ETV Bharat / state

Head Master Beaten Student: পাঠ্যপুস্তক তালিকায় কেন মুখ্যমন্ত্রীর ছবি, প্রশ্ন তুলতেই ছাত্রকে বেধড়ক মার মদ্যপ শিক্ষকের - Mamata Banerjee

বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে মুনি-ঋষিদের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি নিয়ে ছাত্র প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করতেই বেধড়ক মার প্রধান শিক্ষকের (student beaten by head master) এমনই অভিযোগ উঠেছে, অভিযোগ ওঠে, নদিয়ার হোগোলবারিয়া আদর্শ শিক্ষা নিকেতন বিদ্যালয়ের ৷ অভিযোগ আরও উঠেছে, ছাত্রের কোনও কথা না-শুনেই ছাত্রকে মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন ৷

Head Master Beaten Student
প্রধান শিক্ষকের বেধড়ক মার ছাত্রকে
author img

By

Published : Jan 7, 2023, 4:51 PM IST

পাঠ্যপুস্তকে মুনি-ঋষি নয়, মমতার ছবি; জিজ্ঞাসা করাতে ছাত্রকে মারধর

করিমপুর, 7 জানুয়ারি: বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে মুনি-ঋষিদের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি কেন? প্রশ্ন করতেই মদ্যপ অবস্থায় এক ছাত্রকে বেধড়ক মার প্রধান শিক্ষকের (student beaten by head master)। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। ঘটনাটি নদিয়ার হোগোলবারিয়া আদর্শ শিক্ষা নিকেতন বিদ্যালয়ের।

অভিযোগ, আজ ওই বিদ্যালয়ে পাঠ্যপুস্তক তালিকা বিতরণ করা হচ্ছিল ছাত্র-ছাত্রীদের মধ্যে। তখনই বেশ কয়েকজন ছাত্র লক্ষ্য করে পাঠ্যপুস্তক তালিকায় মনীষীদের ছবি বাদ দিয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি। এরপরে ওই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র বাপন দাস বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এ বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে। অভিযোগ, ছাত্রটির কোনও কথা না-শুনেই ছাত্রকে মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন প্রধান শিক্ষক ৷ এরপর ছাত্রকে বেধড়ক মারধর করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিদ্যালয়ের অন্যান্য ছাত্র-ছাত্রীরা।

সাংবাদিকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রশ্ন করলে তিনি সমস্ত ঘটনা এড়িয়ে গিয়ে বিদ্যালয়ের প্রধান কার্যালয়ে বসেই মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। যদিও একাংশ ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসার পর থেকেই একের পর এক অনৈতিক কাজ করে চলেছেন ৷ ছাত্রছাত্রীরা প্রতিবাদ করতে গেলে আগেও তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। শনিবার ফের একবার একই ঘটনার পুনরাবৃত্তি। ছাত্র-ছাত্রীরা অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেছেন ৷ তাদের দাবি, নইলে আগামিদিনে বিদ্যালয়ের পরিকাঠামো থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সবটাই বিপথে যাবে ৷

আরও পড়ুন: বিনা রশিদে 1000 টাকা ডোনেশন! অভিভাবকদের বিক্ষোভে উত্তাল আসানসোলের সরকারি স্কুল

এ বিষয়ে ওই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র বাপন দাস বলেন, "যেহেতু বুকলেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে সেই কারণেই আমি প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম কেন তাঁর ছবি রয়েছে। তৎক্ষণাৎ প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় আমাকে মারধর করেন। ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রের এক অভিভাবক নিশীথ মণ্ডল বলেন, "এর আগেও আমরা যখন পড়াশোনা করেছি নানা মনীষীদের নাম এবং ছবি দেখেছি। কিন্তু এভাবে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি আমরা কখনওই দেখিনি। ওই প্রধান শিক্ষক যতদিন এই স্কুলে থাকবেন ততদিন শিক্ষাব্যবস্থার অবনতি ঘটবে।"

পাঠ্যপুস্তকে মুনি-ঋষি নয়, মমতার ছবি; জিজ্ঞাসা করাতে ছাত্রকে মারধর

করিমপুর, 7 জানুয়ারি: বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে মুনি-ঋষিদের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি কেন? প্রশ্ন করতেই মদ্যপ অবস্থায় এক ছাত্রকে বেধড়ক মার প্রধান শিক্ষকের (student beaten by head master)। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। ঘটনাটি নদিয়ার হোগোলবারিয়া আদর্শ শিক্ষা নিকেতন বিদ্যালয়ের।

অভিযোগ, আজ ওই বিদ্যালয়ে পাঠ্যপুস্তক তালিকা বিতরণ করা হচ্ছিল ছাত্র-ছাত্রীদের মধ্যে। তখনই বেশ কয়েকজন ছাত্র লক্ষ্য করে পাঠ্যপুস্তক তালিকায় মনীষীদের ছবি বাদ দিয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি। এরপরে ওই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র বাপন দাস বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এ বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে। অভিযোগ, ছাত্রটির কোনও কথা না-শুনেই ছাত্রকে মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন প্রধান শিক্ষক ৷ এরপর ছাত্রকে বেধড়ক মারধর করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিদ্যালয়ের অন্যান্য ছাত্র-ছাত্রীরা।

সাংবাদিকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রশ্ন করলে তিনি সমস্ত ঘটনা এড়িয়ে গিয়ে বিদ্যালয়ের প্রধান কার্যালয়ে বসেই মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। যদিও একাংশ ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসার পর থেকেই একের পর এক অনৈতিক কাজ করে চলেছেন ৷ ছাত্রছাত্রীরা প্রতিবাদ করতে গেলে আগেও তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। শনিবার ফের একবার একই ঘটনার পুনরাবৃত্তি। ছাত্র-ছাত্রীরা অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেছেন ৷ তাদের দাবি, নইলে আগামিদিনে বিদ্যালয়ের পরিকাঠামো থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সবটাই বিপথে যাবে ৷

আরও পড়ুন: বিনা রশিদে 1000 টাকা ডোনেশন! অভিভাবকদের বিক্ষোভে উত্তাল আসানসোলের সরকারি স্কুল

এ বিষয়ে ওই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র বাপন দাস বলেন, "যেহেতু বুকলেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে সেই কারণেই আমি প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম কেন তাঁর ছবি রয়েছে। তৎক্ষণাৎ প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় আমাকে মারধর করেন। ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রের এক অভিভাবক নিশীথ মণ্ডল বলেন, "এর আগেও আমরা যখন পড়াশোনা করেছি নানা মনীষীদের নাম এবং ছবি দেখেছি। কিন্তু এভাবে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি আমরা কখনওই দেখিনি। ওই প্রধান শিক্ষক যতদিন এই স্কুলে থাকবেন ততদিন শিক্ষাব্যবস্থার অবনতি ঘটবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.