আগরতলা, 7 জুলাই: তুমুল হই-হট্টগোল বাঁধল ত্রিপুরার বাজেট অধিবেশনে ৷ কক্ষে বসে বিজেপি বিধায়কের অশ্লীল ছবি দেখার ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে টেবিলের উপর উঠে পড়লেন বিরোধী দলের বিধায়করা ৷ এই ঘটনায় পাঁচজন বিধায়ককে সাসপেন্ড করা হয় ৷
চলতি বছরের মার্চ মাসে অধিবেশন কক্ষে বসে অশ্লীল ভিডিয়ো দেখার সময় ধরা পড়ে যান বিজেপি বিধায়ক যাদব লাল নাথ ৷ এই ঘটনায় তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে শুক্রবার বিধানসভায় তীব্র বিক্ষোভ দেখান বিরোধীরা ৷ বিজেপি বিধায়ক যাদব লাল নাথের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যে মুলতুবি প্রস্তাব আনা হয়েছে, তার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলেন তিপরা মোথার বিধায়ক তথা বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ৷ সে বিষয়ে অধ্যক্ষ আলোচনার সুযোগ না দিলে বিরোধী দলগুলি বিক্ষোভ শুরু করে ৷
অভিযোগ, এই বছরের মার্চে অর্থাৎ আগের বিধানসভা অধিবেশন চলাকালীন স্পষ্ট ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিজেপি বিধায়ক যাদব লাল নাথ কক্ষে বসে অশ্লীল ভিডিয়ো দেখছেন ৷ তবে, স্পিকার এই নিয়ে বিরোধীদের কথা বলার সুযোগ দিতে অস্বীকার করেন এবং পরিবর্তে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে 2023-24 আর্থিক বছরের বাজেট পেশ করার জন্য অনুরোধ করেন ৷ এতে বেজায় চটে গিয়ে বিরোধী দলের নেতারা ওয়েলে নেমে আসেন এবং বিজেপি বিধায়কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান । বিক্ষোভ চলাকালীন তিপরা মোথার তিনজন বিধায়ক, রঞ্জিত দেববর্মা, বিশ্বজিৎ কালাই, নন্দিতা রেয়াং অধিবেশন কক্ষের টেবিলে উঠে পড়েন এবং বিক্ষোভ চালিয়ে যান ৷
আরও পড়ুন: ত্রিপুরা তৃণমূলে ভাঙন, মমতাকে দুষে ঘাসফুল ছেড়ে পদ্মে পাঁচ নেতা
এরপর মুখ্যমন্ত্রী মানিক সাহা বাজেট অধিবেশন চলাকালীন কক্ষের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য পাঁচজন বিরোধী বিধায়ককে অধিবেশন থেকে বরখাস্ত করার জন্য স্পিকারের কাছে আবেদন করেন । মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, তিপরা মোথার বিধায়ক বীরশাকেতু দেববর্মা, রঞ্জিত দেববর্মা, এবং নন্দিতা রেয়াং ও সিপিআইএম বিধায়ক নয়ন সরকারকে চলতি অধিবেশনের প্রথমার্ধ থেকে সাসপেন্ড করেন ৷ যদিও পরে এই পাঁচজন বিধায়ক অধিবেশনে যোগ দেন ।