ETV Bharat / state

Tapas Saha Over CBI Raid: 'আমি দলেরই ষড়যন্ত্রের শিকার', সিবিআই তল্লাশি শেষে অভিযোগ বিধায়ক তাপসের

শুক্রবার দুপুর থেকে তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ আজ ভোরে বেশ কিছু নথি ও বিধায়কের দু'টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে চলে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ বিধায়কের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷

Tapas Saha
তাপস সাহা
author img

By

Published : Apr 22, 2023, 7:35 AM IST

Updated : Apr 22, 2023, 11:35 AM IST

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে সিবিআই জেরা

তেহট্ট, 22 এপ্রিল: "দলের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি । আমি নিজের দলেরই ষড়যন্ত্রের শিকার, শনিবার সকালে সাংবাদিকদের একথাই বললেন তৃণমূল বিধায়ক তাপস সাহা ৷ শুক্রবার থেকে 15 ঘণ্টা ধরে সিবিআই তল্লাশি চালায় এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করে ৷ তল্লাশি শেষে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করার সময় চোখের জল আটকাতে পারলেন না তেহট্টের বিধায়ক ৷ এদিন সকাল 6.10 মিনিটে সিবিআই কয়েকটি নথিপত্র এবং তাপস সাহার দু'টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নিয়ে চলে যায় ৷

সিবিআই বাড়ি ছাড়ার পর সাংবাদিকদের তাপস সাহা বলেন, "টিনা সাহা অ্যান্ড আদার্স এবং পুরো বিজেপির চক্রান্তের শিকার আমি ৷ যাঁরা আমার বিরুদ্ধে এই চক্রান্ত করেছেন, তাঁদের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে ৷" তৃণমূলের জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ৷ তিনি বলেন এই টিনা ভৌমিক সাহা দলেরই কিছু নেতা কর্মী এবং বিজেপির সঙ্গে এক জোট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করেছে ৷ সিবিআই প্রসঙ্গে তিনি বলেন, তাঁর কাছ থেকে দু'টি মোবাইল নিয়ে গিয়েছে সিবিআই ৷ তবে কলেজে গিয়ে তল্লাশি চালিয়ে কিছু পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই সংক্রান্ত কাগজও তুলে ধরেন তিনি ৷

তাপস সাহার এক আত্মীয়ের মেয়ে শান্তিপুরে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক ৷ সে বিষয়েও তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তিনি জানান ৷ তাঁর আরেক ভাই মুর্শিদাবাদে শিক্ষকতা করেন এবং তাঁর ছেলে বিদেশে থাকেন ৷ সেইসব নথিও সংগ্রহ করেছে তদন্তকারী সংস্থা ৷ এগুলি নিয়েও জেরা করা হয়েছে তাঁকে ৷ দলের ষড়যন্ত্র প্রসঙ্গে তেহট্টের বিধায়ক বলেন, "আমার দলের জেলা সভাপতি কথা বলেননি ৷ দলের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কথা বলেননি ৷ তবে আমি মাঠেঘাটে লড়াই করা মানুষ ৷" তবে তাঁর আত্মবিশ্বাস তিনি পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তাঁদের উৎখাত করতে পারবেন ৷

উল্লেখ্য, নদিয়ার তেহট্ট বিধানসভার তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন ৷ তার ভিত্তিতে আদালতে মামলা হয় ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে বিচারপতি রাজাশেখর মান্থা এই দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেন ৷ সেই অনুযায়ী সিবিআই গতকাল দুপুর একটা নাগাদ কৃষ্ণনগর স্টেশনে পৌঁছয় এবং তৃণমূল বিধায়কের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ৷ সিবিআই আধিকারিকরা বাড়িতে পৌঁছনোর সময় তাপস সাহা সেখানেই ছিলেন ৷

আরও পড়ুন: তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই

সিবিআই বাড়িতে ঢুকে প্রথমে নিরাপত্তারক্ষী দিয়ে পুরো বাড়িটা ঘিরে ফেলে ৷ এরপরে শুরু হয় তল্লাশি ৷ সঙ্গে জিজ্ঞাসাবাদ ৷ তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা যে ঘরে বসে কাজ করেন, সেই ঘরের আলমারির চাবি তাঁর এক কর্মচারীর কাছ থেকে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আলমারিতে থাকা সব নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা ৷ এরপর ঘণ্টা দুয়েক নীচে তল্লাশি চালানোর পর তাঁকে উপরের ঘরে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চলে লাগাতার জেরা এবং তল্লাশি ৷ তাপস সাহার ঘরের পিছনের বিভিন্ন অংশ তল্লাশি শুরু করে সিবিআই ৷ এরপর তাপস সাহাকে নিয়ে আচমকা তেহট্টের বেতাই কলেজের উদ্দেশ্যে রওনা দেয় সিবিআই ৷ সেখানেও দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ফের বিধায়কের বাড়িতে ফিরে আসেন তদন্তকারী আধিকারিকরা ৷ কাল থেকে 15 ঘণ্টার তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে আজ ভোরে তাঁর বাড়ি ছেড়ে চলে যায় সিবিআই ৷

