ETV Bharat / state

Suvendu Adhikari targets Mamata Banerjee: 'মতুয়াদের পথে হেঁটে মমতাকে বিসর্জনের' ডাক শুভেন্দুর ! - শুভেন্দু অধিকারী

এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari targets Mamata Banerjee) ৷ নবদ্বীপে এসে ঠিক কী বললেন তিনি ?

Suvendu Adhikari targets Mamata Banerjee during Matua Protest Rally in Nabadwip
মতুয়াদের মঞ্চে শুভেন্দু অধিকারী
author img

By

Published : Feb 4, 2023, 7:49 PM IST

শুভেন্দুর তোপ

নবদ্বীপ, 4 ফেব্রুয়ারি: "মতুয়াদের দেখানো পথে চলতে হবে ৷ তবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন হবে !" শনিবার নদিয়ার নবদ্বীপে এসে একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari targets Mamata Banerjee) ৷ সঙ্গে ছিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর সাংসদ এবং কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ তিনিও কড়া ভাষায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন ৷

সম্প্রতি মালদার একটি মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় মতুয়াদের দুই ধর্মগুরুর নাম উচ্চারণ করতে ভুল করেন মমতা ৷ আর তা নিয়েই শুরু হয় বিতর্ক ৷ মতুয়া নেতাদের তরফে অভিযোগ তোলা হয়, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবেই এই 'ভুল' করেছেন ! তাঁর উদ্দেশ্য ছিল, মতুয়া সমাজকে অসম্মান করা ! এরই প্রতিবাদে শনিবার নদিয়ার নবদ্বীপ ব্লকের ভালুকা বটতলা কানাইনগর সংলগ্ন এলাকায় একটি সভার আয়োজন করা হয় ৷ সেই সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী ও শান্তনু ঠাকুর ৷

আরও পড়ুন: 'মতুয়াদের অপমান করেছেন মুখ্যমন্ত্রী !' নবদ্বীপের প্রতিবাদ সভায় থাকছেন শুভেন্দু

সভার কাজ সারার মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে সরাসরি আক্রমণ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারাতে হবে ৷ কীভাবে হারাতে হবে, সেটা মতুয়ারা দেখিয়ে দিয়েছেন ৷ রানাঘাটে মতুয়ারা করে দেখিয়েছেন, বনগাঁয় মতুয়ারা করে দেখিয়েছেন ৷ এবার মতুয়াদের দেখানো সেই পথে আমাদের চলতে হবে ৷ তবেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিসর্জন হবে !"

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এদিন ফের একবার ভোট পরবর্তী হিংসা নিয়েও সরব হন শুভেন্দু ৷ এমনকী, এই ইস্যুতে রাজ্য সরকার ও রাজ্যের শাসকদলের সঙ্গে তালিবানের তুলনা করেন তিনি ! শুভেন্দুর দাবি, ভোট পরবর্তী বাংলায় যে হিংসা হয়েছে, তা মানুষ দেখেছে ৷ এমন হিংসা আফগানিস্তানের তালিবানকেও হার মানিয়ে দেবে বলে অভিযোগ করেন শুভেন্দু ৷

এর পাশাপাশি, শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সুর চড়ান শান্তনু ঠাকুরও ৷ ফের একবার তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সমাজকে অপমান করার জন্যই আমাদের ধর্মগুরুর নাম বিকৃতভাবে উচ্চারণ করেছেন ৷ শুধুমাত্র একটি সম্প্রদায়কে খুশি করার জন্য এমনটা করেছেন তিনি ৷ এর জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে ৷ আমরা এই অসম্মান কিছুতেই মেনে নেব না ৷" এই সময় শুভেন্দু পাশ থেকে বলেন, "মালদায় গিয়েই মুখ্যমন্ত্রীকে এর জন্য ক্ষমা চাইতে হবে ৷"

প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠান ঘিরে স্থানীয় মতুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ শুভেন্দু, শান্তনুকে ঘিরে ছিল থিকথিকে ভিড় ! পঞ্চায়েত ভোটের আগে যা শাসকদলকে নিশ্চিতভাবে ভাবাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

শুভেন্দুর তোপ

নবদ্বীপ, 4 ফেব্রুয়ারি: "মতুয়াদের দেখানো পথে চলতে হবে ৷ তবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন হবে !" শনিবার নদিয়ার নবদ্বীপে এসে একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari targets Mamata Banerjee) ৷ সঙ্গে ছিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর সাংসদ এবং কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ তিনিও কড়া ভাষায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন ৷

সম্প্রতি মালদার একটি মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় মতুয়াদের দুই ধর্মগুরুর নাম উচ্চারণ করতে ভুল করেন মমতা ৷ আর তা নিয়েই শুরু হয় বিতর্ক ৷ মতুয়া নেতাদের তরফে অভিযোগ তোলা হয়, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবেই এই 'ভুল' করেছেন ! তাঁর উদ্দেশ্য ছিল, মতুয়া সমাজকে অসম্মান করা ! এরই প্রতিবাদে শনিবার নদিয়ার নবদ্বীপ ব্লকের ভালুকা বটতলা কানাইনগর সংলগ্ন এলাকায় একটি সভার আয়োজন করা হয় ৷ সেই সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী ও শান্তনু ঠাকুর ৷

আরও পড়ুন: 'মতুয়াদের অপমান করেছেন মুখ্যমন্ত্রী !' নবদ্বীপের প্রতিবাদ সভায় থাকছেন শুভেন্দু

সভার কাজ সারার মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে সরাসরি আক্রমণ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারাতে হবে ৷ কীভাবে হারাতে হবে, সেটা মতুয়ারা দেখিয়ে দিয়েছেন ৷ রানাঘাটে মতুয়ারা করে দেখিয়েছেন, বনগাঁয় মতুয়ারা করে দেখিয়েছেন ৷ এবার মতুয়াদের দেখানো সেই পথে আমাদের চলতে হবে ৷ তবেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিসর্জন হবে !"

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এদিন ফের একবার ভোট পরবর্তী হিংসা নিয়েও সরব হন শুভেন্দু ৷ এমনকী, এই ইস্যুতে রাজ্য সরকার ও রাজ্যের শাসকদলের সঙ্গে তালিবানের তুলনা করেন তিনি ! শুভেন্দুর দাবি, ভোট পরবর্তী বাংলায় যে হিংসা হয়েছে, তা মানুষ দেখেছে ৷ এমন হিংসা আফগানিস্তানের তালিবানকেও হার মানিয়ে দেবে বলে অভিযোগ করেন শুভেন্দু ৷

এর পাশাপাশি, শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সুর চড়ান শান্তনু ঠাকুরও ৷ ফের একবার তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সমাজকে অপমান করার জন্যই আমাদের ধর্মগুরুর নাম বিকৃতভাবে উচ্চারণ করেছেন ৷ শুধুমাত্র একটি সম্প্রদায়কে খুশি করার জন্য এমনটা করেছেন তিনি ৷ এর জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে ৷ আমরা এই অসম্মান কিছুতেই মেনে নেব না ৷" এই সময় শুভেন্দু পাশ থেকে বলেন, "মালদায় গিয়েই মুখ্যমন্ত্রীকে এর জন্য ক্ষমা চাইতে হবে ৷"

প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠান ঘিরে স্থানীয় মতুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ শুভেন্দু, শান্তনুকে ঘিরে ছিল থিকথিকে ভিড় ! পঞ্চায়েত ভোটের আগে যা শাসকদলকে নিশ্চিতভাবে ভাবাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.