ETV Bharat / state

স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত 2 কিশোর - শান্তিপুর

11টা নাগাদ সঞ্জয় ও তিন বন্ধু পুকুরে স্নান করতে যায়৷ স্নান করতে নেমে পুকুরে সাঁতার কাটার সময় সঞ্জয় ও সুমিতকে তলিয়ে যেতে দেখে বাকি দুই বন্ধু । এর পরেই জল থেকে উঠে বাড়িতে খবর দেয় ।

NADIA
ডুবে মৃত্যু
author img

By

Published : Feb 21, 2020, 6:20 PM IST

শান্তিপুর, 21 ফেব্রুয়ারি : পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল দুই কিশোরের । নদিয়ার শান্তিপুরের দুই নম্বর কলোনির দালালপাড়া লেন এর ঘটনা । মৃত দুই কিশোরের নাম সঞ্জয় দেবনাথ (10) এবং সুমিত বিশ্বাস (14) ।

প্রতিদিনের মতো পাড়ার চার বন্ধু মিলে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল । বেলা 11টা নাগাদ সঞ্জয় ও তিন বন্ধু পুকুরে স্নান করতে যায়৷ স্নান করতে নেমে পুকুরে সাঁতার কাটার সময় সঞ্জয় ও সুমিতকে তলিয়ে যেতে দেখে বাকি দুই বন্ধু । এর পরেই জল থেকে উঠে বাড়িতে খবর দেয় । খবর পেয়ে পরিবারের লোকজন এবং স্থানীয়রা জল থেকে ওই দুই কিশোরকে উদ্ধার করে ৷ নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ।

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই দুই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন । দুই কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যায় শান্তিপুর থানার পুলিশ । কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

শান্তিপুর, 21 ফেব্রুয়ারি : পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল দুই কিশোরের । নদিয়ার শান্তিপুরের দুই নম্বর কলোনির দালালপাড়া লেন এর ঘটনা । মৃত দুই কিশোরের নাম সঞ্জয় দেবনাথ (10) এবং সুমিত বিশ্বাস (14) ।

প্রতিদিনের মতো পাড়ার চার বন্ধু মিলে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল । বেলা 11টা নাগাদ সঞ্জয় ও তিন বন্ধু পুকুরে স্নান করতে যায়৷ স্নান করতে নেমে পুকুরে সাঁতার কাটার সময় সঞ্জয় ও সুমিতকে তলিয়ে যেতে দেখে বাকি দুই বন্ধু । এর পরেই জল থেকে উঠে বাড়িতে খবর দেয় । খবর পেয়ে পরিবারের লোকজন এবং স্থানীয়রা জল থেকে ওই দুই কিশোরকে উদ্ধার করে ৷ নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ।

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই দুই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন । দুই কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যায় শান্তিপুর থানার পুলিশ । কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.