আগরতলা, ৬ মার্চ : বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের(JMB) সদস্যকে গ্রেপ্তার করল ত্রিপুরা পুলিশ। ধৃতের নাম নাজির শেখ। বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল সন্ধ্যার পর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারির খবর সাংবাদিক বৈঠকে জানান ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক(DG) এ কে শুক্লা।
ত্রিপুরার DG বলেন, ধৃত নাজির শেখ IED বিস্ফোরণ সংক্রান্ত প্রশিক্ষণ প্রাপ্ত। জামাতুল মুজাহিদিন বাংলাদেশের হয়ে অনেক সন্ত্রাসবাদী কাজ করেছে সে। আগের বছর ১৯ জানুয়ারি বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা যখন বৌদ্ধগয়ায় যান তখন সেখানে তিনটি IED বিস্ফোরক পাওয়া গেছিল। বিস্ফোরকগুলি এই সংগঠনের সদস্যরা রেখেছিল। পুলিশ নাজির শেখকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
অনেক সময় মাদক পাচারকারীদের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ থাকে। এক্ষেত্রে ত্রিপুরা রাজ্য বা বাংলাদেশের পাচারকারীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। কিছু দিন পর লোকসভা নির্বাচন। তখন কোনও ধরনের নাশকতামূলক ঘটনা ঘটানোর উদ্দেশ্য রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান DG। তবে কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তদন্তের স্বার্থে জানাননি। এবং তার ছবিও প্রকাশ করা হয়নি।