কৃষ্ণনগর, 31 মার্চ : জমি বিবাদকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা কৃষ্ণনগরের কোতোয়ালির জালালখালিতে ৷ বুধবার রাতের অন্ধকারে চলল গুলি ৷ স্থনীয় বাসিন্দা সিদ্ধার্থ ঘোষের দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ৷ অভিযোগের তির এলাকার জমি মাফিয়া রাজকুমার ঘোষের বিরুদ্ধে (Shootout At KrishnaNagar) ৷
সূত্রের খবর, স্থানীয় বাসিন্দা লিজা খান তাঁর জমি বিক্রি করতে ওই এলাকারই বাসিন্দা সিদ্ধার্থ ঘোষের সঙ্গে কথা বলেন ৷ অভিযোগ, জমি বিক্রির প্রক্রিয়ার খবর রাজকুমার ঘোষের কানে যেতেই বিপত্তি ৷ সিদ্ধার্থ ঘোষের দোকানে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ রাজকুমার বিরুদ্ধে ৷
আরও পড়ুন : জমি মাফিয়াদের দখলে সরকারি খাস জমি, রুখে দাঁড়াল আদিবাসীরা
এলাকায় জমি মাফিয়ারাজের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা জালালখালি বাজার মোড় এলাকার কৃষ্ণনগর রানাঘাট রাজ্য সড়ক অবরোধ করেন । খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি । ঘটনার দ্রুত তদন্ত শুরু এবং অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী । অভিযুক্ত রাজকুমার ঘোষ পলাতক। রাজকুমারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।