ETV Bharat / state

Body Recovered: আমবাগানে মিলল গলায় তার পেঁচানো যুবকের দেহ, চাঞ্চল্য শান্তিপুরে - যুবকের দেহ উদ্ধার

শান্তিপুরে এক আমবাগান থেকে উদ্ধার হল গলায় তার পেঁচানো অবস্থায় যুবকের দেহ (Body Recovered) ৷ তাঁর বাড়ি কোচবিহার বলে জানা গিয়েছে ৷ এখানে কাজে এসেছিলেন ৷

ETV Bharat
File pic
author img

By

Published : Jan 2, 2023, 7:29 PM IST

আমবাগানে মিলল গলায় তার পেঁচানো যুবকের দেহ

শান্তিপুর (নদিয়া), 2 জানুয়ারি: গলায় তার পেঁচানো অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার (Youth Body Recovered)। চোখে মুখে রয়েছে আঘাতের চিহ্ন । প্রাথমিক অনুমান মদের আসরেই খুন হয়েছে ওই যুবক (Suspecting Murder)। তাঁর নাম অমিতকুমার রাভা ৷ বয়স ত্রিশ বছর । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার কদমপুর এলাকায় ।

জানা গিয়েছে, পুর থানার বেলঘরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন তালতলা পাড়ার সুজন দাসের বাড়িতে দিন কয়েক আগেই কাজে এসেছিলেন তিনি । মৃত অমিতকুমার রাভার বাড়ি কোচবিহারে (Cooch Behar Youth Body Recovered) । পেশায় তাঁত শিল্পী । গতকাল রাতে তিনি বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হন । এরপর আর বাড়ি ফেরেনি । আজ সকালে কদমপুর সংলগ্ন আমবাগানে অমিতের দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা ।

জানাজানি হতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ । তারা ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ দেহের পাশেই পড়েছিল মদের বোতল (Liquor bottle) । এলাকাবাসীর দাবি, প্রায়শই ওই আমবাগান এলাকায় একাধিক যুবকরা এসে মদ্যপান করে । তাই এলাকাবাসী এবং প্রশাসনের প্রাথমিক অনুমান মদের আসরে বচসার জেরে ওই যুবক খুন হয়ে থাকতে পারে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । ময়নাতদন্তের রিপোর্ট (Post Mortem Report) হাতে পেলেই স্পষ্ট বোঝা যাবে ওই যুবক খুন হয়েছে কি না । তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ (Santipur Police Station) । এই ঘটনার জেরে আতঙ্কিত সেখানকার এলাকাবাসী।

আরও পড়ুন: বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক, সকালে আমবাগান থেকে অর্ধনগ্ন দেহ উদ্ধার যুবকের

আমবাগানের মালিক লালন বিশ্বাস বলেন, "প্রথমে আমি মাঠে এসে দেখলাম কিছু নেই ৷ তাই আমি বাড়ির দিকে রওনা দিই ৷ এরপর বিলপাড়া থেকে কয়েকজন লোককে আসতে দেখি ৷ সেজন্য দাঁড়িয়ে পড়ি ৷ তারা দেখতে পায় একটি দেহ পড়ে রয়েছে ৷ তারপর থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে দেহ নিয়ে যায় ৷ কী কারণে এই ঘটনা বুঝতে পারিছি না ৷"

আরও পড়ুন: বিজেপির প্রাক্তন বিধায়কের বাংলোর পিছনে উদ্ধার মহিলার মৃতদেহ

আমবাগানে মিলল গলায় তার পেঁচানো যুবকের দেহ

শান্তিপুর (নদিয়া), 2 জানুয়ারি: গলায় তার পেঁচানো অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার (Youth Body Recovered)। চোখে মুখে রয়েছে আঘাতের চিহ্ন । প্রাথমিক অনুমান মদের আসরেই খুন হয়েছে ওই যুবক (Suspecting Murder)। তাঁর নাম অমিতকুমার রাভা ৷ বয়স ত্রিশ বছর । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার কদমপুর এলাকায় ।

জানা গিয়েছে, পুর থানার বেলঘরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন তালতলা পাড়ার সুজন দাসের বাড়িতে দিন কয়েক আগেই কাজে এসেছিলেন তিনি । মৃত অমিতকুমার রাভার বাড়ি কোচবিহারে (Cooch Behar Youth Body Recovered) । পেশায় তাঁত শিল্পী । গতকাল রাতে তিনি বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হন । এরপর আর বাড়ি ফেরেনি । আজ সকালে কদমপুর সংলগ্ন আমবাগানে অমিতের দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা ।

জানাজানি হতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ । তারা ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ দেহের পাশেই পড়েছিল মদের বোতল (Liquor bottle) । এলাকাবাসীর দাবি, প্রায়শই ওই আমবাগান এলাকায় একাধিক যুবকরা এসে মদ্যপান করে । তাই এলাকাবাসী এবং প্রশাসনের প্রাথমিক অনুমান মদের আসরে বচসার জেরে ওই যুবক খুন হয়ে থাকতে পারে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । ময়নাতদন্তের রিপোর্ট (Post Mortem Report) হাতে পেলেই স্পষ্ট বোঝা যাবে ওই যুবক খুন হয়েছে কি না । তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ (Santipur Police Station) । এই ঘটনার জেরে আতঙ্কিত সেখানকার এলাকাবাসী।

আরও পড়ুন: বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক, সকালে আমবাগান থেকে অর্ধনগ্ন দেহ উদ্ধার যুবকের

আমবাগানের মালিক লালন বিশ্বাস বলেন, "প্রথমে আমি মাঠে এসে দেখলাম কিছু নেই ৷ তাই আমি বাড়ির দিকে রওনা দিই ৷ এরপর বিলপাড়া থেকে কয়েকজন লোককে আসতে দেখি ৷ সেজন্য দাঁড়িয়ে পড়ি ৷ তারা দেখতে পায় একটি দেহ পড়ে রয়েছে ৷ তারপর থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে দেহ নিয়ে যায় ৷ কী কারণে এই ঘটনা বুঝতে পারিছি না ৷"

আরও পড়ুন: বিজেপির প্রাক্তন বিধায়কের বাংলোর পিছনে উদ্ধার মহিলার মৃতদেহ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.