রানাঘাট, 8 মে : দলীয় কর্মিসভায় জেলা সভাপতিকে অপসারণের দাবিতে কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের । শনিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূলের একটি দলীয় কর্মিসভায় ৷ যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (TMC activists protesting in Ranaghat) ৷
গত শনিবার রানাঘাট তৃণমূল দলীয় কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয় । ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি রত্না ঘোষ কর-সহ বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়কেরা ৷ এছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বেরা । সভা চলাকালীন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি-তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষ করের অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকেরা ।
অভিযোগ, জেলা সভাপতি বিধানসভা নির্বাচনের সময় একাধিকবার দলের বিরুদ্ধে গিয়ে বিজেপিকে সমর্থন করেছেন । যাতে দলের ক্ষতি হয়েছে বলেই দাবি বিক্ষোভকারী তৃণমূল কর্মী-সমর্থকদের । তারই পরিপ্রেক্ষিতে অবিলম্বে জেলা সভাপতি পদ থেকে তাঁকে সরিয়ে নতুন জেলা সভাপতি নির্বাচন করুক দল, মূলত এই দাবিতেই এদিন বিক্ষোভ দেখাতে থাকেন কর্মী-সমর্থকরা ৷
আরও পড়ুন : খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার
এদিনের এই ঘটনায় তৃণমূলের দলীয় কোন্দল ফের একবার প্রকাশ্যে চলে এল বলেই ধারণা রাজনৈতিক মহলের । যার ফলে নতুন করে ফের একবার অস্বস্তিতে পড়ল শাসক শিবির ৷