ETV Bharat / state

Weaver Return From Ukraine: আধপেটা খেয়ে বিমানবন্দরে, ইউক্রেন থেকে দেশে ফিরলেন শান্তিপুরের সমীর - Weaver Return From Ukraine

"একটানা পাঁচ দিন প্রায় না খেয়ে বিমানবন্দরে ঘুরে বেড়িয়েছিলাম । ভাবতে পারিনি বেঁচে বাড়ি ফিরব ।" নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন নদিয়ার শান্তিপুরের সমীর বিশ্বাস (Weaver Return From Ukraine) ।

Weaver Return From Ukraine
ইউক্রেন থেকে দেশে ফিরলেন শান্তিপুরের তাঁতি
author img

By

Published : Mar 4, 2022, 1:30 PM IST

Updated : Mar 4, 2022, 4:02 PM IST

নদীয়া, 4 মার্চ: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে সদ্য দেশে ফিরেছেন নদীয়ার শান্তিপুরের সমীর বিশ্বাস । টানা পাঁচ দিন আধ পেটা খেয়ে বিমানবন্দরে ঘুরে বেরিয়েছেন ইউক্রেনে । প্রাণ হাতে করে বেঁচে বাড়ি ফিরে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন তিনি (Weaver Return From Ukraine)।

শান্তিপুরের গবারচর তালতলা পাড়ার বাসিন্দা সমীর বিশ্বাস । করোনকালে লকডাউনে একাধিক মানুষের জীবিকায় আঘাত হেনেছে । করোনাকালে লকডাউনের জেরে কাজ হারিয়েছেন একাধিক মানুষ । সেরকমই করোনাকালে কাজ হারিয়েছেন নদিয়ার শান্তিপুরের গবারচর এলাকার বাসিন্দা সমীর বিশ্বাস । নতুন করে ঘুরে দাঁড়াতে শেষ সম্বল নিজের তাঁত বিক্রি করে এবং বেশ কিছু টাকা সুদে ধার করে ইউক্রেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । পরিবারের মুখে অন্ন তুলে দিতে ও পরিবারে স্বাচ্ছল্য আনাই ছিল তাঁর উদ্দেশ্য । সেই ইউক্রেন পাড়ি যে তাঁর কাছে দুঃস্বপ্ন হয়ে যাবে, তা হয়ত কখনও ভাবেননি সমীর । প্রাণহাতে দেশে ফিরে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তিনি (Weaver Returned To Home From Ukraine)।

আধপেটা খেয়ে বিমানবন্দরে, ইউক্রেন থেকে দেশে ফিরলেন শান্তিপুরের সমীর

আরও পড়ুন: Russia-Ukraine Conflict : কিভ ছাড়ার পথে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র, ভর্তি হাসপাতালে

কোনওরকম প্রাণে বেঁচে দেশে ফিরে চোখেমুখে আতঙ্কের ছাপ নিয়ে সমীর বিশ্বাস বলেন, "ইউক্রেন থেকে কোনরকমে পোল্যান্ড বিমানবন্দরের কাছে এসেছিলাম । সেখানে টানা প্রায় না খাওয়া অবস্থায় পাঁচদিন ঘুরে বেড়িয়েছি । অবশেষে ভারত সরকারের সহায়তায় ভারতের পতাকা হাতে নিয়ে কোনওরকমে ভারতীয় সেনা কাপটারের সাহায্যে দিল্লি বিমানবন্দরে পৌঁছেছি । সেখান থেকে দমদম এয়ারপোর্ট এবং তারপরে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বাড়ি ফিরি । জীবনে বেঁচে বাড়ি ফিরব সেই আসা প্রায় ছেড়েই দিয়েছিলাম ।"

অপরদিকে সমীরের চিন্তায় প্রায় নাওয়া-খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তাঁর পরিবারের । সমীর বিশ্বাস বাড়ি ফেরার পর স্বস্তি মিলেছে পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে । ঘরের লোককে ফিরে পেয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা ।

নদীয়া, 4 মার্চ: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে সদ্য দেশে ফিরেছেন নদীয়ার শান্তিপুরের সমীর বিশ্বাস । টানা পাঁচ দিন আধ পেটা খেয়ে বিমানবন্দরে ঘুরে বেরিয়েছেন ইউক্রেনে । প্রাণ হাতে করে বেঁচে বাড়ি ফিরে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন তিনি (Weaver Return From Ukraine)।

শান্তিপুরের গবারচর তালতলা পাড়ার বাসিন্দা সমীর বিশ্বাস । করোনকালে লকডাউনে একাধিক মানুষের জীবিকায় আঘাত হেনেছে । করোনাকালে লকডাউনের জেরে কাজ হারিয়েছেন একাধিক মানুষ । সেরকমই করোনাকালে কাজ হারিয়েছেন নদিয়ার শান্তিপুরের গবারচর এলাকার বাসিন্দা সমীর বিশ্বাস । নতুন করে ঘুরে দাঁড়াতে শেষ সম্বল নিজের তাঁত বিক্রি করে এবং বেশ কিছু টাকা সুদে ধার করে ইউক্রেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । পরিবারের মুখে অন্ন তুলে দিতে ও পরিবারে স্বাচ্ছল্য আনাই ছিল তাঁর উদ্দেশ্য । সেই ইউক্রেন পাড়ি যে তাঁর কাছে দুঃস্বপ্ন হয়ে যাবে, তা হয়ত কখনও ভাবেননি সমীর । প্রাণহাতে দেশে ফিরে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তিনি (Weaver Returned To Home From Ukraine)।

আধপেটা খেয়ে বিমানবন্দরে, ইউক্রেন থেকে দেশে ফিরলেন শান্তিপুরের সমীর

আরও পড়ুন: Russia-Ukraine Conflict : কিভ ছাড়ার পথে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র, ভর্তি হাসপাতালে

কোনওরকম প্রাণে বেঁচে দেশে ফিরে চোখেমুখে আতঙ্কের ছাপ নিয়ে সমীর বিশ্বাস বলেন, "ইউক্রেন থেকে কোনরকমে পোল্যান্ড বিমানবন্দরের কাছে এসেছিলাম । সেখানে টানা প্রায় না খাওয়া অবস্থায় পাঁচদিন ঘুরে বেড়িয়েছি । অবশেষে ভারত সরকারের সহায়তায় ভারতের পতাকা হাতে নিয়ে কোনওরকমে ভারতীয় সেনা কাপটারের সাহায্যে দিল্লি বিমানবন্দরে পৌঁছেছি । সেখান থেকে দমদম এয়ারপোর্ট এবং তারপরে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বাড়ি ফিরি । জীবনে বেঁচে বাড়ি ফিরব সেই আসা প্রায় ছেড়েই দিয়েছিলাম ।"

অপরদিকে সমীরের চিন্তায় প্রায় নাওয়া-খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তাঁর পরিবারের । সমীর বিশ্বাস বাড়ি ফেরার পর স্বস্তি মিলেছে পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে । ঘরের লোককে ফিরে পেয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা ।

Last Updated : Mar 4, 2022, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.