ETV Bharat / state

Panchayat Elections 2023: তৃণমূল যদি ভাবে রক্তের হোলি খেলব, তাহলে বিজেপিকেও নামতে হবে: সুকান্ত - Panchayat Elections 2023

বৃহস্পতিবার নবদ্বীপে নির্বাচনী প্রচারে এসে রাজ্য সরকার ও কমিশনকে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার ৷

ETV Bharat
সুকান্ত মজুমদার
author img

By

Published : Jun 29, 2023, 8:27 PM IST

নবদ্বীপে নির্বাচনী প্রচারে সুকান্ত মজুমদার

নবদ্বীপ, 29 জুন: বৃহস্পতিবার নবদ্বীপের নির্বাচনী প্রচার থেকে রাজ্যের শাসকদল ও কমিশনকে একহাত নিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ এদিন তিনি বলেন, "যদি তৃণমূল কংগ্রেস ভাবে রক্তের হোলি খেলবে তাহলে বিজেপিকেও সেই খেলায় নামতে হবে । তখন যেন আমাদের কেউ দোষ না-দেয় যে বিজেপি আইন-শৃঙ্খলা মেনে চলছে না। কমিশন ব্যবস্থা না-নিলে বিজেপি বাধ্য হবে ব্যবস্থা নিতে ৷" নদিয়ার নবদ্বীপে একটি নির্বাচনী মিছিলে এসে এভাবেই তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি ৷

এদিন নবদ্বীপ শ্যামপুর বাজার থেকে রাওতারা পর্যন্ত প্রায় 12 কিলোমিটার দলীয় প্রার্থীদের সমর্থনে মিছিল করেন সুকান্ত মজুমদার । উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের পরেই রাজ্যজুড়ে প্রতিটি রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে । পাশাপাশি বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে । কোথাও বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া । আবার কোথাও বিরোধী প্রার্থীদের মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে ।

বুধবার মেদিনীপুরের সবংয়ে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সেই প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার বলেন, "রাজ্যজুড়ে শাসকদল রক্তের হোলি খেলছে । আর তারা যদি এই খেলা বন্ধ না করে তাহলে বিজেপিও বাধ্য হয়ে এই খেলায় নামবে । তখন যেন প্রশাসন বা কমিশন বিজেপিকে কিছু না বলতে আসে ।" কোচবিহার প্রসঙ্গে তাঁর বক্তব্য, সীমান্ত এলাকাজুড়ে যত তৃণমূলের নেতা রয়েছেন সবাই চোরাচালানের সঙ্গে যুক্ত । তাঁরা চায় জোর করে পঞ্চায়েত দখল করার । কারণ নিয়ম অনুসারে জন প্রতিনিধিদের কথা কিছুটা হলেও বিএসএফকে শুনতে হয় । আর এর মাথায় রয়েছে উদয়ন গুহ । যতদিন পর্যন্ত এই গুণ্ডা তৃণমূলে থাকবে ততদিন এই চোরা কারবার এবং সংঘর্ষ চলবে ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "উনি সবসময় বিএসএফ থেকে শুরু করে আর্মিদের টার্গেট করে মন্তব্য করেন । কিন্তু জীবন বাঁচানোর সময় এলে আর্মি বাঁচায় । মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার বিপদে পড়েছিল তখন আর্মি ক্যাম্পে গিয়ে মুখ্যমন্ত্রীকে নামতে হয়েছিল । আবার বলতে হল আমার ছোটবেলায় আর্মিতে কাজ করা খুব ইচ্ছে ছিল। যার ইচ্ছা থাকবে সে কখনও আর্মি সম্পর্কে এই ধরনের কথা বলে ? যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন ইমরান খান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মিলে গিয়েছিল।"

পাশাপাশি মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, "আমরা চাই মুখ্যমন্ত্রী যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে রাজনীতির ময়দানে নামুন । ভালো খেলোয়াড় না হলে খেলে মজা হয় না । উনাকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় হারাবো।"

