আগরতলা, 15 ডিসেম্বর: আগামী বছরে বিধানসভা নির্বাচন ত্রিপুরায় ৷ 60টি আসনের ত্রিপুরা বিধানসভার নির্বাচনের আগে 18 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাচ্ছেন রাজ্যে (Tripura Assembly Election 2023) ৷
ত্রিপুরার তথ্য় ও সম্প্রচার মন্ত্রী সুশান্ত চৌধুরী (Information and Cultural Affairs Minister Sushanta Chowdhury) জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরায় পৌঁছে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে একটি মেগা ব়্য়ালি করবেন ৷ এছাড়া একগুচ্ছ প্রজেক্টের উদ্বোধনও আছে ত্রিপুরা সফরে ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) এই সফর নিয়ে প্রধানমন্ত্রীর অফিসের পক্ষ থেকে রাজ্য সরকারের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করেছে ৷ 18 ডিসেম্বর তিনি একাধিক প্রজেক্টের উদ্বোধন করবেন ৷ আগরতলায় একটি মেগা ব়্যালি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷"
ত্রিপুরার মন্ত্রী আরও জানিয়েছেন, পরপর কর্মসূচি ঠিক করা আছে ৷ কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ তবে প্রধানমন্ত্রী মোদি হয়তো কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে কথা বলবেন ৷ 18 ডিসেম্বর, রবিবার প্রধানমন্ত্রী দিল্লি থেকে রওনা দিয়ে প্রথমে মেঘালয়ে যাবেন ৷ সেখান থেকে ত্রিপুরা আসবেন ৷ ওইদিনই সন্ধে নাগাদ তিনি দিল্লি ফিরে যাবেন বলে জানা গিয়েছে ৷ এই সবকিছুর মধ্যেই প্রধানমন্ত্রী বিজেপি বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকও করবেন ৷
আরও পড়ুন: ত্রিপুরায় কংগ্রেসে ছেড়ে তৃণমূলে যোগদান একশোরও বেশি কংগ্রেস সমর্থক পরিবারের
বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদির সফর নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, মুখ্যসচিব জেকে সিনহা রাজ্য সরকারের উচ্চাধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনামূলক বৈঠক করেছেন ৷ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হওয়া এই বৈঠকে অংশ নিয়েছিলেন শাসকদল বিজেপিও ৷
বুধবার মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রামপ্রসাদ পাল, বিজেপি নির্বাচন-ইনচার্জ ডাঃ মহেন্দ্র সিং, বিজেপি রাজ্য-সভাপতি রাজীব ভট্টাচার্য এবং অন্য নেতারা আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব়্যালির প্রস্তুতি খতিয়ে দেখছেন ৷ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদি প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীনের (PMAY-Gramin) 'গৃহ প্রবেশ' অনুষ্ঠানে অংশ নেবেন ৷