ETV Bharat / state

Railway Hawkers Protest : রেলের হকার উচ্ছেদ নোটিশ, প্রতিবাদ জানিয়ে একমঞ্চে বাম-তৃণমূল - Railway Hawkers protest against eviction

রেলের হকার উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে তৃণমূলের মঞ্চে দেখা গেল বামেদের (Trinamool Congress and Left on Same Platform Over Notice of Eviction of Railway Hawkers) । মঞ্চে দাঁড়িয়ে একসঙ্গে লড়াই করার আহ্বান জানালেন তারা । ঘটনাটি নদিয়ার শান্তিপুরের ফুলিয়া রেলস্টেশনের ৷ পুনর্বাসন দিতে হবে বলে হকাররা দাবি করেন এদিন ৷

Trinamool Congress-Left
Trinamool Congress-Left
author img

By

Published : Mar 23, 2022, 9:39 PM IST

নদিয়া, 23 মার্চ : নদিয়ার শান্তিপুরের ফুলিয়া রেলস্টেশনে একই মঞ্চে দেখা গেল তৃণমূল এবং বাম শ্রমিক সংগঠনের বিক্ষোভ কর্মসূচি (Trinamool Congress-Left on Same Platform) । কয়েক দিন আগে রেলের তরফ থেকে ফুলিয়া রেলস্টেশনের হকারদের নোটিশ দেওয়া হয় । নোটিশে বলা হয় রেল দফতরের জায়গায় যারা দোকান করে ব্য়াবসা করছেন তাদের জায়গা ছেড়ে দিতে হবে ।

আর রেল দফতরের এই নির্দেশিকার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এবং বামফ্রন্টের শ্রমিক সংগঠন সিআইটিইউ । এদিন সেই বিক্ষোভ মঞ্চে দেখা গেল এক অন্য় দৃশ্য় ৷ তৃণমূলের বিক্ষোভ মঞ্চে দাঁড়িয়ে বাম নেতাদের বক্তব্য রাখতে দেখা গিয়েছে (Railway Hawkers protest against eviction) । যদিও এ বিষয়ে সিআইটিইউ নেতা অনুপ ঘোষের দাবি শ্রমিকের স্বার্থে তারা গোটা দেশজুড়ে, কোনও পতাকার রং না দেখে এক সঙ্গে লড়াই করতে প্রস্তুত (Railway Hawkers Protest) ।

রেলের হকার উচ্ছেদ নোটিশ ঘিরে তৃণমূল ও বামেরা একই মঞ্চে

আরও পড়ুন : Infant Body in Microwave : চিরাগ দিল্লিতে মাইক্রোওয়েভ থেকে উদ্ধার মৃত শিশুকন্যা, গ্রেফতার মা

তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সনৎ চক্রবর্তী বলেন, "কেন্দ্র সরকার হকার উচ্ছেদের মাধ্য়মে রেল বেসরকারিকরণের চক্রান্ত করছে ৷ কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে রেল দফতর নির্দেশিকা জারি করেছে আমরা তাতে একমত । রেলের উন্নতি হোক তা আমরাও চাই ৷ কিন্তু যে সমস্ত হকাররা রেলের জায়গায় এতদিন ধরে রয়েছেন তাঁদের পুনর্বাসন দিতে হবে । রেল যদি পুনর্বাসন না দেয় তাহলে এই উচ্ছেদের বিরুদ্ধে আমরা একজোট হয়ে লড়াই করব ।"

নদিয়া, 23 মার্চ : নদিয়ার শান্তিপুরের ফুলিয়া রেলস্টেশনে একই মঞ্চে দেখা গেল তৃণমূল এবং বাম শ্রমিক সংগঠনের বিক্ষোভ কর্মসূচি (Trinamool Congress-Left on Same Platform) । কয়েক দিন আগে রেলের তরফ থেকে ফুলিয়া রেলস্টেশনের হকারদের নোটিশ দেওয়া হয় । নোটিশে বলা হয় রেল দফতরের জায়গায় যারা দোকান করে ব্য়াবসা করছেন তাদের জায়গা ছেড়ে দিতে হবে ।

আর রেল দফতরের এই নির্দেশিকার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এবং বামফ্রন্টের শ্রমিক সংগঠন সিআইটিইউ । এদিন সেই বিক্ষোভ মঞ্চে দেখা গেল এক অন্য় দৃশ্য় ৷ তৃণমূলের বিক্ষোভ মঞ্চে দাঁড়িয়ে বাম নেতাদের বক্তব্য রাখতে দেখা গিয়েছে (Railway Hawkers protest against eviction) । যদিও এ বিষয়ে সিআইটিইউ নেতা অনুপ ঘোষের দাবি শ্রমিকের স্বার্থে তারা গোটা দেশজুড়ে, কোনও পতাকার রং না দেখে এক সঙ্গে লড়াই করতে প্রস্তুত (Railway Hawkers Protest) ।

রেলের হকার উচ্ছেদ নোটিশ ঘিরে তৃণমূল ও বামেরা একই মঞ্চে

আরও পড়ুন : Infant Body in Microwave : চিরাগ দিল্লিতে মাইক্রোওয়েভ থেকে উদ্ধার মৃত শিশুকন্যা, গ্রেফতার মা

তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সনৎ চক্রবর্তী বলেন, "কেন্দ্র সরকার হকার উচ্ছেদের মাধ্য়মে রেল বেসরকারিকরণের চক্রান্ত করছে ৷ কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে রেল দফতর নির্দেশিকা জারি করেছে আমরা তাতে একমত । রেলের উন্নতি হোক তা আমরাও চাই ৷ কিন্তু যে সমস্ত হকাররা রেলের জায়গায় এতদিন ধরে রয়েছেন তাঁদের পুনর্বাসন দিতে হবে । রেল যদি পুনর্বাসন না দেয় তাহলে এই উচ্ছেদের বিরুদ্ধে আমরা একজোট হয়ে লড়াই করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.