ETV Bharat / state

স্বাভাবিক ছন্দে ফিরল কল্যাণীর JNM হাসপাতাল - NRS

স্বাভাবিক হল কল্যাণীর JNM মেডিকেল কলেজ ও হাসপাতাল । শুরু হল চিকিৎসা পরিষেবা ।

কল্যাণী JNM হাসপাতালে শুরু চিকিৎসা পরিষেবা
author img

By

Published : Jun 18, 2019, 2:38 PM IST

কল্যাণী, 18 জুন : স্বাভাবিক হল কল্যাণী JNM মেডিকেল কলেজ ও হাসপাতাল । 10 জুন থেকে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে কার্যত বন্ধ ছিল চিকিৎসা পরিষেবা । গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অবশেষে পুরনো ছন্দে রাজ্যের সব হাসপাতাল ।

11 জুন থেকে NRS-র ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে বসেছিলেন JNM হাসপাতালের জুনিয়র ডাক্তাররা । 14 জুন কাজে যোগ না দিলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সে সময়ও প্রতিবাদে JNM হাসপাতালের জুনিয়র ডাক্তাররা হস্টেল খালি করতে শুরু করেন । তারপরেও মুখ্যমন্ত্রী কোনও ব্যবস্থা না করায় রাজ্যজুড়ে পদত্যাগপত্র পাঠাতে শুরু করেন চিকিৎসকরা । 15 জুন JNM হাসপাতালের 34 জন প্রফেসর ও চিকিৎসক নিজেদের পদত্যাগপত্র পাঠান ।

গতকাল বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর আশ্বস্ত হন আন্দোলনকারীরা । তুলে নিয়েছেন আন্দোলন । তারপর থেকে স্বাভাবিক পরিষেবা । কল্যাণী JNM হাসপাতলেও পরিস্থিতি স্বাভাবিক । খুলেছে বহির্বিভাগ ও জরুরি বিভাগ । খুশি রোগী ও তার পরিবার পরিজনও ।

কল্যাণী, 18 জুন : স্বাভাবিক হল কল্যাণী JNM মেডিকেল কলেজ ও হাসপাতাল । 10 জুন থেকে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে কার্যত বন্ধ ছিল চিকিৎসা পরিষেবা । গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অবশেষে পুরনো ছন্দে রাজ্যের সব হাসপাতাল ।

11 জুন থেকে NRS-র ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে বসেছিলেন JNM হাসপাতালের জুনিয়র ডাক্তাররা । 14 জুন কাজে যোগ না দিলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সে সময়ও প্রতিবাদে JNM হাসপাতালের জুনিয়র ডাক্তাররা হস্টেল খালি করতে শুরু করেন । তারপরেও মুখ্যমন্ত্রী কোনও ব্যবস্থা না করায় রাজ্যজুড়ে পদত্যাগপত্র পাঠাতে শুরু করেন চিকিৎসকরা । 15 জুন JNM হাসপাতালের 34 জন প্রফেসর ও চিকিৎসক নিজেদের পদত্যাগপত্র পাঠান ।

গতকাল বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর আশ্বস্ত হন আন্দোলনকারীরা । তুলে নিয়েছেন আন্দোলন । তারপর থেকে স্বাভাবিক পরিষেবা । কল্যাণী JNM হাসপাতলেও পরিস্থিতি স্বাভাবিক । খুলেছে বহির্বিভাগ ও জরুরি বিভাগ । খুশি রোগী ও তার পরিবার পরিজনও ।

Intro:অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরলো নদীয়ার কল্যাণী JNM মেডিকেল কলেজ হাসপাতাল।গত সাত দিন জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতির জেরে কার্যত অচল ছিল চিকিৎসা পরিষেবা।প্রত্যেকদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল রোগী ও তার আত্মীয় পরিজনদের।সোমবার মুখ্যমন্ত্রী এর সাথে বৈঠকের পর অবশেষে সেই অচল অবস্থা কাটে।এবং মঙ্গলবার থেকে পুরোদমে চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে।Body:KALYANI JNM HOSPITALConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.