ETV Bharat / state

shantipur : শান্তিপুরে বৃষ্টির জেরে ভাঙল রাস্তা, ভোগান্তিতে এলাকাবাসী - SANTIPUR

নদিয়ার শান্তিপুরে প্রবল বৃষ্টির জেরে ভাঙল রাস্তা ৷ ভোগান্তিতে এলাকাবাসীরা ৷ যদিও রাস্তা দ্রুত সারাইয়ের আশ্বাস দিয়েছেন নদিয়া জেলা পরিষদের সদস্য নিমাইচন্দ্র বিশ্বাস ৷

shantipur
শান্তিপুরে বৃষ্টির জেরে ভাঙল রাস্তা, ভোগান্তিতে এলাকাবাসীরা
author img

By

Published : Aug 9, 2021, 2:21 PM IST

শান্তিপুর, 9 অগস্ট : নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে চলছে ব্যাপক বৃষ্টিপাত ৷ নদিয়ার শান্তিপুরেও তার অন্যথা হয়নি ৷ বৃষ্টির জেরে নদিয়ার শান্তিপুরের সদ্য সমাপ্ত হওয়া রাস্তা ধসে পড়ল ৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা ধসে যাওয়ায় ভোগান্তিতে এলাকাবাসীরা । কিছুদিন আগে জেলা পরিষদের তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছিল শান্তিপুরের রাস্তা তৈরির কাজের । বেশিরভাগ জায়গার কাজ সমাপ্ত হয়েছে ৷ সামান্য কিছু কাজ বাকি রয়েছে ৷ হরিপুর নৃসিংহপুর ঘাট থেকে শুরু হয়ে বাবলা অঞ্চলের সাহেবডাঙ্গা নিধিকুড় অঞ্চলের 18 কিলোমিটার পথ তৈরির কাজ প্রায় শেষ হয়েছে । হরিপুর মুসলিমপাড়া এলাকায় চার-পাঁচদিন ধরে সদ্য নির্মিত এই রাস্তাটি ভাঙতে শুরু করেছে ৷ তবে আজ হঠাৎই বিরাট আকার জায়গা নিয়ে ধস নামে । যার ফলে আটকে পড়ে গাড়ি-অটো । ফলে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে এই রাস্তাটি ।

হরিপুর অঞ্চলের বাসিন্দা, ব্যবসায়ীদের নৃসিংহপুর-কালনা যাওয়ার এটিই প্রধান সড়ক । হরিনদি, হিমায়েতপুর, বালিয়াডাঙা সহ বেশকিছু গ্রাম বাগআঁচড়া অঞ্চল এবং হরিপুর অঞ্চলের সঙ্গে শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের যোগাযোগের জন্য এই রাস্তার উপরেই নির্ভর করতে হয় । কিন্তু রাস্তাটি ভেঙে যাওয়ায় অত্যন্ত সমস্যায় পড়েছেন সকলে । যদিও পাশ থেকে মোটর সাইকেল, সাইকেল বা হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে ৷ তবে এই প্রসঙ্গে এলাকাবাসীদের মত, রাস্তা তৈরির আগে মাটি পরীক্ষা, মাপজোপের জন্য ইঞ্জিনিয়রদের আনাগোনা ছিল প্রতিনিয়ত । তাদের গাফিলতিতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ যার ফলে এলাকাবাসীদের এই ভোগান্তি হচ্ছে ৷

শান্তিপুরে বৃষ্টির জেরে ভাঙল রাস্তা, ভোগান্তিতে এলাকাবাসীরা

আরও পড়ুন: ভাগীরথীর জল ঢুকে বিপাকে শান্তিপুরের বহু মানুষ

এই প্রসঙ্গে নদিয়া জেলা পরিষদের সদস্য নিমাইচন্দ্র বিশ্বাস বলেন , "এই এলাকায় বাগআঁচড়া থেকে আসা জল হরিপুরের দিকে যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় রাস্তায় ৷ তাই, রাস্তার কিছুটা দূরে অবস্থিত কালভার্টের পাশ থেকে গভীর গর্তের সৃষ্টি হয়েছে মাটির নিচে । সভাধিপতির সঙ্গে কথা বলে নদিয়া জেলা পরিষদের ইঞ্জিনিয়রদের আনার ব্যবস্থা করছি যত দ্রুত সম্ভব ।"

