চাপড়া, 10 মার্চ : ভোটের আগে বোমা উদ্ধার ঘিরে উত্তেজনা চাপড়ায় ৷ স্থানীয় ঘোষপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে সকেট বোমা উদ্ধার হয় ৷ বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে ৷
ঘোষপাড়ার ওই বাঁশঝাড়ের মধ্যে চারটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন ৷ ভোটের আগে এভাবে বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজনের মধ্যে উত্তেজনা ছড়ায় ৷ কারণ এর আগে বহুবার রাজনৈতিক কারণে উত্তপ্ত হয়েছে চাপড়া ৷ গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি হওয়া চাপড়ার মানুষের কাছে নতুন বিষয় নয় ৷ আজ সকালে বোমা পড়ে থাকতে দেখে স্বাভাবিকভাবে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয় ৷ পরে পুলিশ এসে বাঁশঝাড় থেকে বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে ৷
আরও পড়ুন : চাপড়ায় একই জায়গা থেকে 3 বালতি বোমা উদ্ধার
বোমা উদ্ধারের ঘটনায় বিজেপির তরফে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে ৷ গোটা বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে উল্লেখ করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে ৷ যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল ৷