ETV Bharat / state

Krishnaganj Calvert Accident : কৃষ্ণগঞ্জে অসম্পূর্ণ কালভার্ট, গর্তে পড়ে মৃত্যু দুই যুবকের - কালভার্টের গর্তে পড়ে মৃত 2

কালভার্ট তৈরির কাজ চলছে দীর্ঘদিন ধরে ৷ কিন্তু সম্পূর্ণ না হওয়ায় দুর্ঘটনার মুখোমুখি হতে হচ্ছে পথচারীদের ৷ তেমনই দুর্ঘটনায় মারা গেলেন দুই ভাই (Krishnaganj Calvert Accident) ৷

Youth died in Krishnaganj Nadia
কৃষ্ণগঞ্জে কালভার্টে পড়ে মারা গিয়েছেন দুই যুবক
author img

By

Published : Mar 9, 2022, 8:08 PM IST

কৃষ্ণগঞ্জ, (নদিয়া), 9 মার্চ : পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের ৷ আশঙ্কাজনক অবস্থায় একজন হাসপাতালে ভর্তি । ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা এলাকায় (Youth death as fell into incomplete calvert in Krishnaganj Nadia) ।

সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা এলাকার তিন যুবক এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন কালীপুজো উপলক্ষ্যে ৷ গভীর রাতে তাঁরা তিনজন বাইকে কৃষ্ণগঞ্জে বাড়ি ফিরছিলেন । ফেরার রাস্তায় কৃষ্ণগঞ্জের চৌগাছা এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ বাইকটি একটি অসমাপ্ত কালভার্টের গর্তে পড়ে যায় ।

দীর্ঘদিন আগে ওই কালভার্টটি তৈরি করা শুরু হলেও তার কাজ এখনও সম্পূর্ণ হয়নি । যে কারণে ভয়ঙ্কর গর্ত হয়ে রয়েছে কালভার্টের দু'পাশে । সেই গর্তে বাইক নিয়ে পড়ে যান ওই তিন যুবক । সারারাত ওই গর্তেই পড়েছিলেন বাইক আরোহীরা ।

আরও পড়ুন : Memari Road Accident : মেমারিতে গাড়ির সঙ্গে লরির সংঘর্ষ, দুর্ঘটনায় মৃত 2 যুবক

সকালে ওই জায়গার পাশ দিয়ে এলাকার বাসিন্দারা যাওয়ার সময় এক যুবকের গোঙানির আওয়াজ পান । এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । পুলিশ এসে তিন যুবককে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীন হাসপাতালে নিয়ে যায় । সেখানে সুজয় মণ্ডল (19) ও চিরঞ্জিত লোহার (21) নামের দুই যুবককে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । রনি বাগ নামে আরেক যুবককে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ক'দিন আগে ওই একই কালভার্টে পড়ে মৃত্যু হয় এক ইঞ্জিন ভ্যান চালকের । স্থানীয়দের অভিযোগ কালভার্ট নির্মাণকারী ঠিকাদারের গাফিলতিতে এখানে বারবার দুর্ঘটনা ঘটছে । স্থানীয়দের দাবি, অবিলম্বে পিডব্লিউডি-র উদ্যোগে এই কালভার্টের কাজ সম্পূর্ণ করা হোক ।

কৃষ্ণগঞ্জ, (নদিয়া), 9 মার্চ : পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের ৷ আশঙ্কাজনক অবস্থায় একজন হাসপাতালে ভর্তি । ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা এলাকায় (Youth death as fell into incomplete calvert in Krishnaganj Nadia) ।

সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা এলাকার তিন যুবক এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন কালীপুজো উপলক্ষ্যে ৷ গভীর রাতে তাঁরা তিনজন বাইকে কৃষ্ণগঞ্জে বাড়ি ফিরছিলেন । ফেরার রাস্তায় কৃষ্ণগঞ্জের চৌগাছা এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ বাইকটি একটি অসমাপ্ত কালভার্টের গর্তে পড়ে যায় ।

দীর্ঘদিন আগে ওই কালভার্টটি তৈরি করা শুরু হলেও তার কাজ এখনও সম্পূর্ণ হয়নি । যে কারণে ভয়ঙ্কর গর্ত হয়ে রয়েছে কালভার্টের দু'পাশে । সেই গর্তে বাইক নিয়ে পড়ে যান ওই তিন যুবক । সারারাত ওই গর্তেই পড়েছিলেন বাইক আরোহীরা ।

আরও পড়ুন : Memari Road Accident : মেমারিতে গাড়ির সঙ্গে লরির সংঘর্ষ, দুর্ঘটনায় মৃত 2 যুবক

সকালে ওই জায়গার পাশ দিয়ে এলাকার বাসিন্দারা যাওয়ার সময় এক যুবকের গোঙানির আওয়াজ পান । এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । পুলিশ এসে তিন যুবককে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীন হাসপাতালে নিয়ে যায় । সেখানে সুজয় মণ্ডল (19) ও চিরঞ্জিত লোহার (21) নামের দুই যুবককে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । রনি বাগ নামে আরেক যুবককে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ক'দিন আগে ওই একই কালভার্টে পড়ে মৃত্যু হয় এক ইঞ্জিন ভ্যান চালকের । স্থানীয়দের অভিযোগ কালভার্ট নির্মাণকারী ঠিকাদারের গাফিলতিতে এখানে বারবার দুর্ঘটনা ঘটছে । স্থানীয়দের দাবি, অবিলম্বে পিডব্লিউডি-র উদ্যোগে এই কালভার্টের কাজ সম্পূর্ণ করা হোক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.