ETV Bharat / state

শান্তিপুরের মন্দিরে চুরি

মন্দিরের তালা ভেঙে চুরি ৷ খোয়া গেছে লক্ষাধিক টাকার গয়না ৷

author img

By

Published : Dec 30, 2020, 12:56 PM IST

শনি মন্দির
শনি মন্দির

শান্তিপুর, 30 ডিসেম্বর : শনি মন্দিরের তালা ভেঙে চুরি ৷ ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার পাবনা কলোনি এলাকায় ৷ খোয়া গেছে লক্ষাধিক টাকার গয়না ৷ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে শান্তিপুর থানার পুলিশ ৷ লিখিত অভিযোগ দায়ের করে এলাকাবাসী৷

গভীর রাতে শনি মন্দিরের তালা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা ৷ আজ সকালে মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখে এলাকাবাসী ৷ খোয়া যায় ঠাকুরের গলার হার, বাজু, টিকলি, কপালের টিপ সহ লক্ষাধিক টাকার গয়না ৷ কিছুদিন আগেই দুষ্কৃতীরা একইভাবে ঢোকে পাশের রামকৃষ্ণ কলোনির মন্দিরে ৷ কিন্তু, ঠাকুরের গয়না খোলা থাকায় কিছু খোয়া যায়নি ৷

শনি মন্দির

স্থানীয়দের অভিযোগ, জুয়া-সাট্টা এবং নিয়মিত মদের আসর বসার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে বারবার ৷ মূলত প্রশাসনিক উদাসীনতাই এর জন্য দায়ী ৷ এলাকায় বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন অসামাজিক কাজকর্ম ।

শান্তিপুর, 30 ডিসেম্বর : শনি মন্দিরের তালা ভেঙে চুরি ৷ ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার পাবনা কলোনি এলাকায় ৷ খোয়া গেছে লক্ষাধিক টাকার গয়না ৷ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে শান্তিপুর থানার পুলিশ ৷ লিখিত অভিযোগ দায়ের করে এলাকাবাসী৷

গভীর রাতে শনি মন্দিরের তালা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা ৷ আজ সকালে মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখে এলাকাবাসী ৷ খোয়া যায় ঠাকুরের গলার হার, বাজু, টিকলি, কপালের টিপ সহ লক্ষাধিক টাকার গয়না ৷ কিছুদিন আগেই দুষ্কৃতীরা একইভাবে ঢোকে পাশের রামকৃষ্ণ কলোনির মন্দিরে ৷ কিন্তু, ঠাকুরের গয়না খোলা থাকায় কিছু খোয়া যায়নি ৷

শনি মন্দির

স্থানীয়দের অভিযোগ, জুয়া-সাট্টা এবং নিয়মিত মদের আসর বসার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে বারবার ৷ মূলত প্রশাসনিক উদাসীনতাই এর জন্য দায়ী ৷ এলাকায় বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন অসামাজিক কাজকর্ম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.