ETV Bharat / state

থানায় অভিযোগ জানিয়েও কাজ হয়নি, ব্যক্তির নির্বীজকরণে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ আদিবাসীদের

NSV- No Scalpel Vasectomy: ফুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখালেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ৷ এক আদিবাসী ব্যক্তিকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে এনএসভি অপারেশন অর্থাৎ নির্বীজকরণ করার অভিযোগে পদক্ষেপ না করায় বিক্ষোভে সামিল হন তাঁরা ৷

Etv Bharat
আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 10:31 PM IST

ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ

শান্তিপুর, 4 ডিসেম্বর: থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোনও কাজ হয়নি ৷ তাই সোমবার ফুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ৷ এক আদিবাসী ব্যক্তিকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে এনএসভি অপারেশন অর্থাৎ নির্বীজকরণ করার অভিযোগে পদক্ষেপ না-করায় বিক্ষোভে সামিল হন তাঁরা ৷ ঘটনা নদিয়ার শান্তিপুর থানার চাঁদরা রায়পাড়া এলাকার ।

জানা গিয়েছে, দিনকয়েক আগে রায়পাড়া এলাকার মাধব রায় নামে এক ব্যক্তিকে করোনা ভ্যাকসিন দেওয়ার নাম করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ডেকে নিয়ে যায় এলাকারই দুই আশাকর্মী । কিন্তু সেখানে গিয়ে তাঁকে অজ্ঞান করে এনএসভি অপারেশন অর্থাৎ নির্বীজকরণের অভিযোগ ওঠে । জানা যায়, ব্লক স্বাস্থ্যকেন্দ্রেই হয়েছে এই অপারেশন । এরপরই ওই দুই আশাকর্মী ওই ব্যক্তিকে বাড়ি নিয়ে যাওয়ার নাম করে রাস্তার মাঝখানে ছেড়ে দেয় । পরিবারের লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন । সেই সময় ওই ব্যক্তির গোপনাঙ্গ দিয়ে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল । এই ঘটনায় তাঁর পরিবার শান্তিপুর থানায় সংশ্লিষ্ট আশাকর্মী ও ব্লক স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে ৷

কিন্তু তাতেও প্রশাসন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও ব্যবস্থা গ্রহণ না করলে অবশেষে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন শান্তিপুর থানার ফুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে । তাদের দাবি, এই ঘটনায় অবিলম্বে যারা দোষী তাদের আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্রকে অপসারণ করতে হবে ।

এই বিষয়ে এক বিক্ষোভকারী মৃত্যুঞ্জয় রায় বলেন, "পরিবারকে না জানিয়ে এক আদিবাসী ব্যক্তিকে যেভাবে এই অপারেশন করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি । অবিলম্বে এই ঘটনায় যারা দোষী তাদের গ্রেফতার করতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেই কারণে ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্রকে অপসারণ করতে হবে । না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব ৷"

যদিও এই ঘটনা নিয়ে রাজনৈতিক রং দেখছেন শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র । তিনি জানান, সম্পূর্ণ নিয়ম মেনে এবং তাঁর সম্মতি নিয়েই অপারেশন করা হয়েছে । নির্দিষ্ট কাগজপত্রে ওই ব্যক্তির সই রয়েছে । যারা অপসারণের কথা বলছেন তাঁরা রাজনৈতিক চক্রান্ত করছেন । যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা বেশিরভাগ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং এদেরকে সাপোর্ট করছে এক বিশেষ রাজনৈতিক দল ।

আরও পড়ুন :

1 পথকুকুরদের টিকা ও নির্বীজকরণে নয়া ভাবনা পৌরনিগমের

2 পরিবারের অনুমতি ছাড়াই নির্বীজ করণ, অভিযোগ অস্বীকার স্বাস্থ্যকেন্দ্রের

3 সিভিক ভলেন্টিয়ারের চাকরির নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ ! অভিযুক্ত তৃণমূল নেতা

ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ

শান্তিপুর, 4 ডিসেম্বর: থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোনও কাজ হয়নি ৷ তাই সোমবার ফুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ৷ এক আদিবাসী ব্যক্তিকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে এনএসভি অপারেশন অর্থাৎ নির্বীজকরণ করার অভিযোগে পদক্ষেপ না-করায় বিক্ষোভে সামিল হন তাঁরা ৷ ঘটনা নদিয়ার শান্তিপুর থানার চাঁদরা রায়পাড়া এলাকার ।

জানা গিয়েছে, দিনকয়েক আগে রায়পাড়া এলাকার মাধব রায় নামে এক ব্যক্তিকে করোনা ভ্যাকসিন দেওয়ার নাম করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ডেকে নিয়ে যায় এলাকারই দুই আশাকর্মী । কিন্তু সেখানে গিয়ে তাঁকে অজ্ঞান করে এনএসভি অপারেশন অর্থাৎ নির্বীজকরণের অভিযোগ ওঠে । জানা যায়, ব্লক স্বাস্থ্যকেন্দ্রেই হয়েছে এই অপারেশন । এরপরই ওই দুই আশাকর্মী ওই ব্যক্তিকে বাড়ি নিয়ে যাওয়ার নাম করে রাস্তার মাঝখানে ছেড়ে দেয় । পরিবারের লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন । সেই সময় ওই ব্যক্তির গোপনাঙ্গ দিয়ে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল । এই ঘটনায় তাঁর পরিবার শান্তিপুর থানায় সংশ্লিষ্ট আশাকর্মী ও ব্লক স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে ৷

কিন্তু তাতেও প্রশাসন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও ব্যবস্থা গ্রহণ না করলে অবশেষে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন শান্তিপুর থানার ফুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে । তাদের দাবি, এই ঘটনায় অবিলম্বে যারা দোষী তাদের আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্রকে অপসারণ করতে হবে ।

এই বিষয়ে এক বিক্ষোভকারী মৃত্যুঞ্জয় রায় বলেন, "পরিবারকে না জানিয়ে এক আদিবাসী ব্যক্তিকে যেভাবে এই অপারেশন করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি । অবিলম্বে এই ঘটনায় যারা দোষী তাদের গ্রেফতার করতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেই কারণে ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্রকে অপসারণ করতে হবে । না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব ৷"

যদিও এই ঘটনা নিয়ে রাজনৈতিক রং দেখছেন শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র । তিনি জানান, সম্পূর্ণ নিয়ম মেনে এবং তাঁর সম্মতি নিয়েই অপারেশন করা হয়েছে । নির্দিষ্ট কাগজপত্রে ওই ব্যক্তির সই রয়েছে । যারা অপসারণের কথা বলছেন তাঁরা রাজনৈতিক চক্রান্ত করছেন । যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা বেশিরভাগ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং এদেরকে সাপোর্ট করছে এক বিশেষ রাজনৈতিক দল ।

আরও পড়ুন :

1 পথকুকুরদের টিকা ও নির্বীজকরণে নয়া ভাবনা পৌরনিগমের

2 পরিবারের অনুমতি ছাড়াই নির্বীজ করণ, অভিযোগ অস্বীকার স্বাস্থ্যকেন্দ্রের

3 সিভিক ভলেন্টিয়ারের চাকরির নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ ! অভিযুক্ত তৃণমূল নেতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.