শক্তিনগর, 17 মে : এক BJP কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা শক্তিনগর জেলা হাসপাতালে । অভিযোগ, হাসপাতালে দীর্ঘক্ষণ রেখে দেওয়ার পরও তাঁর চিকিৎসা হয়নি । এর প্রতিবাদে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । হাসপাতাল সুপারের কাছেও অভিযোগ দায়ের করা হয় ।
মৃত BJP কর্মীর নাম হারাধন মৃধা । বাড়ি ভীমপুর থানার ব্রলাঙ্গি গ্রামে । অভিযোগ, গতকাল সকালে তৃণমূল কংগ্রেস কর্মীরা হারাধনকে মারধর করে । তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি করা হয় । ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । পরিবারের অভিযোগ, চিকিৎসক, নার্সদের বারবার ডাকা সত্ত্বেও কেউ চিকিৎসার জন্য আসেনি ।
গতকাল রাত নটায় হারাধনের মৃত্যু হয় । এরপর হাসপাতালে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । তাঁদের অভিযোগ, ষড়যন্ত্রের শিকার হয়েছেন হারাধন ।
বিষয়টি নিয়ে BJP জেলা কমিটির অফিস সম্পাদক পুলক মজুমদার বলেন, "চাপড়ায় হারাধনকে বেধড়ক মারধর করা হয় । ওকে আমরা হাসপাতালে ভরতি করাই । অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও চিকিৎসা হয়নি । চিকিৎসক, নার্সের গাফিলতিতেই ও মারা গেল ।" তৃণমূলের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন পুলকবাবু । বলেন, "মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন তাঁর দল নদিয়ার দুটি আসনই হারাবে । তাই, উনি উন্মাদে পরিণত হয়েছেন । আর তাঁর সঙ্গী-সাথীরা এসব কাজ করছে ।"