ETV Bharat / state

ঝাড়খণ্ড থেকে ফিরে সোজা গ্রামের মাঠে অস্থায়ী ছাউনিতে যুবক

ফাঁকা মাঠে অস্থায়ী ছাউনি করে ভিনরাজ্য থেকে আসা যুবকের জন্য কোয়ারানটিনের ব্যবস্থা নদিয়ায় । ওই যুবক নিজেই ফোন করে গ্রামে ফেরার খবর দেন । সেইমতো গ্রামবাসীরা ওই অস্থায়ী ছাউনি তৈরি করেন ।

Quarantine in field
গ্রামে অস্থায়ী ছাউনিতে কোয়রানটিনের ব্যবস্থা নদিয়ায়
author img

By

Published : Apr 27, 2020, 8:57 AM IST

কৃষ্ণনগর, 27 এপ্রিল : ফোন করে নিজেই জানিয়েছিলেন ভিন রাজ্য থেকে তাঁর ফেরার বিষয়টি । সেইমতো তাঁর থাকার জন্য ফাঁকা মাঠে অস্থায়ী ছাউনি তৈরি করে রাখেন গ্রামবাসীরা । এখন ওই অস্থায়ী ছাউনিতেই 14 দিনের জন্য কোয়ারানটিনে থাকবেন তিনি । নদিয়ার ধানতলার কামালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা ।

কামালপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুমন টিকাদার । চিকিৎসকের কম্পাউন্ডার হিসেবে কাজ করেন । সেই কাজেই আড়াই মাস আগে ঝাড়খণ্ড গেছিলেন তিনি । সেখানে থাকাকালীনই লকডাউন শুরু হয় । ফলে ঝাড়খণ্ডে আটকে পড়েন ।

গতকাল গ্রামে ফেরেন তিনি । তবে, বাড়ি না গিয়ে সোজা গ্রামের একটা মাঠে তৈরি করা অস্থায়ী ছাউনিতে চলে যান । 14 দিন কোয়ারানটিনে থাকার জন্য ওই ছাউনির ব্যবস্থা তাঁর জন্যই করা হয়েছে । ফোনে তাঁর গ্রামে ফেরার খবর পাওয়ার পর গ্রামবাসীরা ওই ছাউনি তৈরি করে রাখেন ।

সুমন টিকাদার বলেন, "আমার পরিবারে শিশুসহ অনেকেই রয়েছে । তাই গ্রামবাসীদের এই ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই । গ্রামে ঢুকে সরাসরি মাঠেই চলে আসি ।"

কৃষ্ণনগর, 27 এপ্রিল : ফোন করে নিজেই জানিয়েছিলেন ভিন রাজ্য থেকে তাঁর ফেরার বিষয়টি । সেইমতো তাঁর থাকার জন্য ফাঁকা মাঠে অস্থায়ী ছাউনি তৈরি করে রাখেন গ্রামবাসীরা । এখন ওই অস্থায়ী ছাউনিতেই 14 দিনের জন্য কোয়ারানটিনে থাকবেন তিনি । নদিয়ার ধানতলার কামালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা ।

কামালপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুমন টিকাদার । চিকিৎসকের কম্পাউন্ডার হিসেবে কাজ করেন । সেই কাজেই আড়াই মাস আগে ঝাড়খণ্ড গেছিলেন তিনি । সেখানে থাকাকালীনই লকডাউন শুরু হয় । ফলে ঝাড়খণ্ডে আটকে পড়েন ।

গতকাল গ্রামে ফেরেন তিনি । তবে, বাড়ি না গিয়ে সোজা গ্রামের একটা মাঠে তৈরি করা অস্থায়ী ছাউনিতে চলে যান । 14 দিন কোয়ারানটিনে থাকার জন্য ওই ছাউনির ব্যবস্থা তাঁর জন্যই করা হয়েছে । ফোনে তাঁর গ্রামে ফেরার খবর পাওয়ার পর গ্রামবাসীরা ওই ছাউনি তৈরি করে রাখেন ।

সুমন টিকাদার বলেন, "আমার পরিবারে শিশুসহ অনেকেই রয়েছে । তাই গ্রামবাসীদের এই ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই । গ্রামে ঢুকে সরাসরি মাঠেই চলে আসি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.