ETV Bharat / state

নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ দুই যুবক - নদীয়ায় নিখোঁজ দুই যুবক

নৌকা বাইচ দেখতেই জলঙ্গী নদীর ধারে ভিড় করেন স্থানীয়রা ৷ বৃষ্টির কারণে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়নি ৷ বন্ধুদের সঙ্গে নৌকায় নদীতে ঘুরছিলেন দুই যুবক । সাঁতড়ে নদী পার হবে এই ভেবে নদীতে ঝাঁপ দেন তাঁরা ৷ এখনও তাঁরা নিখোঁজ ৷

nadia
author img

By

Published : Oct 9, 2019, 3:21 PM IST

শিবপুর , 9 অক্টোবর : সাঁতরে পাড়ে উঠতে গিয়ে নিখোঁজ হল দুই যুবক ৷ নদিয়ার নাকাশিপাড়া শিবপুরের ঘটনা৷ নিখোঁজ দুই যুবকের নাম বিশ্বজিৎ বিশ্বাস (26) এবং শুভময় মণ্ডল (25) ৷

দশমীতে বাইচ প্রতিযোগিতা দেখতে শিবপুরে গিয়েছিলেন বিশ্বজিৎ ও শুভময় । বিশ্বজিতের বাড়ি নাকাশিপাড়া থানার শিবপুর এলাকায় এবং শুভময়ের বাড়ি পলাশিপাড়া থানার বটতলা এলাকায় । বৃষ্টির কারণে বাইচ প্রতিযোগিতা হয়নি ৷ সেই সময় বন্ধুদের সঙ্গে নৌকায় নদীতে ঘুরছিলেন বিশ্বজিৎ ও শুভময় । একসময় তাঁরা ঠিক করেন সাঁতরে নদী পার হবেন । এরপর বিশ্বজিৎ, শুভময় ও বাকি বন্ধুরা নৌকা থেকে নদীতে ঝাঁপ দেন । বাকিরা সাঁতরে পাড়ে উঠলেও বিশ্বজিৎ ও শুভময়ের খোঁজ পাওয়া যায়নি ।

youth
নিখোঁজ যুবক

স্থানীয় বাসিন্দারা নদীতে নিখোঁজ দুই যুবকের খোঁজ শুরু করেন ৷ ঘটনাস্থানে যায় নাকাশিপাড়া থানার পুলিশ । এখনও দুই যুবকের খোঁজ পাওয়া যায়নি ৷

শিবপুর , 9 অক্টোবর : সাঁতরে পাড়ে উঠতে গিয়ে নিখোঁজ হল দুই যুবক ৷ নদিয়ার নাকাশিপাড়া শিবপুরের ঘটনা৷ নিখোঁজ দুই যুবকের নাম বিশ্বজিৎ বিশ্বাস (26) এবং শুভময় মণ্ডল (25) ৷

দশমীতে বাইচ প্রতিযোগিতা দেখতে শিবপুরে গিয়েছিলেন বিশ্বজিৎ ও শুভময় । বিশ্বজিতের বাড়ি নাকাশিপাড়া থানার শিবপুর এলাকায় এবং শুভময়ের বাড়ি পলাশিপাড়া থানার বটতলা এলাকায় । বৃষ্টির কারণে বাইচ প্রতিযোগিতা হয়নি ৷ সেই সময় বন্ধুদের সঙ্গে নৌকায় নদীতে ঘুরছিলেন বিশ্বজিৎ ও শুভময় । একসময় তাঁরা ঠিক করেন সাঁতরে নদী পার হবেন । এরপর বিশ্বজিৎ, শুভময় ও বাকি বন্ধুরা নৌকা থেকে নদীতে ঝাঁপ দেন । বাকিরা সাঁতরে পাড়ে উঠলেও বিশ্বজিৎ ও শুভময়ের খোঁজ পাওয়া যায়নি ।

youth
নিখোঁজ যুবক

স্থানীয় বাসিন্দারা নদীতে নিখোঁজ দুই যুবকের খোঁজ শুরু করেন ৷ ঘটনাস্থানে যায় নাকাশিপাড়া থানার পুলিশ । এখনও দুই যুবকের খোঁজ পাওয়া যায়নি ৷

Intro:নৌকাবাইচ দেখতে গিয়ে পরপর দুই দিনে নিখোঁজ হলো দুইজন যুবক।নদিয়া নাকাশিপাড়া শিবপুরের ঘটনা। দুর্গাপূজার দশমী উপলক্ষে জলঙ্গী নদীর উপর নৌকা বাইচের প্রতিযোগিতা ছিল।সেই বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে ওই যুবক নিখোঁজ হয় বলে জানা যায়। নিখোঁজ যুবকের নাম বিশ্বজিৎ বিশ্বাস বয়স 26 বছর এবং শুভময় মণ্ডল বয়স 25। বিশ্বজিৎ এর বাড়ি নাকাশিপাড়া থানার শিবপুর এলাকায় এবং শুভময় মণ্ডল এর বাড়ি পলাশীপাড়া থানার বটতলা এলাকায়। বিশ্বজিৎ বিশ্বাস বিদেশে কাজ করত পুজো উপলক্ষে বাড়ি ফিরেছিল। বিশ্বজিৎ বিশ্বাস এবং শুভময় মণ্ডল বন্ধুদের সঙ্গে নৌকা বাইচ প্রতিযোগিতায় দেখতে যায়। বৃষ্টির কারণে নৌকা বাইচ প্রতিযোগিতা না হলেও নৌকা করে নদীতে ঘুরছিল। তখনই নৌকা থেকে হঠাৎই কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে চলে আসে সেও তখন তাদের সঙ্গে নদীতে ঝাঁপ দেয়। সবাই সাঁতার কেটে উঠে এলে ও ওই যুবক কোন খোঁজ পাওয়া যায়নি। তারপর থেকে এলাকার মানুষ খুঁজাখুঁজি শুরু করে। ঘটনাস্থলে নাকাশিপাড়া থানার পুলিশ যায়। দুই নিখোঁজ যুবকের উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ এবং স্থানীয় গ্রামের মানুষ।Body:CHAPRA JALONGI MISSINGConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.