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে সিবিআই জেরা

তেহট্ট, 22 এপ্রিল: "দলের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি । আমি নিজের দলেরই ষড়যন্ত্রের শিকার, শনিবার সকালে সাংবাদিকদের একথাই বললেন তৃণমূল বিধায়ক তাপস সাহা ৷ শুক্রবার থেকে 15 ঘণ্টা ধরে সিবিআই তল্লাশি চালায় এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করে ৷ তল্লাশি শেষে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করার সময় চোখের জল আটকাতে পারলেন না তেহট্টের বিধায়ক ৷ এদিন সকাল 6.10 মিনিটে সিবিআই কয়েকটি নথিপত্র এবং তাপস সাহার দু'টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নিয়ে চলে যায় ৷

সিবিআই বাড়ি ছাড়ার পর সাংবাদিকদের তাপস সাহা বলেন, "টিনা সাহা অ্যান্ড আদার্স এবং পুরো বিজেপির চক্রান্তের শিকার আমি ৷ যাঁরা আমার বিরুদ্ধে এই চক্রান্ত করেছেন, তাঁদের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে ৷" তৃণমূলের জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ৷ তিনি বলেন এই টিনা ভৌমিক সাহা দলেরই কিছু নেতা কর্মী এবং বিজেপির সঙ্গে এক জোট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করেছে ৷ সিবিআই প্রসঙ্গে তিনি বলেন, তাঁর কাছ থেকে দু'টি মোবাইল নিয়ে গিয়েছে সিবিআই ৷ তবে কলেজে গিয়ে তল্লাশি চালিয়ে কিছু পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই সংক্রান্ত কাগজও তুলে ধরেন তিনি ৷

তাপস সাহার এক আত্মীয়ের মেয়ে শান্তিপুরে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক ৷ সে বিষয়েও তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তিনি জানান ৷ তাঁর আরেক ভাই মুর্শিদাবাদে শিক্ষকতা করেন এবং তাঁর ছেলে বিদেশে থাকেন ৷ সেইসব নথিও সংগ্রহ করেছে তদন্তকারী সংস্থা ৷ এগুলি নিয়েও জেরা করা হয়েছে তাঁকে ৷ দলের ষড়যন্ত্র প্রসঙ্গে তেহট্টের বিধায়ক বলেন, "আমার দলের জেলা সভাপতি কথা বলেননি ৷ দলের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কথা বলেননি ৷ তবে আমি মাঠেঘাটে লড়াই করা মানুষ ৷" তবে তাঁর আত্মবিশ্বাস তিনি পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তাঁদের উৎখাত করতে পারবেন ৷

উল্লেখ্য, নদিয়ার তেহট্ট বিধানসভার তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন ৷ তার ভিত্তিতে আদালতে মামলা হয় ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে বিচারপতি রাজাশেখর মান্থা এই দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেন ৷ সেই অনুযায়ী সিবিআই গতকাল দুপুর একটা নাগাদ কৃষ্ণনগর স্টেশনে পৌঁছয় এবং তৃণমূল বিধায়কের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ৷ সিবিআই আধিকারিকরা বাড়িতে পৌঁছনোর সময় তাপস সাহা সেখানেই ছিলেন ৷

আরও পড়ুন: তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই

সিবিআই বাড়িতে ঢুকে প্রথমে নিরাপত্তারক্ষী দিয়ে পুরো বাড়িটা ঘিরে ফেলে ৷ এরপরে শুরু হয় তল্লাশি ৷ সঙ্গে জিজ্ঞাসাবাদ ৷ তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা যে ঘরে বসে কাজ করেন, সেই ঘরের আলমারির চাবি তাঁর এক কর্মচারীর কাছ থেকে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আলমারিতে থাকা সব নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা ৷ এরপর ঘণ্টা দুয়েক নীচে তল্লাশি চালানোর পর তাঁকে উপরের ঘরে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চলে লাগাতার জেরা এবং তল্লাশি ৷ তাপস সাহার ঘরের পিছনের বিভিন্ন অংশ তল্লাশি শুরু করে সিবিআই ৷ এরপর তাপস সাহাকে নিয়ে আচমকা তেহট্টের বেতাই কলেজের উদ্দেশ্যে রওনা দেয় সিবিআই ৷ সেখানেও দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ফের বিধায়কের বাড়িতে ফিরে আসেন তদন্তকারী আধিকারিকরা ৷ কাল থেকে 15 ঘণ্টার তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে আজ ভোরে তাঁর বাড়ি ছেড়ে চলে যায় সিবিআই ৷

Last Updated : Apr 22, 2023, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.