ETV Bharat / state

ত্রিপুরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজ্যপালের কাছে সিপিএম

রাজ্যপালের সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠক করে সিপিএম ৷ সিপিএম নেতা নারায়ণ কর জানান, সন্ত্রাস নিয়ে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে রাজ্যপালকে ৷

ত্রিপুরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজ্যপালের কাছে সিপিএম
ত্রিপুরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজ্যপালের কাছে সিপিএম
author img

By

Published : May 13, 2021, 5:53 PM IST

আগরতলা (ত্রিপুরা), 13 মে : বিরোধী রাজনৈতিক দলগুলিকে স্বাভাবিক ভাবে তাদের কর্মসূচি চালিয়ে যেতে দেওয়ার আবেদন উঠল ত্রিপুরায় ৷ রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান সিপিএম নেতা নারায়ণ কর এই দাবি তুলেছেন ৷ বুধবার তিনি বিজেপি শাসিত ওই রাজ্যের রাজ্যপাল রমেশ ব্যাসের কাছে ওই দাবি জানিয়েছেন ৷ তাঁর অভিযোগ, ত্রিপুরায় শাসক দল বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দিচ্ছে ৷

সম্প্রতি আক্রান্ত হন ওই রাজ্যের সিপিএম নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার ৷ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে সেখানকার শান্তিবাজারে আক্রমণ করা হয় বলে অভিযোগ ৷ শাসক দল বিজেপিই আক্রমণ করেছে বলে অভিযোগ ৷ সেই নিয়েই সিপিএমের তরফে এই অভিযোগ করা হয়েছে ৷ এই বিষয়ে রাজ্যপালের কাছে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে বলে সিপিএমের দাবি ৷

আরও পড়ুন : টানা দু’সপ্তাহে দেশের 187টি জেলায় করোনার সংক্রমণ নিম্নমুখী

রাজ্যপালের সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠক করে সিপিএম ৷ সিপিএম নেতা নারায়ণ কর জানান, সন্ত্রাস নিয়ে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে রাজ্যপালকে ৷ বিরোধী রাজনৈতিক দলগুলিকে সংবিধান স্বীকৃতি রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারী দিতে হবে ৷ বিষয়টি রাজ্যপাল খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে নারায়ণ করের দাবি ৷

আগরতলা (ত্রিপুরা), 13 মে : বিরোধী রাজনৈতিক দলগুলিকে স্বাভাবিক ভাবে তাদের কর্মসূচি চালিয়ে যেতে দেওয়ার আবেদন উঠল ত্রিপুরায় ৷ রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান সিপিএম নেতা নারায়ণ কর এই দাবি তুলেছেন ৷ বুধবার তিনি বিজেপি শাসিত ওই রাজ্যের রাজ্যপাল রমেশ ব্যাসের কাছে ওই দাবি জানিয়েছেন ৷ তাঁর অভিযোগ, ত্রিপুরায় শাসক দল বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দিচ্ছে ৷

সম্প্রতি আক্রান্ত হন ওই রাজ্যের সিপিএম নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার ৷ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে সেখানকার শান্তিবাজারে আক্রমণ করা হয় বলে অভিযোগ ৷ শাসক দল বিজেপিই আক্রমণ করেছে বলে অভিযোগ ৷ সেই নিয়েই সিপিএমের তরফে এই অভিযোগ করা হয়েছে ৷ এই বিষয়ে রাজ্যপালের কাছে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে বলে সিপিএমের দাবি ৷

আরও পড়ুন : টানা দু’সপ্তাহে দেশের 187টি জেলায় করোনার সংক্রমণ নিম্নমুখী

রাজ্যপালের সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠক করে সিপিএম ৷ সিপিএম নেতা নারায়ণ কর জানান, সন্ত্রাস নিয়ে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে রাজ্যপালকে ৷ বিরোধী রাজনৈতিক দলগুলিকে সংবিধান স্বীকৃতি রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারী দিতে হবে ৷ বিষয়টি রাজ্যপাল খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে নারায়ণ করের দাবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.