ETV Bharat / state

পথ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য নদিয়ার নাকাশিপাড়ায়, মৃত 3 - মুর্শিদাবাদ জেলা

সন্ধে নাগাদ সাগরদিঘি থানার গোঁসাই গ্রাম এলাকায় পিকআপভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল গাড়ির খালাসি-সহ দুইজন ব্যক্তির ৷ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন আরও দশ ৷

মৃত তিন ব্যক্তি
মৃত তিন ব্যক্তি
author img

By

Published : May 28, 2021, 1:09 PM IST

মুর্শিদাবাদ, 28 মে : চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দ্রুতগতিতে ছুটে আসা একটি পিক আপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল গাড়ির খালাসি-সহ দুই জন ব্যক্তির । এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন আরও দশ জন ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধেয় আনুমানিক সাতটা নাগাদ, নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত যুগপুর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে।

আরও পড়ুন : ত্রাণ সরবরাহ প্রধান লক্ষ্য, হিঙ্গলগঞ্জের বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধেয় মুর্শিদাবাদ জেলা সাগরদিঘি থানার গোঁসাই গ্রাম এলাকা থেকে একটি পিক আপ ভ্যানে এগারো জন ব্যক্তি কলকাতায় কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন । নাকাশিপাড়া যুগপুর ফ্লাইওভারের কাছে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি লরিকে । ঘটনাস্থলে মারা যান গাড়ির খালাসি সমেত দুই আরোহী । আহত বাকি দশ জনকে উদ্ধার করে স্থানীয়রা ভর্তি করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে । সেখানে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের পাঠানো হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ । দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করার পাশাপাশি সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ।

মুর্শিদাবাদ, 28 মে : চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দ্রুতগতিতে ছুটে আসা একটি পিক আপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল গাড়ির খালাসি-সহ দুই জন ব্যক্তির । এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন আরও দশ জন ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধেয় আনুমানিক সাতটা নাগাদ, নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত যুগপুর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে।

আরও পড়ুন : ত্রাণ সরবরাহ প্রধান লক্ষ্য, হিঙ্গলগঞ্জের বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধেয় মুর্শিদাবাদ জেলা সাগরদিঘি থানার গোঁসাই গ্রাম এলাকা থেকে একটি পিক আপ ভ্যানে এগারো জন ব্যক্তি কলকাতায় কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন । নাকাশিপাড়া যুগপুর ফ্লাইওভারের কাছে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি লরিকে । ঘটনাস্থলে মারা যান গাড়ির খালাসি সমেত দুই আরোহী । আহত বাকি দশ জনকে উদ্ধার করে স্থানীয়রা ভর্তি করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে । সেখানে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের পাঠানো হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ । দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করার পাশাপাশি সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.