শান্তিপুর, 23 মার্চ: সোনা গয়না বা টাকা-পয়সা নয়, সাইকেল, মোটর সাইকেল, চারচাকা গাড়ির ব্যাটারি, যন্ত্রাংশই তাদের পছন্দ ৷ হাতেনাতে পাকড়াও হল রাজীব শেখ, সাবির শেখ নামে দুই যুবক (Santipur Thief Arrest) ৷ ঘটনাটি ঘটেছে শান্তিপুর শহরের 12 নম্বর ওয়ার্ডে মহিষখাঁগী পাড়ায় ৷ বর্তমানে শ্রীঘরে তারা ৷
জানা গিয়েছে, শান্তিপুরের মহিষখাঁগী পাড়ায় প্রায়শই চোরের আনাগোনা লক্ষ্য করে এলাকাবাসী । কখনও সাইকেল, কখনও মোটরসাইকেল আবার কখনও বা চারচাকা গাড়ির ব্যাটারি এবং অন্য কোনও যন্ত্রাংশ চুরি যায় মাঝে মধ্যেই । তবে টাকা-পয়সা, সোনা-গয়না কোনও দিকেই লোভ নেই । মঙ্গলবার রাতে স্থানীয় মালতী সরকারের বাড়িতে রাখা মোটরসাইকেলের আশেপাশের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে প্রতিবেশীদের ডাকতে শুরু করেন মালতিদেবী ৷ এরপর রাস্তার উপরে রাখা একটি মোটর সাইকেলে উঠে চম্পট দিতে উদ্যত হয় দুই সন্দেহভাজন যুবক ।
আরও পড়ুন : Child beaten Video : চোর সন্দেহে চার নাবালককে বেঁধে নির্মম প্রহার ! গ্রেফতার অভিযুক্ত
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ধরা পড়ে যায় তারা ৷ পরে এলাকাবাসীর চাপে স্বীকার করে দিনের বেলায় লোহা প্লাস্টিক টিনের ভাঙাচোরা এবং পুরানো বইখাতা কিনতে বেরিয়ে বাড়িতে রাখা যানবাহন কি অবস্থায় আছে তা খতিয়ে দেখে যায় ৷ এরপর সন্ধ্যাবেলায় অথবা রাতে এসে তা চুরি করে । এলাকাবাসীর চাপে স্বীকার করতে বাধ্য হয় কোথায় তা বিক্রি করে । এরপর শান্তিপুর থানায় খবর দেওয়ার পর তাদের দু'জনকে আটক করে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদের মাধ্যমে খতিয়ে দেখছে চুরি হওয়া যানবাহনগুলি ফেরত আনা যায় কিনা ।