ETV Bharat / state

হাঁসখালিতে তৃণমূল কর্মীকে গুলি , অভিযুক্ত BJP - Nadia

হাঁসখালিতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ৷ অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷

ছবি
author img

By

Published : Oct 15, 2019, 10:33 AM IST

হাঁসখালি , 15 অক্টোবর : তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের ৷ ঘটনাটি হাঁসখালি থানার জয়পুর গ্রামের ৷ গুলিবিদ্ধ যুবকের নাম দিবাকর সরকার (20) ৷

এলাকার তৃণমূল কর্মী গৌতম মুখার্জি বলেন , লক্ষ্মীপুজো উপলক্ষ্যে জয়পুর গ্রামে মেলা চলছে ৷ দিবাকর সেখানে গেছিল ৷ অভিযোগ , সেখানে BJP আশ্রিত সুবীর সরকার ও কয়েকজন দুষ্কৃতী তাঁকে একটি বাড়িতে ডেকে নিয়ে যায় । এরপরই দিবাকরাকে লক্ষ্য করে দু'রাউন্ড গুলি চালায় সুবীর । একটি গুলি দিবাকরের বাঁ হাত লেগে বেরিয়ে গেলেও অন্যটি তাঁর বুকে লাগে । গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি ।

দিবাকরের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে গেলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় । গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় হাঁসখালি থানার পুলিশ।

তবে BJP সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ৷ BJP-র নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি মানবেন্দ্র রায় বলেন , "BJP কোনও দুষ্কৃতীকে আশ্রয় দেয় না ৷ এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷"

ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ । যদিও এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি । গতকাল রাতে হাঁসখালির গুলির ঘটনায় আবারও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে । কারণ, গত 7 দিনে নদিয়া জেলায় তিনটি খুনের ঘটনা ঘটেছে ।

হাঁসখালি , 15 অক্টোবর : তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের ৷ ঘটনাটি হাঁসখালি থানার জয়পুর গ্রামের ৷ গুলিবিদ্ধ যুবকের নাম দিবাকর সরকার (20) ৷

এলাকার তৃণমূল কর্মী গৌতম মুখার্জি বলেন , লক্ষ্মীপুজো উপলক্ষ্যে জয়পুর গ্রামে মেলা চলছে ৷ দিবাকর সেখানে গেছিল ৷ অভিযোগ , সেখানে BJP আশ্রিত সুবীর সরকার ও কয়েকজন দুষ্কৃতী তাঁকে একটি বাড়িতে ডেকে নিয়ে যায় । এরপরই দিবাকরাকে লক্ষ্য করে দু'রাউন্ড গুলি চালায় সুবীর । একটি গুলি দিবাকরের বাঁ হাত লেগে বেরিয়ে গেলেও অন্যটি তাঁর বুকে লাগে । গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি ।

দিবাকরের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে গেলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় । গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় হাঁসখালি থানার পুলিশ।

তবে BJP সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ৷ BJP-র নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি মানবেন্দ্র রায় বলেন , "BJP কোনও দুষ্কৃতীকে আশ্রয় দেয় না ৷ এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷"

ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ । যদিও এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি । গতকাল রাতে হাঁসখালির গুলির ঘটনায় আবারও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে । কারণ, গত 7 দিনে নদিয়া জেলায় তিনটি খুনের ঘটনা ঘটেছে ।

Intro:আবারো এক যুবককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। বুকে গুলি লাগে ওই যুবকের। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে হাঁসখালি থানার জয়পুর গ্রামে। গুলিবিদ্ধ যুবকের নাম, দিবাকর সরকার। বয়েস কুড়ি বছর। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। সূত্রের খবর, স্থানীয় যুবক ও তৃণমূল কর্মী গৌতম মুখার্জি জানান, লক্ষ্মী পূজা উপলক্ষে জয়পুর গ্রামে একটি মেলা চলছিল । সেখানে তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত দিবাকর মেলা দেখতে গিয়েছিল। তার অভিযোগ, সেখানে বিজেপি আশ্রিত সুবীর সরকার সহ বেশকিছু দুষ্কৃতী তাকে একটি বাড়িতে ডেকে নিয়ে যায়। অভিযোগ এরপরই আচমকা তাকে লক্ষ করে দু রাউন্ড গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতী সুবীর সরকার। জানা যায়, একটি গুলি দিবাকরের বা হাত ছুঁইয়ে বেরিয়ে গেলেও অন্যটি তার বুক ফুঁড়ে শরীরে ঢুকে যায়। গুলিবিদ্ধ হয়ে সেখানেই সে মাটিতে লুটিয়ে পরে। পরে তার চিৎকারে স্থানীয় মানুষ ঘটনাস্থল ছুটে আসলে, দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রাই তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শক্তিনগর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাঁসখালী থানার পুলিশ। শুধু কি রাজনীতির কারণে এ ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তার তদন্ত করে দেখছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। গতকাল রাতে হাঁসখালির গুলির ঘটনা আবারও নদীয়া জেলা প্রশাসন নিরাপত্তা নিয়ে বড়োসড়ো প্রশ্নের মুখে পরলো। উল্লেখ্য গত 7 দিনে নদীয়া জেলায় তিনটি খুনের ঘটনা ঘটেছে।Body:HANSKHALI SHUTConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.