আরও পড়ুন: ঈশ্বরের কাছে প্রার্থনা রাজ্যেকে রাহু থেকে মুক্তি দিক, উলটো রথে মন্তব্য সুকান্তর

নবদ্বীপে নির্বাচনী প্রচারে সুকান্ত মজুমদার

নবদ্বীপ, 29 জুন: বৃহস্পতিবার নবদ্বীপের নির্বাচনী প্রচার থেকে রাজ্যের শাসকদল ও কমিশনকে একহাত নিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ এদিন তিনি বলেন, "যদি তৃণমূল কংগ্রেস ভাবে রক্তের হোলি খেলবে তাহলে বিজেপিকেও সেই খেলায় নামতে হবে । তখন যেন আমাদের কেউ দোষ না-দেয় যে বিজেপি আইন-শৃঙ্খলা মেনে চলছে না। কমিশন ব্যবস্থা না-নিলে বিজেপি বাধ্য হবে ব্যবস্থা নিতে ৷" নদিয়ার নবদ্বীপে একটি নির্বাচনী মিছিলে এসে এভাবেই তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি ৷

এদিন নবদ্বীপ শ্যামপুর বাজার থেকে রাওতারা পর্যন্ত প্রায় 12 কিলোমিটার দলীয় প্রার্থীদের সমর্থনে মিছিল করেন সুকান্ত মজুমদার । উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের পরেই রাজ্যজুড়ে প্রতিটি রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে । পাশাপাশি বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে । কোথাও বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া । আবার কোথাও বিরোধী প্রার্থীদের মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে ।

বুধবার মেদিনীপুরের সবংয়ে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সেই প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার বলেন, "রাজ্যজুড়ে শাসকদল রক্তের হোলি খেলছে । আর তারা যদি এই খেলা বন্ধ না করে তাহলে বিজেপিও বাধ্য হয়ে এই খেলায় নামবে । তখন যেন প্রশাসন বা কমিশন বিজেপিকে কিছু না বলতে আসে ।" কোচবিহার প্রসঙ্গে তাঁর বক্তব্য, সীমান্ত এলাকাজুড়ে যত তৃণমূলের নেতা রয়েছেন সবাই চোরাচালানের সঙ্গে যুক্ত । তাঁরা চায় জোর করে পঞ্চায়েত দখল করার । কারণ নিয়ম অনুসারে জন প্রতিনিধিদের কথা কিছুটা হলেও বিএসএফকে শুনতে হয় । আর এর মাথায় রয়েছে উদয়ন গুহ । যতদিন পর্যন্ত এই গুণ্ডা তৃণমূলে থাকবে ততদিন এই চোরা কারবার এবং সংঘর্ষ চলবে ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "উনি সবসময় বিএসএফ থেকে শুরু করে আর্মিদের টার্গেট করে মন্তব্য করেন । কিন্তু জীবন বাঁচানোর সময় এলে আর্মি বাঁচায় । মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার বিপদে পড়েছিল তখন আর্মি ক্যাম্পে গিয়ে মুখ্যমন্ত্রীকে নামতে হয়েছিল । আবার বলতে হল আমার ছোটবেলায় আর্মিতে কাজ করা খুব ইচ্ছে ছিল। যার ইচ্ছা থাকবে সে কখনও আর্মি সম্পর্কে এই ধরনের কথা বলে ? যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন ইমরান খান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মিলে গিয়েছিল।"

পাশাপাশি মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, "আমরা চাই মুখ্যমন্ত্রী যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে রাজনীতির ময়দানে নামুন । ভালো খেলোয়াড় না হলে খেলে মজা হয় না । উনাকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় হারাবো।"

আরও পড়ুন: ঈশ্বরের কাছে প্রার্থনা রাজ্যেকে রাহু থেকে মুক্তি দিক, উলটো রথে মন্তব্য সুকান্তর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.