নদিয়া, 9 এপ্রিল : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 50 হাজার টাকা অনুদান দিলেন নদিয়া জেলা পরিষদের সদস্য জেবের শেখ ।
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন অনেকেই । আজ নদিয়া জেলা পরিষদের সদস্য ও চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জেবের শেখ BDO-র হাতে 50 হাজার টাকার চেক তুলে দেন।
শুধু আজ 50 হাজার টাকার চেক দেওয়াই নয়। লকডাউন ঘোষণার পর থেকে চাপড়া বিধানসভা এলাকার বাসিন্দাদের নানাভাবে সাহায্য করেছেন তিনি । কিছুদিন আগে এই জেলার এক অসহায় পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছিলেন। দিন কয়েক আগে স্বামীর মৃত্যু হয়েছিল এক অসহায় মহিলার । দুই যমজ সন্তানকে নিয়ে প্রায় অনাহারে দিন কাটছিল তাঁর । সোশাল মিডিয়ায় খবর পেয়ে জেবের শেখ তাঁদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন ।
আগেই তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন । এই নিয়ে নির্দেশও দিয়েছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।