শান্তিপুর, 22 জুলাই : তাঁত শ্রমিক ও সাধারণ মানুষের 6 মাসের বিদ্যুতের বিল মুকুবের দাবি নিয়ে বিক্ষোভ ৷ শান্তিপুর শাখা বিদ্যুৎ অফিসের সামনে আজ অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন জমা দেয় নদিয়া জেলা তাঁত শ্রমিক ইউনিয়ন ৷ এই ইউনিয়নের শান্তিপুর থানা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয়।
তাদের দাবি, শান্তিপুর হাসপাতালে একের পর এক চিকিৎসক কোভিড আক্রান্ত হচ্ছেন ৷ শান্তিপুরের সাধারণ মানুষকেও কোরোনা সংক্রমণের শিকার হতে হচ্ছে। কোরোনা সংক্রমণের ফলে শান্তিপুরের তাঁতশিল্পের উপর নির্ভর করে যারা জীবীকা চালায় তারা এখন কর্মহীন ৷ তাদের পকেটে বিদ্যুতের বিল দেওয়ার মতো টাকা নেই । এই অবস্থায় বিদ্যুতের বিল অবিলম্বে মুকুব করতে হবে বলে নদিয়া জেলা তাঁত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয় ৷
জেলা তাঁত শ্রমিক ইউনিয়নের এক সদস্য বলেন, "অযথা মানুষকে হয়রানি করানো বন্ধ করতে হবে । যারা নতুন কানেকশন পাচ্ছে না, তাদের বিদ্যুৎ অফিসে এসে হয়রানির শিকার হতে হচ্ছে ৷ তাদের অবিলম্বে নতুন বিদ্যুতের কানেকশন দিতে হবে । এছাড়াও 3 মাসের বিদ্যুতের বিল একবারে না দিয়ে ওই বিল প্রতিমাসে সাধারণ মানুষকে দিতে হবে। আমরা এই সমস্ত 4 দফা দাবি দাওয়া নিয়ে শান্তিপুর শাখা বিদ্যুৎ অফিসে একটি ডেপুটেশন জমা দিই ও অবস্থান-বিক্ষোভ করি।" তবে সম্পূর্ণ সামাজিক নিয়ম রীতি মেনে বিক্ষোভ প্রদর্শনের পর ডেপুটেশন দেওয়া হয়েছে বলে দাবি শ্রমিক ইউনিয়নের ৷