ETV Bharat / state

TMC worker Murder : কল্যাণীতে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে - tmc worker hacked to death allegedly by bjp

আড্ডা মারতে গিয়ে রাজনৈতিক দল নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে ৷ এমন সময় এক বিজেপি কর্মী ভোজালি দিয়ে কোপাতে শুরু করেন এক তৃণমূল কর্মীকে ৷ তাঁকে বাঁচাতে গিয়ে ভোজালির কোপে পড়েন আরেক তৃণমূল কর্মী ৷ (tmc worker hacked to death allegedly by bjp)

Kalyani in Nadia
নদিয়ার কল্যাণী থানা এলাকা
author img

By

Published : Dec 2, 2021, 10:21 AM IST

Updated : Dec 2, 2021, 11:57 AM IST

কল্যাণী, 2 ডিসেম্বর : রাতের আড্ডায় এক তৃণমূল কর্মীকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন (tmc worker hacked to death allegedly by bjp) । তাঁকে বাঁচাতে গিয়ে ভোজালির আঘাতে গুরুতর জখম হন আরও এক তৃণমূল কর্মী ৷ অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে । ঘটনাটি ঘটেছে নদিয়া কল্যাণী থানার গয়েশপুরের 7নং ওয়ার্ডে ।

অভিযোগ, গতকাল রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা মারার সময় হঠাৎ এলাকার বিজেপি কর্মী বিশ্বজিৎ বৈদ্য প্রদীপ শীলকে ভোজালি দিয়ে আক্রমণ করেন ৷ তাঁকে বাঁচাতে যান শ্যামল দেবনাথ ৷ ওই বিজেপি কর্মী তখন দু'জনের উপরেই ভোজালি চালাতে থাকে ৷ গুরুতর জখম অবস্থায় প্রদীপ ও শ্যামলকে জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রদীপ শীল হাসপাতালেই মারা যান (TMC worker Murder) । শ্যামলের অবস্থাও আশঙ্কাজনক ৷

আরও পড়ুন : TMC Leader Death Jalpaiguri: জলপাইগুড়ির গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যালে

স্থানীয় সূত্রে খবর, প্রদীপ শীল ও শ্যামল দেবনাথ তৃণমূল কর্মী । প্রদীপ শীল 7 নম্বর ওয়ার্ডের বুথ কর্মী । বিভিন্ন রাজনৈতিক দলের বিষয়ে তর্কাতর্কিতে উত্তেজিত হয়ে আচমকা বিশ্বজিৎ বৈদ্য ভোজালি দিয়ে কোপাতে থাকে প্রদীপকে ও পরে শ্যামলকে (hacked to death) । তবে এই ঘটনার পর বিশ্বজিৎ কল্যাণী থানায় আত্মসমর্পণ করেছে ।

কল্যাণী শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক ঘোষ বলেন, "পুরোটাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের চক্রান্ত ।" যদিও তৃণমূলের দাবি অস্বীকার করে কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায় বলেন, "দীর্ঘদিন ধরে যেভাবে গোটা রাজ্যজুড়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চলছে, কল্যাণী তার ব্যতিক্রম নয় ।" গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন বলে দাবি করেছেন তিনি । ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ ।

কল্যাণী, 2 ডিসেম্বর : রাতের আড্ডায় এক তৃণমূল কর্মীকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন (tmc worker hacked to death allegedly by bjp) । তাঁকে বাঁচাতে গিয়ে ভোজালির আঘাতে গুরুতর জখম হন আরও এক তৃণমূল কর্মী ৷ অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে । ঘটনাটি ঘটেছে নদিয়া কল্যাণী থানার গয়েশপুরের 7নং ওয়ার্ডে ।

অভিযোগ, গতকাল রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা মারার সময় হঠাৎ এলাকার বিজেপি কর্মী বিশ্বজিৎ বৈদ্য প্রদীপ শীলকে ভোজালি দিয়ে আক্রমণ করেন ৷ তাঁকে বাঁচাতে যান শ্যামল দেবনাথ ৷ ওই বিজেপি কর্মী তখন দু'জনের উপরেই ভোজালি চালাতে থাকে ৷ গুরুতর জখম অবস্থায় প্রদীপ ও শ্যামলকে জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রদীপ শীল হাসপাতালেই মারা যান (TMC worker Murder) । শ্যামলের অবস্থাও আশঙ্কাজনক ৷

আরও পড়ুন : TMC Leader Death Jalpaiguri: জলপাইগুড়ির গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যালে

স্থানীয় সূত্রে খবর, প্রদীপ শীল ও শ্যামল দেবনাথ তৃণমূল কর্মী । প্রদীপ শীল 7 নম্বর ওয়ার্ডের বুথ কর্মী । বিভিন্ন রাজনৈতিক দলের বিষয়ে তর্কাতর্কিতে উত্তেজিত হয়ে আচমকা বিশ্বজিৎ বৈদ্য ভোজালি দিয়ে কোপাতে থাকে প্রদীপকে ও পরে শ্যামলকে (hacked to death) । তবে এই ঘটনার পর বিশ্বজিৎ কল্যাণী থানায় আত্মসমর্পণ করেছে ।

কল্যাণী শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক ঘোষ বলেন, "পুরোটাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের চক্রান্ত ।" যদিও তৃণমূলের দাবি অস্বীকার করে কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায় বলেন, "দীর্ঘদিন ধরে যেভাবে গোটা রাজ্যজুড়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চলছে, কল্যাণী তার ব্যতিক্রম নয় ।" গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন বলে দাবি করেছেন তিনি । ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ ।

Last Updated : Dec 2, 2021, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.