ETV Bharat / state

Recover In Duplicate Automobile Parts : উদ্ধার অটোমোবাইলের নকল সামগ্রী, গ্রেফতার 1 - recover in duplicate automobile parts in nadia

নদিয়ার নবদ্বীপ শহরের ২০ নং ওয়ার্ডের তেঘড়ি পাড়া এলাকায় উদ্ধার হয় অটোমোবাইলের নকল সামগ্রী (Recover In Duplicate Automobile Parts) ৷ ঘটনায় গ্রেফতার 1 ৷

Recover In Duplicate Automobile Parts
উদ্ধার অটোমোবাইলের নকল সামগ্রী
author img

By

Published : Mar 25, 2022, 1:41 PM IST

নদিয়া, 25 মার্চ : নদিয়ায় উদ্ধার অটোমোবাইলের নকল সামগ্রী (Recover In Duplicate Automobile Parts)। শুক্রবার নদিয়ার নবদ্বীপ শহরের 20 নং ওয়ার্ডের তেঘড়ি পাড়া এলাকায় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও নবদ্বীপ থানার যৌথ প্রচেষ্টায় উদ্ধার হয় অটোমোবাইলের নকল সামগ্রী ৷ গ্রেফতার করা হয় অভিযুক্ত জগৎবন্ধু ঘোষকে ৷

জানা যায়, উদ্ধার হওয়া সামগ্রী টাটা কোম্পানির নামে বিক্রি করা হত । এদিনের এই অভিযানে প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি ছিলেন সংস্থার অপারেশন ম্যানেজার আনসার খান । তিনি বলেন , "উদ্ধার হওয়া সামগ্রী ভারী যানবাহনের জন্য ব্যবহৃত হয় । পাশাপাশি তিনি আরও জানান, দীর্ঘ দিন ধরে তাঁদের সংস্থার নাম করে নকল সামগ্রী বাজারে বিক্রির অভিযোগ পাচ্ছিলন তাঁরা। গোপন সুত্রে খবর পেয়ে এদিন নবদ্বীপ রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মা পোড়ামা অটো সেন্টার নামক দোকান থেকে উদ্ধার করা হয় 25টি নকল টাটার ডি ইএফ কন্টেইনার।

আরও পড়ুন : লালগড়ে ফের মাওবাদী পোস্টার উদ্ধার

সমগ্র ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন । শুক্রবার অভিযুক্ত দোকানের মালিককে আদালতে পাঠায় পুলিশ।

নদিয়া, 25 মার্চ : নদিয়ায় উদ্ধার অটোমোবাইলের নকল সামগ্রী (Recover In Duplicate Automobile Parts)। শুক্রবার নদিয়ার নবদ্বীপ শহরের 20 নং ওয়ার্ডের তেঘড়ি পাড়া এলাকায় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও নবদ্বীপ থানার যৌথ প্রচেষ্টায় উদ্ধার হয় অটোমোবাইলের নকল সামগ্রী ৷ গ্রেফতার করা হয় অভিযুক্ত জগৎবন্ধু ঘোষকে ৷

জানা যায়, উদ্ধার হওয়া সামগ্রী টাটা কোম্পানির নামে বিক্রি করা হত । এদিনের এই অভিযানে প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি ছিলেন সংস্থার অপারেশন ম্যানেজার আনসার খান । তিনি বলেন , "উদ্ধার হওয়া সামগ্রী ভারী যানবাহনের জন্য ব্যবহৃত হয় । পাশাপাশি তিনি আরও জানান, দীর্ঘ দিন ধরে তাঁদের সংস্থার নাম করে নকল সামগ্রী বাজারে বিক্রির অভিযোগ পাচ্ছিলন তাঁরা। গোপন সুত্রে খবর পেয়ে এদিন নবদ্বীপ রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মা পোড়ামা অটো সেন্টার নামক দোকান থেকে উদ্ধার করা হয় 25টি নকল টাটার ডি ইএফ কন্টেইনার।

আরও পড়ুন : লালগড়ে ফের মাওবাদী পোস্টার উদ্ধার

সমগ্র ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন । শুক্রবার অভিযুক্ত দোকানের মালিককে আদালতে পাঠায় পুলিশ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.