ETV Bharat / state

জেলা পরিষদ ভবনে চন্দ্রিমা, বাইরে বিক্ষোভ TMCP-র - Chandrima Bhattacharya

কৃষ্ণনগর জেলা পরিষদ ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য ঢোকার পরেই গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা । তাদের অভিযোগ, কৃষ্ণনগর শহরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত ঘোষকে কিছু না জানিয়ে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । কী কারণে তাঁকে সরিয়ে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলে তারা ।

protests surround Chandrima Bhattacharya
বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের
author img

By

Published : Dec 5, 2019, 9:39 PM IST

Updated : Dec 5, 2019, 10:58 PM IST

কৃষ্ণনগর, 5 ডিসেম্বর : নদিয়ার জেলা পরিষদ ভবনের ভিতরে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ আর বাইরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) । নদিয়ার কৃষ্ণনগর জেলা পরিষদে দলীয় কর্মীসভা চলাকালীন বিক্ষোভ দেখায় নদিয়ার তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । সূত্রের খবর, বৃহস্পতিবার নদিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে পৌরসভার বুথ ভিত্তিক দলীয় কর্মীসভা ছিল । সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।

কৃষ্ণনগর জেলা পরিষদে ঢোকার পরেই গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা । তাদের অভিযোগ, কৃষ্ণনগর শহরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত ঘোষকে কিছু না জানিয়ে গতকাল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । কী কারণে তাঁকে সরিয়ে দেওয়া হল, সেই প্রশ্ন তোলে তারা । যদিও এই ঘটনায় কিছু বলতে চাননি চন্দ্রিমা ভট্টাচার্য ।

কৃষ্ণনগর, 5 ডিসেম্বর : নদিয়ার জেলা পরিষদ ভবনের ভিতরে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ আর বাইরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) । নদিয়ার কৃষ্ণনগর জেলা পরিষদে দলীয় কর্মীসভা চলাকালীন বিক্ষোভ দেখায় নদিয়ার তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । সূত্রের খবর, বৃহস্পতিবার নদিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে পৌরসভার বুথ ভিত্তিক দলীয় কর্মীসভা ছিল । সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।

কৃষ্ণনগর জেলা পরিষদে ঢোকার পরেই গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা । তাদের অভিযোগ, কৃষ্ণনগর শহরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত ঘোষকে কিছু না জানিয়ে গতকাল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । কী কারণে তাঁকে সরিয়ে দেওয়া হল, সেই প্রশ্ন তোলে তারা । যদিও এই ঘটনায় কিছু বলতে চাননি চন্দ্রিমা ভট্টাচার্য ।

Intro:রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কে ঘিরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। নদীয়ার কৃষ্ণনগর জেলা পরিষদে বুথ ভিত্তিক কর্মীসভা চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদ। সূত্রের খবর, বৃহস্পতিবার নদীয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে পুরসভার বুথ ভিত্তিক কর্মীসভা ছিল। সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্র মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি কৃষ্ণনগর জেলা পরিষদের কর্মী সভা কক্ষে ঢোকার পরেই জেলা পরিষদের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। তাদের অভিযোগ, গতকাল কৃষ্ণনগর শহরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত ঘোষ কে কিছু না জানিয়ে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কি কারণে তাকে সরিয়ে দেয়া হলো তার কোন সঠিক সদুত্তর পাওয়া যায়নি সংগঠনের তরফ। সেই কারণেই স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর কাছে বিষয়টিকে তুলে ধরা হয়েছে। যদিও বিক্ষোভের কথা এড়িয়ে গেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি।Body:KRISHNAGAR CHANDRIMAConclusion:
Last Updated : Dec 5, 2019, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.