ধুবুলিয়া (নদিয়া), 11 অক্টোবর : ধুবুলিয়ায় 34 নম্বর জাতীয় সড়কে লরির সংঘর্ষে মৃত্যু দুই লরিচালকের । আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুটি লরির মুখোমুখি ধাক্কা লাগে । মৃতদেহ উদ্ধার করে পুলিশ । তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে ।
কৃষ্ণনগর জলঙ্গি সেতু সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক । কৃষ্ণনগর থেকে বহরমপুর যাচ্ছিল একটি লরি । সেইসময়েই অপরদিক থেকে আসা একটি পাথরবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় উভয় লরিচালকের । বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে যায় 34 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ।
ধুবুলিয়া থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । মৃতদেহ দু'টি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । লরি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে ।
কী কারণে এমন দুর্ঘটনা, তার তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও মৃত দুই ব্যক্তির এখনও পরিচয় জানা যায়নি । তাদের পরিচয় জানার চেষ্টা করছে ধুবুলিয়া থানার পুলিশ ।