রানাঘাট, 29 মে : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল রানাঘাটের প্রবীণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মধুমিতা বিশ্বাসের ৷ তিনি রানাঘাট 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ৷ এদিন সকালেই তিনি রানাঘাটেরই একটি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৷
কিছুদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে মধুমিতাদেবীকে রানাঘাটের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় । করোনা পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে । টানা সতেরো দিন তিনি ওই নার্সিংহোমেই চিকিৎসাধীন ছিলেন ৷ এদিন সকালেই লড়াই শেষ হয়ে যায় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল সত্তর ৷
জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকা মধুমিতা বিশ্বাস দীর্ঘদিন মাঝেরগ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন । তারপর তিনি রানাঘাট 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন । নেত্রীর মৃত্যুতে শোকগ্রস্ত এলাকাবাসী ৷ শোক প্রকাশ করেছেন অন্যান্য রাজনৈতিক দলের স্থানীয় নেতারাও ৷
আরও পড়ুন : 3 দিন পর গেঞ্জি কারখানা থেকে 4 শ্রমিকের ঝলসানো দেহ উদ্ধার