হাঁসখালি, 27 ফেব্রুয়ারি : মাস ছয়েক আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙেছে নদিয়ার হাঁসখালির প্রেমনগরের বাসিন্দা হাজারি বিশ্বাসের ৷ বয়স 100 ছুঁইছুঁই ৷ হাঁটা তো দূরের কথা, এখন লাঠি ধরেও চলতে পারেন না ৷ স্ত্রী যশোদাই একমাত্র ভরসা ৷ তাঁর বয়সও প্রায় 85 ৷ স্বামীর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে ৷ তাই মাঝে মধ্যেই স্বামীকে নিয়ে ছুটতে হয় হাসপাতালে ৷ আর হাসপাতালে নিয়ে যেতে একমাত্র ভরসা ভ্যান ৷ আর সেই ভ্যান টানেন যশোদা ৷ হাজারিবাবুর আগে ভ্যান চালিয়ে অর্থ উপার্জন করতেন ৷ সেই ভ্যানেই স্বামীকে বসিয়ে নিয়ে যান যশোদা ৷
যশোদা ও হাজারির এক ছেলে ছিল ৷ কিন্তু আজ থেকে প্রায় 12 বছর আগে নিখোঁজ হয়ে যায় সে ৷ বহু খোঁজ করেও পাওয়া যায়নি ৷ যশোদা দুই প্রতিবেশীর বাড়ি পরিচারিকার কাজ করেন ৷ সেই টাকার দিয়েই চলে সংসার ৷ সম্প্রতি সরকারি সাহায্য বাবদ মাসে এক হাজার টাকা করে সাহায্য পান হাজারিবাবু ৷ টাকা আসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৷ টাকা তুলতেও স্বামীকে চাপিয়ে ভ্যান টানেন যশোদা ৷
বৃদ্ধ দম্পতির জীবনের প্রতিদিনের লড়াই দেখে হতবাক প্রতিবেশীরা ৷ তাঁদের বক্তব্য, "সরকারি কিছু সাহায্য পেলে হয়ত ভালোভাবে বাঁচতে পারতেন বৃদ্ধ দম্পতি ৷ ছেলে নিখোঁজ হওযায় পর থেকেই একে অপররের জন্য বাঁচার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বৃদ্ধ দম্পতি ৷ তাঁদের বক্তব্য, "আমাদের উপায়ই বা কী? আমরা এই ভাবেই বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷"