করিমপুর, 20 অগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে স্কুলে চলছে ব্যাগ বিতরণ । খুদে পড়ুয়াদের রাজনৈতিক বক্তব্য শোনাচ্ছেন খোদ স্কুলের প্রধান শিক্ষক ! ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুরের হোগোলবেরিয়া আদর্শ শিক্ষা নিকেতন বিদ্যালয়ে (Karimpur Hogalberia Adarsha Siksha Niketan) ৷ এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে শিক্ষামহলে ৷ প্রধান শিক্ষককে সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়কও ।
অভিযোগ, দিনকয়েক আগে এই স্কুলের প্রধান শিক্ষক গিরীন্দ্রনাথ দাস ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ বিতরণ করেন (Head Master of Karimpur Hogalberia Adarsha Siksha Niketan) ৷ রাজ্য সরকারের নির্দেশেই সমস্ত স্কুলে বিশ্ববাংলা লোগো বসানো ওই ব্যাগ পড়ুয়াদের দেওয়া হচ্ছে ৷ কিন্তু বিতর্ক তৈরি হয়েছে করিমপুরের হোগোলবেরিয়া আদর্শ শিক্ষা নিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যাগ বিতরণকে কেন্দ্র করে (Karimpur School Controversy) ৷ অভিযোগ, দিনকয়েক আগে এই স্কুলের প্রধান শিক্ষক গিরীন্দ্রনাথ দাস ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ বিতরণ করেন ৷ সেই দিনের ভিডিয়োও ইতিমধ্যেই সামনে এসেছে ৷ সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ছবি সামনে রেখে ব্যাগ বিতরণ করছেন স্কুলের প্রধান শিক্ষক গিরীন্দ্রনাথ দাস ৷ সেখানে বাম আমলের নিন্দা করে তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্প ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে শোনা গিয়েছে তাঁকে ৷
আরও পড়ুন: স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব, গ্রেফতার অভিযুক্ত শিক্ষক
সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে প্রধান শিক্ষকের সেই ভিডিয়ো ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয় হবে বলেও বলতে শোনা গিয়েছে তাঁকে ৷ প্রশ্ন উঠছে কেন ওই শিক্ষক ছোট পড়ুয়াদের সামনে এরকম রাজনৈতিক বক্তব্য পেশ করলেন ৷ যদিও এই বিষয়ে পরে ওই প্রধান শিক্ষকের প্রতিক্রিয়া নিতে চাইলে তিনি কোনও কথা বলেননি ৷ তবে তাঁর এহেন আচরণ মেনে নিতে পারছেন না করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় । তিনি ওই প্রধান শিক্ষককে সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন ৷ বলেছেন, "প্রধান শিক্ষক স্কুলের ছাত্র-ছাত্রীদের সামনে যা যা বলেছেন তা না বললেই ভালো হতো ।"