরও পড়ুন: নিজামউদ্দিন মারকাজ়ে প্রার্থনার অনুমতি দিয়েও ইউ-টার্ন কেন্দ্রের

টিটিএএডিসির নির্বাচনের আগে এনএলএফটি-র গোষ্ঠীর কর্ণধার পরিমল দেববর্মাকেও মিজোরাম থেকে গ্রেপ্তার করা হয় ৷

ত্রিপুরা, 14 এপ্রিল : ত্রিপুরার তিনদিকে রয়েছে বাংলাদেশের সীমান্ত৷ এই আন্তর্জাতিক ইন্দো-বাংলা সীমান্তে সম্প্রতি এনএলএফটি-র পরিমল দেববর্মা গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনজন জঙ্গিকে গ্রেপ্তার করল ত্রিপুরা পুলিশ ৷ মঙ্গলবার উত্তর ত্রিপুরার ইন্দো-বাংলা সীমান্তে ত্রিপুরা পুলিশ ও বিএসএফ সদস্যদের একটি যৌথ অভিযানে গ্রেপ্তার হয় এই তিন জঙ্গি ৷

পুলিশ জানিয়েছে, জঙ্গিরা বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছিল । গ্রেপ্তার হওয়া জঙ্গিরা হল কিরঞ্জিত রেয়াং (২০), বিশ্ব কুমার রেয়াং (২৪) এবং সুকুমার রেয়াং (26)। এরা সকলেই এনএলএফটি-র পরিমল দেববর্মা গোষ্ঠীর অন্তর্ভুক্ত।

আরও পড়ুন: নিজামউদ্দিন মারকাজ়ে প্রার্থনার অনুমতি দিয়েও ইউ-টার্ন কেন্দ্রের

টিটিএএডিসির নির্বাচনের আগে এনএলএফটি-র গোষ্ঠীর কর্ণধার পরিমল দেববর্মাকেও মিজোরাম থেকে গ্রেপ্তার করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.