ETV Bharat / state

Driver Wins Lottery At Krishnanagar: লটারি পেয়ে কোটিপতি লরিচালক, নিরাপত্তা চেয়ে দ্বারস্থ থানার

লটারির টিকিট কেটে এককোটি টাকা পেলেন নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা লরিচালক শঙ্কর সরকার (Driver Win Lottery At Krishnanagar) ৷ নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী ৷

Driver Win Lottery At Krishnanagar
লটারি কেটে কোটিপতি লরি চালক, নিরাপত্তার চেয়ে দ্বারস্থ থানার
author img

By

Published : Jan 21, 2022, 11:48 AM IST

কৃষ্ণনগর, 21 জানুয়ারি: নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা এক লরিচালক লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন (Driver Win Lottery At Krishnanagar) ৷ 2007 সাল থেকে লরি চালিয়ে দিনযাপন করেন তিনি ৷ লরি চালাতে চালাতে একটি লরিও কিনে ফেলেছিলেন ৷ কিন্তু সেই লরির কিস্তির টাকা শোধ না করতে পারায় বাধ্য হয়ে লরিটি বিক্রি করে দিতে হয় ৷ লরিচালকের নাম শঙ্কর সরকার ৷ বয়স 40 বছর ৷

শঙ্কর সরকার জানান, ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে দিনযাপন করেন ৷ বছরখানেক হল তিনি লটারি টিকিট কাটা শুরু করেছেন ৷ কিন্তু স্বপ্নেও ভাবতে পারেননি রাতারাতি হয়ে যাবেন এককোটি টাকার মালিক ৷ তবে এককোটি টাকা পেয়ে তিনি জানান, যেহেতু তিনি ছোটবেলা থেকে প্রচুর পরিশ্রম করেও সেভাবে নিজের মনের ইচ্ছাপূরণ করতে পারেননি ৷ তাই, এই টাকা দিয়ে একটি জমি কিনবেন এবং একটি মন্দির বানাবেন ৷

আরও পড়ুন: প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন রানাঘাটের যুবক

লটারিতে এককোটি টাকা পেয়ে মনের মধ্যে বাসা বেঁধেছে ভয় ৷ কারণ, এতগুলি টাকা যদি কিছু হয়ে যায় ৷ তাই, কৃষ্ণনগর কোতোয়ালি থানায় এসে সমস্ত বিষয়টি জানান শঙ্কর সরকারের স্ত্রী মনিকা সরকার ৷ চান নিরাপত্তাও ৷ তিনি জানান, এর আগে মাঝে মধ্যেই স্বামী টিকিট কাটতেন ৷ লটারির টিকিট কাটতে গিয়ে সংসারে অর্থনৈতিক অসুবিধাও হত ৷ ঠিকঠাক খাবার পর্যন্ত জুটত না ৷ তার ফলে, বাড়িতে প্রায় দিনই লেগে থাকত অশান্তি ৷ স্বামীর এককোটি টাকা পাওয়ার খবর পেয়ে বেজায় খুশি তাঁর স্ত্রীও ৷

কৃষ্ণনগর, 21 জানুয়ারি: নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা এক লরিচালক লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন (Driver Win Lottery At Krishnanagar) ৷ 2007 সাল থেকে লরি চালিয়ে দিনযাপন করেন তিনি ৷ লরি চালাতে চালাতে একটি লরিও কিনে ফেলেছিলেন ৷ কিন্তু সেই লরির কিস্তির টাকা শোধ না করতে পারায় বাধ্য হয়ে লরিটি বিক্রি করে দিতে হয় ৷ লরিচালকের নাম শঙ্কর সরকার ৷ বয়স 40 বছর ৷

শঙ্কর সরকার জানান, ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে দিনযাপন করেন ৷ বছরখানেক হল তিনি লটারি টিকিট কাটা শুরু করেছেন ৷ কিন্তু স্বপ্নেও ভাবতে পারেননি রাতারাতি হয়ে যাবেন এককোটি টাকার মালিক ৷ তবে এককোটি টাকা পেয়ে তিনি জানান, যেহেতু তিনি ছোটবেলা থেকে প্রচুর পরিশ্রম করেও সেভাবে নিজের মনের ইচ্ছাপূরণ করতে পারেননি ৷ তাই, এই টাকা দিয়ে একটি জমি কিনবেন এবং একটি মন্দির বানাবেন ৷

আরও পড়ুন: প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন রানাঘাটের যুবক

লটারিতে এককোটি টাকা পেয়ে মনের মধ্যে বাসা বেঁধেছে ভয় ৷ কারণ, এতগুলি টাকা যদি কিছু হয়ে যায় ৷ তাই, কৃষ্ণনগর কোতোয়ালি থানায় এসে সমস্ত বিষয়টি জানান শঙ্কর সরকারের স্ত্রী মনিকা সরকার ৷ চান নিরাপত্তাও ৷ তিনি জানান, এর আগে মাঝে মধ্যেই স্বামী টিকিট কাটতেন ৷ লটারির টিকিট কাটতে গিয়ে সংসারে অর্থনৈতিক অসুবিধাও হত ৷ ঠিকঠাক খাবার পর্যন্ত জুটত না ৷ তার ফলে, বাড়িতে প্রায় দিনই লেগে থাকত অশান্তি ৷ স্বামীর এককোটি টাকা পাওয়ার খবর পেয়ে বেজায় খুশি তাঁর স্ত্রীও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.