ETV Bharat / state

Child Birth in Auto: ত্রিপুরার গ্রামে জরাজীর্ণ রাস্তা! হাসপাতালের পথে অটোয় সন্তান প্রসব - pregnant women gives birth in auto

প্রসব বেদনা ওঠায় প্রসূতিকে অটোয় নিয়ে হাসাপাতালে যাচ্ছিল পরিবার ৷ কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, সেখানে পৌঁছনোর আগে পথে অটোতেই সন্তান প্রসব করেন এক মহিলা (Mother gives birth to newborn in Auto) ৷ এ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে খারাপ রাস্তার অভিযোগে ক্ষোভ দেখান স্থানীয়রা ৷

Child birth
সন্তান প্রসব
author img

By

Published : Feb 24, 2023, 8:02 PM IST

খারাপ রাস্তার জন্য হাসপাতালের পথে অটোয় সন্তানের জন্ম দিলেন মা

আগরতলা, 24 ফেব্রুয়ারি: হাসপাতালে যাওয়ার পথে প্রসব ৷ হাসপাতালে পৌঁছনোর জন্য একটি অটোয় যাচ্ছিলেন প্রসূতি ও তাঁর পরিবারের সদস্যরা ৷ রাস্তায় অটোতেই সন্তানের জন্ম দিলেন ওই মহিলা ৷ পরিবারের অভিযোগ, এর জন্য দায়ী দুর্দশাগ্রস্ত রাস্তা ৷ মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই জেলায় তেলিয়ামুরা সাব-ডিভিশনের দুসকি এলাকায় (Pregnant women gives birth to newborn in auto due to dilapidated condition of road in Tripura) ৷

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খারাপ ৷ তেলিয়ামুরা লালতিলা এলাকা থেকে দুখাই জমাদার পর্যন্ত রাস্তাটির জরাজীর্ণ হয়ে রয়েছে ৷ এলাকাবাসী রাস্তা সারানো নিয়ে প্রশাসনের কাছে বারে বারে দরবার করেছে ৷ তাতে কোনও কাজ হয়নি ৷ সংশ্লিষ্ট দফতর কোনও পদক্ষেপ করেনি ৷

দুখাই জমাদার এলাকায় বসবাস করেন স্বপ্না দেববর্মা ৷ তাঁর প্রসব বেদনা ওঠে ৷ তখন তাঁর পরিবারের সদস্যরা তাঁকে তেলিয়ামুরা সাব-ডিভিশনাল হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ৷ কিন্তু হাসপাতালে পৌঁছতে পারেননি প্রসূতি ও তাঁর পরিবার ৷ খারাপ রাস্তার জন্য হাসপাতালে পৌঁছতে বেগ পেতে হয় তাঁদের ৷ রাস্তায় অটোর মধ্যেই সদ্যোজাতের জন্ম দেন ওই মহিলা ৷ পরে মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

হাসপাতালে পৌঁছলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য মা ও তাঁর সদ্যোজাতকে আগরতলার জিবি পন্ত হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন ৷ সেটি 42 কিমি দূরে অবস্থিত ৷ কর্তব্যরত চিকিৎসক দীপা দাস বলেন, "মা ও সদ্যোজাতকে জিবি পন্ত হাসপাতালে রেফার করা হয়েছে ৷ সেটি আগরতলায় অবস্থিত ৷ এটি প্রিম্যাচিওর ডেলিভারি ৷ যদিও মা-সন্তান দু'জনেই স্থিতিশীল ৷" যদিও চিকিৎসকের দাবি, ওই মহিলা বাড়িতেই সন্তান প্রসব করেছেন ৷ গর্ভস্থ সন্তানের প্রসবের বয়স পূর্ণ হওয়ার আগেই ভূমিষ্ঠ হয় ৷ মা এখন ভালো আছেন ৷ সদ্যোজাতের আরও ভালো চিকিৎসা প্রয়োজন ৷ এই ঘটনার পর ওই প্রসূতির আত্মীয়রা সংশ্লিষ্ট দফতরের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানিয়েছেন ৷

