ETV Bharat / state

Sabooj Sathi bicycle Selling : 'ব্যবহারের অযোগ্য', 200 টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল - Sabooj Sathi bicycle

পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী সাইকেল (Sabooj Sathi bicycle) প্রকল্পে গ্রামেগঞ্জে প্রান্তিক অঞ্চলের ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয় ৷ কিন্তু এই সাইকেল এত খারাপ যে তা চালিয়ে বাড়ি আসাও সম্ভব হয়ে ওঠে না, এমনই অভিযোগ উঠেছে ৷ সারাতে না পেরে খুচরো দামে বিক্রি করে দিতে হচ্ছে সাইকেলগুলি ৷

Sabooj Sathi Cycle Selling
সবুজ সাথীর সাইকেল নিয়ে যাচ্ছেন এক হকার
author img

By

Published : Dec 2, 2021, 12:55 PM IST

নদিয়া, 2 ডিসেম্বর : দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীদের স্কুলে আসার জন্যে সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল বিলি করেছিল রাজ্যের তৃণমূল সরকার ৷ এখন সেই সাইকেল বিক্রি করে দিচ্ছেন গ্রাহকরা ৷ অভিযোগ সরকারের দেওয়া সাইকেলগুলি নিম্নমানের, ব্যবহারের অযোগ্য ৷ তাই বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তাঁরা (Sabooj Sathi bicycle selling at low price in Nadia given by West Bengal Government) ৷

ইটিভির ক্যামেরায় এমনই চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে (Nadia Krishnaganj Block) ৷ সেখানে 200-500 টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল (Sabooj Sathi Bicycle) । এ ব্যাপারে এক হকারকে জিজ্ঞাসা করায় তিনি জানান, এই সাইকেলগুলি খুবই খারাপ অবস্থায় রয়েছে (Worst condition of Sabooj Sathi Bicycle) ৷ সাইকেলগুলোর টায়ার, টিউব মেরামত করতে খরচ হচ্ছে 700 থেকে 800 টাকা ৷ তাই অনেক গরিব পরিবার বাধ্য হয়ে সাইকেলগুলো না সারিয়ে তাঁদের মতো হকারদের কাছে বিক্রি করে দিচ্ছে । তিনি বলেন, "আমরাও এগুলো কিনে ভাংড়ির দোকানে 50 টাকা লাভে বিক্রি করছি ।"

আরও পড়ুন : পুরস্কার হিসেবে সবুজ সাথীর সাইকেল, শুরু বিতর্ক

এ বিষয়টি স্বীকার করে নেন তৃণমূল জেলা কমিটির সদস্য গোপাল ঘোষ ৷ তিনি আক্ষেপের সঙ্গে বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ছাত্রছাত্রীদের দ্রুত যাতায়াতের জন্য এবং দুর্গম এলাকায় পায়ে হেঁটে স্কুলে পৌঁছাতে হয়, সেই সমস্যার সুরাহা করতেই সবুজ সাথী প্রকল্প (Sabooj Sathi Bicycle) চালু করেছিলেন ৷ এই প্রকল্প আজ বিশ্বেও স্বীকৃতি লাভ করেছে ৷" তিনি জানান, কিছু সুবিধেবাদী মানুষ 100, 200, 500 টাকার বিনিময়ে বিক্রি করছে ৷ এমনকি তাদের জিজ্ঞাসা করে জানতে পারা গিয়েছে, এই সাইকেল তাদের কাছে অপ্রয়োজনীয় ৷ তাই তারা বিক্রি করে দিচ্ছে, জানালেন গোপাল ঘোষ ৷

সবুজ সাথী প্রকল্পে পাওয়া সাইকেল সারাতে না পেরে বিক্রি করে দিচ্ছেন অনেকে, এমন চিত্র ধরা পড়ল ইটিভির ক্যামেরায়

তিনি আক্ষেপ করে বলেন, "সরকারের এ বিষয়টি দেখা উচিত ৷ যাদের সাইকেলের প্রয়োজন নেই, তাদের সাইকেল দেওয়া উচিত নয় । বরং যাদের প্রয়োজন, তাদের দেওয়া হোক ।" অন্যদিকে বিজেপির ব্লক সভাপতি প্রণব সরকার অভিযোগ করে বলেন, "রাজ্য সরকার সুবজ সাথী প্রকল্পের (Sabooj Sathi Bicycle) মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে যে সাইকেল তুলে দিচ্ছে, তা অতি নিম্নমানের ৷ এমনকি তা হাতে পাওয়ার পর চালিয়ে বাড়ি পর্যন্ত আসার পরিস্থিতি থাকছে না ৷" বিজেপি ব্লক সভাপতি জানান, এরপর কোনও দোকানে গিয়ে সাইকেল 400-500 টাকা খরচ করে সাইকেল সারিয়ে তারপর বাড়ি আসা সম্ভব হচ্ছে ৷

আরও পড়ুন : সবুজসাথি প্রকল্পে সাইকেল দেওয়ার জন্য টাকা নিচ্ছে স্কুল, অভিযোগ

তিনি জানান, এখনও 500-700 টাকার মধ্যে চালানোর উপযোগী সাইকেল পেতে পারে সাধারণ মানুষ ৷ বিজেপি ব্লক সভাপতি এই প্রকল্পের ঘোর বিরোধিতা ও নিন্দা করে বলেন, "আমি পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব অবিলম্বে এই সবুজ সাথী প্রকল্প বন্ধ করা হোক ৷"

নদিয়া, 2 ডিসেম্বর : দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীদের স্কুলে আসার জন্যে সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল বিলি করেছিল রাজ্যের তৃণমূল সরকার ৷ এখন সেই সাইকেল বিক্রি করে দিচ্ছেন গ্রাহকরা ৷ অভিযোগ সরকারের দেওয়া সাইকেলগুলি নিম্নমানের, ব্যবহারের অযোগ্য ৷ তাই বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তাঁরা (Sabooj Sathi bicycle selling at low price in Nadia given by West Bengal Government) ৷

ইটিভির ক্যামেরায় এমনই চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে (Nadia Krishnaganj Block) ৷ সেখানে 200-500 টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল (Sabooj Sathi Bicycle) । এ ব্যাপারে এক হকারকে জিজ্ঞাসা করায় তিনি জানান, এই সাইকেলগুলি খুবই খারাপ অবস্থায় রয়েছে (Worst condition of Sabooj Sathi Bicycle) ৷ সাইকেলগুলোর টায়ার, টিউব মেরামত করতে খরচ হচ্ছে 700 থেকে 800 টাকা ৷ তাই অনেক গরিব পরিবার বাধ্য হয়ে সাইকেলগুলো না সারিয়ে তাঁদের মতো হকারদের কাছে বিক্রি করে দিচ্ছে । তিনি বলেন, "আমরাও এগুলো কিনে ভাংড়ির দোকানে 50 টাকা লাভে বিক্রি করছি ।"

আরও পড়ুন : পুরস্কার হিসেবে সবুজ সাথীর সাইকেল, শুরু বিতর্ক

এ বিষয়টি স্বীকার করে নেন তৃণমূল জেলা কমিটির সদস্য গোপাল ঘোষ ৷ তিনি আক্ষেপের সঙ্গে বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ছাত্রছাত্রীদের দ্রুত যাতায়াতের জন্য এবং দুর্গম এলাকায় পায়ে হেঁটে স্কুলে পৌঁছাতে হয়, সেই সমস্যার সুরাহা করতেই সবুজ সাথী প্রকল্প (Sabooj Sathi Bicycle) চালু করেছিলেন ৷ এই প্রকল্প আজ বিশ্বেও স্বীকৃতি লাভ করেছে ৷" তিনি জানান, কিছু সুবিধেবাদী মানুষ 100, 200, 500 টাকার বিনিময়ে বিক্রি করছে ৷ এমনকি তাদের জিজ্ঞাসা করে জানতে পারা গিয়েছে, এই সাইকেল তাদের কাছে অপ্রয়োজনীয় ৷ তাই তারা বিক্রি করে দিচ্ছে, জানালেন গোপাল ঘোষ ৷

সবুজ সাথী প্রকল্পে পাওয়া সাইকেল সারাতে না পেরে বিক্রি করে দিচ্ছেন অনেকে, এমন চিত্র ধরা পড়ল ইটিভির ক্যামেরায়

তিনি আক্ষেপ করে বলেন, "সরকারের এ বিষয়টি দেখা উচিত ৷ যাদের সাইকেলের প্রয়োজন নেই, তাদের সাইকেল দেওয়া উচিত নয় । বরং যাদের প্রয়োজন, তাদের দেওয়া হোক ।" অন্যদিকে বিজেপির ব্লক সভাপতি প্রণব সরকার অভিযোগ করে বলেন, "রাজ্য সরকার সুবজ সাথী প্রকল্পের (Sabooj Sathi Bicycle) মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে যে সাইকেল তুলে দিচ্ছে, তা অতি নিম্নমানের ৷ এমনকি তা হাতে পাওয়ার পর চালিয়ে বাড়ি পর্যন্ত আসার পরিস্থিতি থাকছে না ৷" বিজেপি ব্লক সভাপতি জানান, এরপর কোনও দোকানে গিয়ে সাইকেল 400-500 টাকা খরচ করে সাইকেল সারিয়ে তারপর বাড়ি আসা সম্ভব হচ্ছে ৷

আরও পড়ুন : সবুজসাথি প্রকল্পে সাইকেল দেওয়ার জন্য টাকা নিচ্ছে স্কুল, অভিযোগ

তিনি জানান, এখনও 500-700 টাকার মধ্যে চালানোর উপযোগী সাইকেল পেতে পারে সাধারণ মানুষ ৷ বিজেপি ব্লক সভাপতি এই প্রকল্পের ঘোর বিরোধিতা ও নিন্দা করে বলেন, "আমি পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব অবিলম্বে এই সবুজ সাথী প্রকল্প বন্ধ করা হোক ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.