শান্তিপুর, 9 অগস্ট : নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে চলছে ব্যাপক বৃষ্টিপাত ৷ নদিয়ার শান্তিপুরেও তার অন্যথা হয়নি ৷ বৃষ্টির জেরে নদিয়ার শান্তিপুরের সদ্য সমাপ্ত হওয়া রাস্তা ধসে পড়ল ৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা ধসে যাওয়ায় ভোগান্তিতে এলাকাবাসীরা । কিছুদিন আগে জেলা পরিষদের তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছিল শান্তিপুরের রাস্তা তৈরির কাজের । বেশিরভাগ জায়গার কাজ সমাপ্ত হয়েছে ৷ সামান্য কিছু কাজ বাকি রয়েছে ৷ হরিপুর নৃসিংহপুর ঘাট থেকে শুরু হয়ে বাবলা অঞ্চলের সাহেবডাঙ্গা নিধিকুড় অঞ্চলের 18 কিলোমিটার পথ তৈরির কাজ প্রায় শেষ হয়েছে । হরিপুর মুসলিমপাড়া এলাকায় চার-পাঁচদিন ধরে সদ্য নির্মিত এই রাস্তাটি ভাঙতে শুরু করেছে ৷ তবে আজ হঠাৎই বিরাট আকার জায়গা নিয়ে ধস নামে । যার ফলে আটকে পড়ে গাড়ি-অটো । ফলে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে এই রাস্তাটি ।

হরিপুর অঞ্চলের বাসিন্দা, ব্যবসায়ীদের নৃসিংহপুর-কালনা যাওয়ার এটিই প্রধান সড়ক । হরিনদি, হিমায়েতপুর, বালিয়াডাঙা সহ বেশকিছু গ্রাম বাগআঁচড়া অঞ্চল এবং হরিপুর অঞ্চলের সঙ্গে শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের যোগাযোগের জন্য এই রাস্তার উপরেই নির্ভর করতে হয় । কিন্তু রাস্তাটি ভেঙে যাওয়ায় অত্যন্ত সমস্যায় পড়েছেন সকলে । যদিও পাশ থেকে মোটর সাইকেল, সাইকেল বা হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে ৷ তবে এই প্রসঙ্গে এলাকাবাসীদের মত, রাস্তা তৈরির আগে মাটি পরীক্ষা, মাপজোপের জন্য ইঞ্জিনিয়রদের আনাগোনা ছিল প্রতিনিয়ত । তাদের গাফিলতিতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ যার ফলে এলাকাবাসীদের এই ভোগান্তি হচ্ছে ৷

শান্তিপুরে বৃষ্টির জেরে ভাঙল রাস্তা, ভোগান্তিতে এলাকাবাসীরা

আরও পড়ুন: ভাগীরথীর জল ঢুকে বিপাকে শান্তিপুরের বহু মানুষ

এই প্রসঙ্গে নদিয়া জেলা পরিষদের সদস্য নিমাইচন্দ্র বিশ্বাস বলেন , "এই এলাকায় বাগআঁচড়া থেকে আসা জল হরিপুরের দিকে যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় রাস্তায় ৷ তাই, রাস্তার কিছুটা দূরে অবস্থিত কালভার্টের পাশ থেকে গভীর গর্তের সৃষ্টি হয়েছে মাটির নিচে । সভাধিপতির সঙ্গে কথা বলে নদিয়া জেলা পরিষদের ইঞ্জিনিয়রদের আনার ব্যবস্থা করছি যত দ্রুত সম্ভব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.