ETV Bharat / state

হরিণঘাটায় নামাজ পড়ে ফেরার পথে ছেলের হাতে খুন বাবা - নদিয়ার হরিণঘাটা

নামাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তায় পারিবারিক বিষয় নিয়ে বচসা শুরু হয় বাবা ও ছেলের । সেই বচসা চলাকালীনই হঠাৎ ইমান তার বাবা খোকনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে ।

ছেলের হাতে খুন বাবা
ছেলের হাতে খুন বাবা
author img

By

Published : May 14, 2021, 4:16 PM IST

হরিণঘাটা, 14 মে : খুশির ইদের দিনেই মর্মান্তিক ঘটনা ৷ পারিবারিক অশান্তির জেরে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করল ছেলে । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটায় ।

সূত্রের খবর, হরিণঘাটা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় চাষি খোকন মণ্ডল (55) শুক্রবার সকালে তার বড় ছেলে ইমান আলি মণ্ডলকে নিয়ে স্থানীয় মসজিদে নামাজ পড়তে যান । অভিযোগ , নামাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তায় পারিবারিক বিষয় নিয়ে বচসা শুরু হয় বাবা ও ছেলের । সেই বচসা চলাকালীনই হঠাৎ ইমান তার বাবা খোকনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে ।

আরও পড়ুন : স্পুটনিক ভি টিকাকরণ শুরু; কত দাম ? কোভিশিল্ড-কোভ্যাক্সিনের সঙ্গে কী ফারাক ?

খোকন মণ্ডলের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় ইমান । পরে স্থানীয় মানুষজন রক্তাক্ত খোকনকে হরিণঘাটা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় । ঘটনায় শোকের ছায়া নেমেছে মৃতের পরিবারে । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ইমান আলি মণ্ডল ৷ তার সন্ধানে তল্লাশি শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ ।

হরিণঘাটা, 14 মে : খুশির ইদের দিনেই মর্মান্তিক ঘটনা ৷ পারিবারিক অশান্তির জেরে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করল ছেলে । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটায় ।

সূত্রের খবর, হরিণঘাটা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় চাষি খোকন মণ্ডল (55) শুক্রবার সকালে তার বড় ছেলে ইমান আলি মণ্ডলকে নিয়ে স্থানীয় মসজিদে নামাজ পড়তে যান । অভিযোগ , নামাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তায় পারিবারিক বিষয় নিয়ে বচসা শুরু হয় বাবা ও ছেলের । সেই বচসা চলাকালীনই হঠাৎ ইমান তার বাবা খোকনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে ।

আরও পড়ুন : স্পুটনিক ভি টিকাকরণ শুরু; কত দাম ? কোভিশিল্ড-কোভ্যাক্সিনের সঙ্গে কী ফারাক ?

খোকন মণ্ডলের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় ইমান । পরে স্থানীয় মানুষজন রক্তাক্ত খোকনকে হরিণঘাটা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় । ঘটনায় শোকের ছায়া নেমেছে মৃতের পরিবারে । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ইমান আলি মণ্ডল ৷ তার সন্ধানে তল্লাশি শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.