ETV Bharat / state

Tripura Assembly Election 2023: অবাধ-হিংসামুক্ত নির্বাচন করতে হবে, ত্রিপুরার সিইওকে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের - ত্রিপুরার সিইওকে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের

ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election 2023) ৷ ইতিমধ্যেই নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি বৈঠক সেরে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার ৷

Etv Bharat
ত্রিপুরায় ভোট নিয়ে বৈঠক
author img

By

Published : Dec 18, 2022, 3:48 PM IST

আগরতলা, 18 ডিসেম্বর: বছর পড়তেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election 2023) ৷ কোনওরকম হিংসা ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তেকে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ৷

রাজ্যের ভোটের প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশন 14 ডিসেম্বর সুকুমার সেন হলে ইতিমধ্যেই পর্যালোচনা বৈঠক করেছে ৷ জাতীয় নির্বাচন কমিশনার অরুণ গোয়েল, সিনিয়র ডেপুটি প্রধান নির্বাচন কমিশনার, নীতেশ ব্যাস এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই সম্মেলনের সভাপতিত্ব করেন জাতীয় নির্বাচন কমিশনার প্রধান রাজীব কুমার ৷ এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে, অ্যাডিশনাল মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জেন মগ এবং শুভাশিস বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : ত্রিপুরায় কংগ্রেসে ছেড়ে তৃণমূলে যোগদান একশোরও বেশি কংগ্রেস সমর্থক পরিবারের

এই বিষয়ে ত্রিপুরা সিইও জানান, 9 নভেম্বর 2022-এ প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুসারে রাজ্যে 27 লক্ষ 33 হাজার 891 জন ভোটার রয়েছে ৷ যার মধ্যে 13 লক্ষ 8 হাজার 181 জন পুরুষ, 13 লক্ষ 53 হাজার 664 জন মহিলা ও 46 জন তৃতীয় লিঙ্গের ভোটার ৷

তিনি আরও জানান, ত্রিপুরায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা 3 হাজার 328টি ৷ এরাজ্যে ভোটার জনসংখ্যার অনুপাত 655 এবং লিঙ্গ অনুপাত 981 ৷ 2018 সালে সাধারণ নির্বাচনের সময় ভোট পড়েছিল 89.38 শতাংশ ৷ ত্রিপুরার ভোট প্রস্তুতি তদারকি করার জন্য জাতীয় নির্বাচন কমিশনের বেশ কয়েকটি দল 20 ডিসেম্বর থেকে দু'মাস মেয়াদে ত্রিপুরা সফর করবে ৷

আরও পড়ুন : বিজেপির হামলায় ত্রিপুরায় আহত বিধায়ক-সহ 15 জন, অভিযোগ সিপিএমের

আগরতলা, 18 ডিসেম্বর: বছর পড়তেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election 2023) ৷ কোনওরকম হিংসা ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তেকে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ৷

রাজ্যের ভোটের প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশন 14 ডিসেম্বর সুকুমার সেন হলে ইতিমধ্যেই পর্যালোচনা বৈঠক করেছে ৷ জাতীয় নির্বাচন কমিশনার অরুণ গোয়েল, সিনিয়র ডেপুটি প্রধান নির্বাচন কমিশনার, নীতেশ ব্যাস এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই সম্মেলনের সভাপতিত্ব করেন জাতীয় নির্বাচন কমিশনার প্রধান রাজীব কুমার ৷ এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে, অ্যাডিশনাল মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জেন মগ এবং শুভাশিস বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : ত্রিপুরায় কংগ্রেসে ছেড়ে তৃণমূলে যোগদান একশোরও বেশি কংগ্রেস সমর্থক পরিবারের

এই বিষয়ে ত্রিপুরা সিইও জানান, 9 নভেম্বর 2022-এ প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুসারে রাজ্যে 27 লক্ষ 33 হাজার 891 জন ভোটার রয়েছে ৷ যার মধ্যে 13 লক্ষ 8 হাজার 181 জন পুরুষ, 13 লক্ষ 53 হাজার 664 জন মহিলা ও 46 জন তৃতীয় লিঙ্গের ভোটার ৷

তিনি আরও জানান, ত্রিপুরায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা 3 হাজার 328টি ৷ এরাজ্যে ভোটার জনসংখ্যার অনুপাত 655 এবং লিঙ্গ অনুপাত 981 ৷ 2018 সালে সাধারণ নির্বাচনের সময় ভোট পড়েছিল 89.38 শতাংশ ৷ ত্রিপুরার ভোট প্রস্তুতি তদারকি করার জন্য জাতীয় নির্বাচন কমিশনের বেশ কয়েকটি দল 20 ডিসেম্বর থেকে দু'মাস মেয়াদে ত্রিপুরা সফর করবে ৷

আরও পড়ুন : বিজেপির হামলায় ত্রিপুরায় আহত বিধায়ক-সহ 15 জন, অভিযোগ সিপিএমের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.