নাকাশিপাড়া, 13 জুন : পয়গম্বরকে অবমাননা করে বরখাস্ত হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদকে কেন্দ্র করে রবিবার অশান্তি ছড়িয়েছিল নাকাশিপাড়া থানা এলাকায় ৷ অভিযোগ, ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তি-সহ দোকানপাট ৷ বেথুয়াডহরি স্টেশনে ভাঙচুর এবং দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে অবাধে ভাঙচুর চালানো হয় ৷ পরে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও, আর কোনও হিংসা যাতে না ছড়ায় তার জন্য 144 ধারা জারি করা হয়েছে নাকাশিপাড়া থানা এলাকায় (section 144 imposed in Nakashipara) ৷
আরও পড়ুন : বেথুয়াডহরী স্টেশনে ট্রেনে ভাঙচুর, চার ঘণ্টা পরেও আতঙ্কে যাত্রীরা
রবিবারের ঘটনার প্রতিবাদে এলাকায় 72 ঘণ্টার ব্যবসা বনধেরও ডাক দিয়েছে নাকাশিপাড়া ব্যবসায়ী সমিতি ৷ প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সমিতির তরফে ৷ ব্যবসায়ীদের দাবি, যারা দোকান ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না-হলে বড় আন্দোলনে নামবেন তাঁরা । সমগ্র নাকাশিপাড়ায় সোমবার চলছে পুলিশের কড়া টহলদারি ।