ETV Bharat / state

Ulto Rath Accident: উলটো রথ ছুঁল হাইটেনশন তার, ত্রিপুরায় মৃত্যু 7 জনের

উলটো রথ হাইটেনশন তার ছোঁয়ায় মর্মান্তিক ঘটনা ঘটল ত্রিপুরায় ৷ এই ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷

Ulto Rath Accident
Ulto Rath Accident
author img

By

Published : Jun 28, 2023, 6:22 PM IST

Updated : Jun 28, 2023, 11:05 PM IST

উলটো রথে ত্রিপুরায় মর্মান্তিক মৃত্যু 7 জনের

আগরতলা, 28 জুন: উলটো রথযাত্রায় মর্মান্তিক ঘটনা ঘটল ত্রিপুরায় ৷ রথের মাথা একটি হাইটেনশন তার স্পর্শ করায় প্রাণ গেল 7 জনের ৷ আহত হয়েছেন আরও অনেকে ৷ ত্রিপুরার উনাকোটি জেলার অন্তর্গত কুমারঘাটে এই ঘটনা ঘটেছে ৷ ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের বিশাল বাহিনী ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

হাইভোল্টেজ তার ছুঁল উলটো রথ: কুমারঘাটের এসডিপিও কমল দেববর্মা জানান, সকাল থেকেই সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল ৷ তারই মধ্যে উলটো রথযাত্রার জন্য ভিড় জমিয়েছিলেন উৎসাহী মানুষ ৷ কিন্তু উলটো রথযাত্রা উৎসবের সময় ভক্তরা যখন রথ টানছিলেন, তখন একটি হাই ভোল্টেজের তারে ধাক্কা খায় রথটি । মুহূর্তের মধ্যে তড়িদাহত হয়ে সাত জনের মৃত্যু হয় । এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন ।

ঘটনার তদন্তে পুলিশ: পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে যান এবং আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যান ৷ কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন: বুধবার উলটো রথের আগে জমজমাট কলকাতা ময়দান; দেখে নিন সেই মুহূর্ত

মৃতের সংখ্যা বৃদ্ধির আশংকা: এই ঘটনার পরই ভিড় জমে যায় এলাকায় ৷ স্থানীয় এক ব্যক্তি বলেন, "আমরা যখন রথের সঙ্গে এগোচ্ছিলাম, তখন হঠাৎ একটি হাই ভোল্টেজ তারে স্পর্শ করে রথের মাথা । এই ঘটনায় সাতজনের মৃত্যু হয় এবং অনেকে আহত হন । আমরা আহতদের কুমারঘাট হাসপাতালে নিয়ে এসেছি এবং কয়েকজনকে কৈলাশহর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি । তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশংকা করছি ।"

বিরাট বাহিনী মোতায়েন: এই ঘটনার পর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় ৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে আসে ৷ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে কুমারঘাটে ।

উলটো রথে ত্রিপুরায় মর্মান্তিক মৃত্যু 7 জনের

আগরতলা, 28 জুন: উলটো রথযাত্রায় মর্মান্তিক ঘটনা ঘটল ত্রিপুরায় ৷ রথের মাথা একটি হাইটেনশন তার স্পর্শ করায় প্রাণ গেল 7 জনের ৷ আহত হয়েছেন আরও অনেকে ৷ ত্রিপুরার উনাকোটি জেলার অন্তর্গত কুমারঘাটে এই ঘটনা ঘটেছে ৷ ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের বিশাল বাহিনী ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

হাইভোল্টেজ তার ছুঁল উলটো রথ: কুমারঘাটের এসডিপিও কমল দেববর্মা জানান, সকাল থেকেই সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল ৷ তারই মধ্যে উলটো রথযাত্রার জন্য ভিড় জমিয়েছিলেন উৎসাহী মানুষ ৷ কিন্তু উলটো রথযাত্রা উৎসবের সময় ভক্তরা যখন রথ টানছিলেন, তখন একটি হাই ভোল্টেজের তারে ধাক্কা খায় রথটি । মুহূর্তের মধ্যে তড়িদাহত হয়ে সাত জনের মৃত্যু হয় । এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন ।

ঘটনার তদন্তে পুলিশ: পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে যান এবং আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যান ৷ কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন: বুধবার উলটো রথের আগে জমজমাট কলকাতা ময়দান; দেখে নিন সেই মুহূর্ত

মৃতের সংখ্যা বৃদ্ধির আশংকা: এই ঘটনার পরই ভিড় জমে যায় এলাকায় ৷ স্থানীয় এক ব্যক্তি বলেন, "আমরা যখন রথের সঙ্গে এগোচ্ছিলাম, তখন হঠাৎ একটি হাই ভোল্টেজ তারে স্পর্শ করে রথের মাথা । এই ঘটনায় সাতজনের মৃত্যু হয় এবং অনেকে আহত হন । আমরা আহতদের কুমারঘাট হাসপাতালে নিয়ে এসেছি এবং কয়েকজনকে কৈলাশহর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি । তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশংকা করছি ।"

বিরাট বাহিনী মোতায়েন: এই ঘটনার পর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় ৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে আসে ৷ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে কুমারঘাটে ।

Last Updated : Jun 28, 2023, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.