নদিয়া, 10মে : কোরোনা আক্রান্তের মৃতদেহ গোপনে লোপাট করছে বলে দাবি করলেন BJP সাংসদ জগন্নাথ সরকার । মৃতদেহগুলি সৎকারে রাজ্যের ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া সমালোচনা করেন তিনি । মুখ্যমন্ত্রী পুলিশকে পর্যন্ত মৃতদেহ গোপন করার দায়িত্ব দিয়েছেন বলে অভিযোগ করেন জগন্নাথবাবু ।
লকডাউনেও দিনে দিনে বাড়ছে সংক্রমণ । এই পরিস্থিতিতে কোরোনা সংক্রমণ এবং তার জেরে মৃত্যুর সংখ্যা নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে । কেন্দ্রের এবং রাজ্যের রিপোর্ট অধিকাংশ ক্ষেত্রে মিলছে না । রাজ্য তথ্য লোকাচ্ছে বলেও অভিযোগ করেছে বিরোধীরা । কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে চিঠি আদান-প্রদান এবং রাজনৈতিক তর্জা শুরু হয়েছে ।
এবার নদিয়ার রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার রাজ্য সরকারের প্রকাশিত তথ্যের বিরুদ্ধে অভিযোগ করেন । তিনি বলেন, “ দুর্নীতিতে ছেয়ে গেছে গোটা রাজ্য । মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন আমরা সবাই চোর । তিনি সবাইকে চোর বানিয়ে ছেড়েছেন । পুলিশকে পর্যন্ত মৃতদেহ গোপন করার দায়িত্ব দিয়েছেন । ইতিমধ্যেই নবদ্বীপের জারজের অবরোধ হয়েছে । মায়াকুলে পুলিশ তাড়া খেয়ে চলে এসেছে । পাশাপাশি শোনা যাচ্ছে নদিয়ার শান্তিপুরের ঘাটেও নাকি একই কর্মকাণ্ড চলছে । সেখানে রাত দুটোর পর গোপনে মৃতদেহ পোড়ানো হচ্ছে । অর্থাৎ পশ্চিমবঙ্গ কোরোনা তথ্যকে চেপে দেওয়ার চেষ্টা করছে । এর আগেও তারা ডেঙ্গুতে তথ্য গোপন করেছিল । অথচ মুখ্যমন্ত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে না কি কিছুই জানেন না । মমতা দিদির মস্তিষ্কের বিকৃতি ঘটেছে । তিনি আর ঠিক থাকতে পারছেন না ।”
মুখ্যমন্ত্রী পুলিশকেও মৃতদেহ গোপনের দায়িত্ব দিয়েছেন, আক্রমণ BJP সাংসদের - কোরোনা আপডেট
এবার নদিয়ার রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার রাজ্য সরকারের প্রকাশিত তথ্যের বিরুদ্ধে অভিযোগ করলেন । তিনি বলেন, দুর্নীতিতে ছেয়ে গেছে গোটা রাজ্য । মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন আমরা সবাই চোর । তিনি সবাইকে চোর বানিয়ে ছেড়েছেন । পুলিশকে পর্যন্ত মৃতদেহ গোপন করার দায়িত্ব দিয়েছেন ।
![মুখ্যমন্ত্রী পুলিশকেও মৃতদেহ গোপনের দায়িত্ব দিয়েছেন, আক্রমণ BJP সাংসদের Jagannath Sarkar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7136749-637-7136749-1589090189102.jpg?imwidth=3840)
নদিয়া, 10মে : কোরোনা আক্রান্তের মৃতদেহ গোপনে লোপাট করছে বলে দাবি করলেন BJP সাংসদ জগন্নাথ সরকার । মৃতদেহগুলি সৎকারে রাজ্যের ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া সমালোচনা করেন তিনি । মুখ্যমন্ত্রী পুলিশকে পর্যন্ত মৃতদেহ গোপন করার দায়িত্ব দিয়েছেন বলে অভিযোগ করেন জগন্নাথবাবু ।
লকডাউনেও দিনে দিনে বাড়ছে সংক্রমণ । এই পরিস্থিতিতে কোরোনা সংক্রমণ এবং তার জেরে মৃত্যুর সংখ্যা নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে । কেন্দ্রের এবং রাজ্যের রিপোর্ট অধিকাংশ ক্ষেত্রে মিলছে না । রাজ্য তথ্য লোকাচ্ছে বলেও অভিযোগ করেছে বিরোধীরা । কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে চিঠি আদান-প্রদান এবং রাজনৈতিক তর্জা শুরু হয়েছে ।
এবার নদিয়ার রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার রাজ্য সরকারের প্রকাশিত তথ্যের বিরুদ্ধে অভিযোগ করেন । তিনি বলেন, “ দুর্নীতিতে ছেয়ে গেছে গোটা রাজ্য । মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন আমরা সবাই চোর । তিনি সবাইকে চোর বানিয়ে ছেড়েছেন । পুলিশকে পর্যন্ত মৃতদেহ গোপন করার দায়িত্ব দিয়েছেন । ইতিমধ্যেই নবদ্বীপের জারজের অবরোধ হয়েছে । মায়াকুলে পুলিশ তাড়া খেয়ে চলে এসেছে । পাশাপাশি শোনা যাচ্ছে নদিয়ার শান্তিপুরের ঘাটেও নাকি একই কর্মকাণ্ড চলছে । সেখানে রাত দুটোর পর গোপনে মৃতদেহ পোড়ানো হচ্ছে । অর্থাৎ পশ্চিমবঙ্গ কোরোনা তথ্যকে চেপে দেওয়ার চেষ্টা করছে । এর আগেও তারা ডেঙ্গুতে তথ্য গোপন করেছিল । অথচ মুখ্যমন্ত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে না কি কিছুই জানেন না । মমতা দিদির মস্তিষ্কের বিকৃতি ঘটেছে । তিনি আর ঠিক থাকতে পারছেন না ।”