ETV Bharat / state

মদ্যপান নিয়ে বচসার জের, ঘুষিতে মৃত্যু যুবকের - Young man punched to death in Nabadwip

Young Man Punched to Death in Nabadwip: মদ্যপান নিয়ে বচসার জেরে যুবককে ঘুষি বন্ধুর ৷ হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হল গোবিন্দ দেবনাথের ৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আরেক যুবক ৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

Young man punched to death
নবদ্বীপে ঘুষিতে মৃত্যু যুবকের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 4:14 PM IST

নবদ্বীপে ঘুষিতে মৃত্যু যুবকের

নবদ্বীপ, 28 নভেম্বর: মদ খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা ৷ ফলশ্রুতিতে ঘুষির আঘাতে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম গোবিন্দ দেবনাথ ৷ বয়স আনুমানিক 35 বছর ৷ তাঁর বাড়ি নবদ্বীপ প্রাচীন মায়াপুর মহাপ্রভু কলোনিতে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নদিয়ার নবদ্বীপ থানার প্রতাপনগর মনিমালা লেন এলাকায়। যুবকের মৃত্যুর পর থেকে পলাতক অভিযুক্ত গুড্ডু। পুলিশ গুড্ডুর খোঁজে তল্লাশি শুরু করেছে। গোবিন্দর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে মদ্যপ অবস্থায় ওই দুই যুবকের বচসা বাঁধে । বচসার সময় গুড্ডু নামে ওই যুবক গোবিন্দকে বুকে ঘুষি মারে বলে অভিযোগ ৷ এর জেরে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পর স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকেরা গোবিন্দকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ । গোবিন্দ দেবনাথের পরিবারের তরফে মামলা দায়ের করা হয়েছে ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

নবদ্বীপের এই খুনের ঘটনায় কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার কে অমরনাথ বলেন, "প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে মদ্যপান নিয়েই দুই বন্ধুর বচসা শুরু হয় । বচসা চলতে চলতে পরবর্তীকালে হাতাহাতিতে রূপান্তরিত হয় । আচমকা গুড্ডু গোবিন্দকে ঘুষি মারে । এর জেরেই তার মৃত্যু হয় ৷ দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে । অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি । তদন্ত চলছে ।" ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী আনন্দ দেবনাথ বলেন, "গতকাল রাতে ওরা দু'জন হঠাৎ কথা কাটাকাটি করতে করতে আমার দোকানের সামনে আসে । এরপরই দেখা যায় দু'জনকে মারামারি করতে । তার জেরে মৃত্যু হয় ওই যুবকের ।"

অন্যদিকে ওই এলাকার পঞ্চায়েত সদস্য ঝন্টু হালদার বলেন, "হঠাৎ আমি ফোনে খবর পাই আমার এলাকায় একজনের মৃত্যু হয়েছে । এরপরই খোঁজ খবর নিয়ে জানতে পারি তাঁদের দু'জনের মধ্যে মদ্যপান নিয়ে মারামারি হয় । সেসময় আচমকা গোবিন্দকে ঘুষি মারলে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে । হাসপাতাল আনতে আনতেই মৃত্যু হয় তাঁর ।" রাসযাত্রার আনন্দ উৎসবে মেতে নবদ্বীপবাসী ৷ তার মাঝে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷

আরও পড়ুন:

  1. ঝাড়খণ্ডের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার নদিয়ায়, গুলি করে খুনের অভিযোগ
  2. চিৎপুরের পর ময়দান, যুবককে রাস্তায় ফেলে কুপিয়ে খুনের চেষ্টা; চব্বিশ ঘণ্টার মধ্যে ফের হাড়হিম করা ঘটনা শহরে
  3. 350 টাকার জন্য কিশোরকে 50 বার ছুরির আঘাত, গলা কেটে নৃশংসভাবে খুন নাবালকের

নবদ্বীপে ঘুষিতে মৃত্যু যুবকের

নবদ্বীপ, 28 নভেম্বর: মদ খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা ৷ ফলশ্রুতিতে ঘুষির আঘাতে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম গোবিন্দ দেবনাথ ৷ বয়স আনুমানিক 35 বছর ৷ তাঁর বাড়ি নবদ্বীপ প্রাচীন মায়াপুর মহাপ্রভু কলোনিতে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নদিয়ার নবদ্বীপ থানার প্রতাপনগর মনিমালা লেন এলাকায়। যুবকের মৃত্যুর পর থেকে পলাতক অভিযুক্ত গুড্ডু। পুলিশ গুড্ডুর খোঁজে তল্লাশি শুরু করেছে। গোবিন্দর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে মদ্যপ অবস্থায় ওই দুই যুবকের বচসা বাঁধে । বচসার সময় গুড্ডু নামে ওই যুবক গোবিন্দকে বুকে ঘুষি মারে বলে অভিযোগ ৷ এর জেরে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পর স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকেরা গোবিন্দকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ । গোবিন্দ দেবনাথের পরিবারের তরফে মামলা দায়ের করা হয়েছে ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

নবদ্বীপের এই খুনের ঘটনায় কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার কে অমরনাথ বলেন, "প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে মদ্যপান নিয়েই দুই বন্ধুর বচসা শুরু হয় । বচসা চলতে চলতে পরবর্তীকালে হাতাহাতিতে রূপান্তরিত হয় । আচমকা গুড্ডু গোবিন্দকে ঘুষি মারে । এর জেরেই তার মৃত্যু হয় ৷ দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে । অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি । তদন্ত চলছে ।" ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী আনন্দ দেবনাথ বলেন, "গতকাল রাতে ওরা দু'জন হঠাৎ কথা কাটাকাটি করতে করতে আমার দোকানের সামনে আসে । এরপরই দেখা যায় দু'জনকে মারামারি করতে । তার জেরে মৃত্যু হয় ওই যুবকের ।"

অন্যদিকে ওই এলাকার পঞ্চায়েত সদস্য ঝন্টু হালদার বলেন, "হঠাৎ আমি ফোনে খবর পাই আমার এলাকায় একজনের মৃত্যু হয়েছে । এরপরই খোঁজ খবর নিয়ে জানতে পারি তাঁদের দু'জনের মধ্যে মদ্যপান নিয়ে মারামারি হয় । সেসময় আচমকা গোবিন্দকে ঘুষি মারলে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে । হাসপাতাল আনতে আনতেই মৃত্যু হয় তাঁর ।" রাসযাত্রার আনন্দ উৎসবে মেতে নবদ্বীপবাসী ৷ তার মাঝে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷

আরও পড়ুন:

  1. ঝাড়খণ্ডের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার নদিয়ায়, গুলি করে খুনের অভিযোগ
  2. চিৎপুরের পর ময়দান, যুবককে রাস্তায় ফেলে কুপিয়ে খুনের চেষ্টা; চব্বিশ ঘণ্টার মধ্যে ফের হাড়হিম করা ঘটনা শহরে
  3. 350 টাকার জন্য কিশোরকে 50 বার ছুরির আঘাত, গলা কেটে নৃশংসভাবে খুন নাবালকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.