নদিয়া, 8 মার্চ: নদীর ধারে পড়ে রয়েছে কিশোরীর নিথর দেহ (Unknown Body Recover from River Bank) ৷ দোল উৎসবের পরদিন বুধবার কিশোরীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগরে ৷ খুন, ধর্ষণ নাকি অন্য কোনও কারণ; তদন্ত করছে পুলিশ। কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার ষষ্ঠীতলা বারোয়ারির নিকট খেয়া সারদা ঘাটের ঘটনা।
সূত্রের খবর, প্রতিদিনের মতোই বুধবার এলাকাবাসীরা প্রাতঃভ্রমণে গিয়েছিলেন । তখনই জলঙ্গীর ঘাটে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর দেহ স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে । বাসিন্দাদের তরফে খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওই এলাকার বাসিন্দা তুলসী প্রামাণিক জানান, প্রতিদিনই তারা এই এলাকায় আসেন ৷ আজও এসেছিলেন ৷ তখনই দেখতে পান ওই কিশোরীর দেহটি পড়ে রয়েছে । তবে ওই কিশোরীর পরিচয় এখনো জানতে পারা যায়নি । ওই ওয়ার্ডের কাউন্সিলর বুলবুল সরকার বলেন, ''আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসি । এসে দেখি ওই কিশোরীর মৃত দেহ নদীর তীরে পড়ে রয়েছে । পুলিশ এসেই দেহটি নিয়ে গিয়েছে ।'' তবে এখনও পর্যন্ত ওই নাবালিকার পরিচয় জানতে পারেনি ৷ পুলিশ তদন্ত করে দেখার পরেই পরিচয় জানা যাবে । দেহটি কীভাবে সেখানে এল, তা নিয়েও রহস্য তৈরি হয়েছে ।
আরও পড়ুন : "আমি ওকে ছাড়া থাকতে পারব না", নোট লিখে বান্ধবীর সঙ্গে একই শাড়িতে ঝুলল কিশোরী
গতকাল দোল উৎসব ছিল । সেই কারণেই সন্দেহ আরও বাড়ছে ৷ ওই নাবালিকার আত্মঘাতী হয়েছে নাকি তাকে খুন করা হয়েছে তা নিয়েও ধন্দে স্থানীয়রা। ইতিমধ্যেই পুলিশ প্রাথমিকভাবে ওই নাবালিকার পরিচয় জানতে তদন্ত শুরু করেছে । পাশাপাশি ওই নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তে রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে ওই কিশোরীকে খুন করা হয়েছে নাকি আত্মঘাতী হয়েছে ওই কিশোরী ।