ETV Bharat / state

BJP কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা, হাসপাতালে বিক্ষোভ - haradhan

চিকিত্সার গাফিলতিতে BJP কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা । আন্দোলনে নামার হুঁশিয়ারি BJP নেতৃত্বের ।

bjp দেহ
author img

By

Published : May 17, 2019, 12:02 PM IST

শক্তিনগর, 17 মে : এক BJP কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা শক্তিনগর জেলা হাসপাতালে । অভিযোগ, হাসপাতালে দীর্ঘক্ষণ রেখে দেওয়ার পরও তাঁর চিকিৎসা হয়নি । এর প্রতিবাদে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । হাসপাতাল সুপারের কাছেও অভিযোগ দায়ের করা হয় ।

মৃত BJP কর্মীর নাম হারাধন মৃধা । বাড়ি ভীমপুর থানার ব্রলাঙ্গি গ্রামে । অভিযোগ, গতকাল সকালে তৃণমূল কংগ্রেস কর্মীরা হারাধনকে মারধর করে । তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি করা হয় । ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । পরিবারের অভিযোগ, চিকিৎসক, নার্সদের বারবার ডাকা সত্ত্বেও কেউ চিকিৎসার জন্য আসেনি ।

গতকাল রাত নটায় হারাধনের মৃত্যু হয় । এরপর হাসপাতালে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । তাঁদের অভিযোগ, ষড়যন্ত্রের শিকার হয়েছেন হারাধন ।

ভিডিয়োয় দেখুন BJP নেতার বক্তব্য

বিষয়টি নিয়ে BJP জেলা কমিটির অফিস সম্পাদক পুলক মজুমদার বলেন, "চাপড়ায় হারাধনকে বেধড়ক মারধর করা হয় । ওকে আমরা হাসপাতালে ভরতি করাই । অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও চিকিৎসা হয়নি । চিকিৎসক, নার্সের গাফিলতিতেই ও মারা গেল ।" তৃণমূলের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন পুলকবাবু । বলেন, "মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন তাঁর দল নদিয়ার দুটি আসনই হারাবে । তাই, উনি উন্মাদে পরিণত হয়েছেন । আর তাঁর সঙ্গী-সাথীরা এসব কাজ করছে ।"

শক্তিনগর, 17 মে : এক BJP কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা শক্তিনগর জেলা হাসপাতালে । অভিযোগ, হাসপাতালে দীর্ঘক্ষণ রেখে দেওয়ার পরও তাঁর চিকিৎসা হয়নি । এর প্রতিবাদে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । হাসপাতাল সুপারের কাছেও অভিযোগ দায়ের করা হয় ।

মৃত BJP কর্মীর নাম হারাধন মৃধা । বাড়ি ভীমপুর থানার ব্রলাঙ্গি গ্রামে । অভিযোগ, গতকাল সকালে তৃণমূল কংগ্রেস কর্মীরা হারাধনকে মারধর করে । তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি করা হয় । ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । পরিবারের অভিযোগ, চিকিৎসক, নার্সদের বারবার ডাকা সত্ত্বেও কেউ চিকিৎসার জন্য আসেনি ।

গতকাল রাত নটায় হারাধনের মৃত্যু হয় । এরপর হাসপাতালে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । তাঁদের অভিযোগ, ষড়যন্ত্রের শিকার হয়েছেন হারাধন ।

ভিডিয়োয় দেখুন BJP নেতার বক্তব্য

বিষয়টি নিয়ে BJP জেলা কমিটির অফিস সম্পাদক পুলক মজুমদার বলেন, "চাপড়ায় হারাধনকে বেধড়ক মারধর করা হয় । ওকে আমরা হাসপাতালে ভরতি করাই । অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও চিকিৎসা হয়নি । চিকিৎসক, নার্সের গাফিলতিতেই ও মারা গেল ।" তৃণমূলের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন পুলকবাবু । বলেন, "মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন তাঁর দল নদিয়ার দুটি আসনই হারাবে । তাই, উনি উন্মাদে পরিণত হয়েছেন । আর তাঁর সঙ্গী-সাথীরা এসব কাজ করছে ।"

Intro: বুধবার পুকুরের জলে একটি মৃতদেহ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটিনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার দয়ালনগর এলাকায়।মৃতের নাম জগাই বয়স ৪৫। তার বাড়ি কুপার্স এলাকায়।
সূত্রের খবর, জগাই তাতের কাজ করতেন বলে জানান তার মালিক হরলাল দেবনাথ।গতকাল বিকেলে কাজের শেষে তাকে আর খুজে পাওয়া যাচ্ছিল না।অনেক খোজাখুজির পর অবশেষে স্থানীয়রা সকালে পুকুরে ভাসতে দেখে খবর জানাজানি হয়।এরপর ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।তবে স্থানীয় এবং পুলিশের প্রাথমিক অনুমান অত্যধিক গরমে সাতার না জানায় সে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। যদিও কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে রানাঘাট থানার পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য রানাঘাট হাসপাতালে পাঠানো হয়েছে।Body:RANAGHAT BODYConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.