আরও পড়ুন: চিকিৎসকের বিরুদ্ধে টেনে-হিঁচড়ে নরম্যাল ডেলিভারির অভিযোগ ! গুরুতর আহত সদ্যোজাত

খারাপ রাস্তার জন্য হাসপাতালের পথে অটোয় সন্তানের জন্ম দিলেন মা

আগরতলা, 24 ফেব্রুয়ারি: হাসপাতালে যাওয়ার পথে প্রসব ৷ হাসপাতালে পৌঁছনোর জন্য একটি অটোয় যাচ্ছিলেন প্রসূতি ও তাঁর পরিবারের সদস্যরা ৷ রাস্তায় অটোতেই সন্তানের জন্ম দিলেন ওই মহিলা ৷ পরিবারের অভিযোগ, এর জন্য দায়ী দুর্দশাগ্রস্ত রাস্তা ৷ মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই জেলায় তেলিয়ামুরা সাব-ডিভিশনের দুসকি এলাকায় (Pregnant women gives birth to newborn in auto due to dilapidated condition of road in Tripura) ৷

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খারাপ ৷ তেলিয়ামুরা লালতিলা এলাকা থেকে দুখাই জমাদার পর্যন্ত রাস্তাটির জরাজীর্ণ হয়ে রয়েছে ৷ এলাকাবাসী রাস্তা সারানো নিয়ে প্রশাসনের কাছে বারে বারে দরবার করেছে ৷ তাতে কোনও কাজ হয়নি ৷ সংশ্লিষ্ট দফতর কোনও পদক্ষেপ করেনি ৷

দুখাই জমাদার এলাকায় বসবাস করেন স্বপ্না দেববর্মা ৷ তাঁর প্রসব বেদনা ওঠে ৷ তখন তাঁর পরিবারের সদস্যরা তাঁকে তেলিয়ামুরা সাব-ডিভিশনাল হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ৷ কিন্তু হাসপাতালে পৌঁছতে পারেননি প্রসূতি ও তাঁর পরিবার ৷ খারাপ রাস্তার জন্য হাসপাতালে পৌঁছতে বেগ পেতে হয় তাঁদের ৷ রাস্তায় অটোর মধ্যেই সদ্যোজাতের জন্ম দেন ওই মহিলা ৷ পরে মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

হাসপাতালে পৌঁছলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য মা ও তাঁর সদ্যোজাতকে আগরতলার জিবি পন্ত হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন ৷ সেটি 42 কিমি দূরে অবস্থিত ৷ কর্তব্যরত চিকিৎসক দীপা দাস বলেন, "মা ও সদ্যোজাতকে জিবি পন্ত হাসপাতালে রেফার করা হয়েছে ৷ সেটি আগরতলায় অবস্থিত ৷ এটি প্রিম্যাচিওর ডেলিভারি ৷ যদিও মা-সন্তান দু'জনেই স্থিতিশীল ৷" যদিও চিকিৎসকের দাবি, ওই মহিলা বাড়িতেই সন্তান প্রসব করেছেন ৷ গর্ভস্থ সন্তানের প্রসবের বয়স পূর্ণ হওয়ার আগেই ভূমিষ্ঠ হয় ৷ মা এখন ভালো আছেন ৷ সদ্যোজাতের আরও ভালো চিকিৎসা প্রয়োজন ৷ এই ঘটনার পর ওই প্রসূতির আত্মীয়রা সংশ্লিষ্ট দফতরের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানিয়েছেন ৷

আরও পড়ুন: চিকিৎসকের বিরুদ্ধে টেনে-হিঁচড়ে নরম্যাল ডেলিভারির অভিযোগ ! গুরুতর আহত সদ্যোজাত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.